কলকাতা, 17 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশু দিব্যাংশ ভকত এবং ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা এখনও সংকটে রয়েছে । তবে, দিব্যাংশ ভকতের অবস্থা তুলনায় কিছুটা ভালো বলে চিকিৎসকরা বলছেন ৷ অন্যদিকে, ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা এখনও উদ্বিগ্ন বলে জানা গেছে । এই দুই শিশুর চিকিৎসা চলছে SSKM হাসপাতালে ।
দিব্যাংশ ও ঋষভের শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "দিব্যাংশ ভকতের ক্ষেত্রে যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা সংক্রমণ হয়নি । অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে । এখনও ভেন্টিলেশনে রয়েছে । তবে, দিব্যাংশের ফুসফুস নিজে কাজ করছে । আগের তুলনায় এখন অবস্থা ভালো । কিন্তু, এখনও সংকটে রয়েছে ।" সংকটে কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, "কারণ সংক্রমণ যে আর হবে না, তার কোনও নিশ্চয়তা নেই । কেননা, অনেক দিন পরেও জীবাণুগুলি বেড়ে যেতে পারে । এসব সত্ত্বেও কিছুটা হলেও দিব্যাংশের ক্ষেত্রে আমরা আশার আলো দেখতে পাচ্ছি ।"
ঋষভ সিংয়ের শারীরিক অবস্থার বিষয়ে MSVP বলেন, "ঋষভের ক্ষেত্রে এখনও ECMO চলছে । ভেন্টিলেশন এবং ECMO, এই দুইয়ের সাপোর্টে তাকে রাখা হয়েছে । ECMO-র সাপোর্টের বাইরে যতক্ষণ না তাকে আনা সম্ভব হচ্ছে, ততক্ষণ এই শিশুর শরীরের অন্যান্য প্যারামিটারের বিষয়ে কিছু বলা যাচ্ছে না ।"
উল্লেখ্য ঋষভের ফুসফুসকে বাঁচানোর জন্য শুক্রবার রাত থেকে তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছে । গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তাকে রক্ত দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । ফুসফুসকে বাঁচানোর অঙ্গ হিসাবে গতকাল তার ট্র্যাকিওস্টমি করা হয়েছে । এখনও ঋষভের ফুসফুসে জল-কাদা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । জল-কাদা ঢুকে যাওয়ার জন্য এই দুর্ঘটনায় এই দুই শিশুর ফুসফুস সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । শুক্রবার তাদের ইমামবাড়া হাসপাতাল থেকে SSKM হাসপাতালে আনা হয় ।