ETV Bharat / city

KMC Election 2021 : 25 নম্বর ওয়ার্ডে লড়াইয়ে মুখোমুখি দুই ভাই, রাজনীতি ছায়া ফেলেনি সম্পর্কে

আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) শহরের 25 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রাজেশ সিনহা ও তাঁর ভাই রাজীব সিনহা ৷ প্রথমজন তৃণমূলের এবং দ্বিতীয় জন বিজেপির প্রার্থী ৷ এনিয়ে বাকিরা মুচমুচে আলোচনা করলেও পাত্তা দিতে নারাজ দুই ভাই ৷ রাজনীতি ও পরিবারকে আলাদা রেখে ভালই আছেন তাঁরা ৷

two brothers fight in 25 number ward for kmc election 2021
KMC Election 2021 : 25 নম্বর ওয়ার্ডে ঘাসফুল-পদ্মের লড়াইয়ে মুখোমুখি দুই ভাই
author img

By

Published : Dec 17, 2021, 4:21 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : ভোটের ময়দানে মুখোমুখি দুই সহোদর ৷ আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) শহরের 25 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রাজেশ সিনহা ও তাঁর ভাই রাজীব সিনহা ৷ প্রথমজন ভোটে লড়ছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ৷ আর দ্বিতীয় জন নির্বাচনের ময়দানে নেমেছেন বিজেপির প্রতিনিধি হিসাবে ৷ দুই ভাইয়ের লড়াই ঘিরে শুরু হয়েছে জোর চর্চা ৷ যদিও বিষয়টিকে আমল দিতে নারাজ রাজেশ-রাজীব ৷

আরও পড়ুন : KMC ELection 2021 : কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের

এনিয়ে প্রশ্ন করা হলে পাল্টা তথগত রায় ও সৌগত রায়ের তুলনা টানেন রাজেশ ৷ তাঁর বক্তব্য, তথাগত এবং সৌগত, দু’জনেরই জাতীয় স্তরে পরিচিতি রয়েছে ৷ অথচ তাঁদের রাজনৈতিক অবস্থান পরস্পরের বিরোধী ৷ তাহলে তাঁদের কেন এ নিয়ে প্রশ্ন করা হয় না ? রাজেশ মনে করেন, রাজনীতিটা একেবারেই ব্যক্তিগত বিষয় ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান করেছেন ৷ কিন্তু, তাঁর ভাই বিজেপির নীতিতে বিশ্বাসী ৷ তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ এনিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলেই মনে করেন রাজেশ ৷

ভোটের লড়াইয়ে মুখোমুখি দুই ভাই ৷

প্রায় একই সুর শোনা গিয়েছে ছোট ভাই রাজীবের গলাতেও ৷ তিনি জানান, ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন তাঁরা ৷ তাঁদের বাবা ছিলেন প্রদেশ কংগ্রেসের চেনা মুখ অনয়গোপাল সিনহা ৷ অন্যদিকে, তাঁদের জেঠু যুক্ত ছিলেন গেরুয়া রাজনীতির সঙ্গে ৷ তাই বাড়িতে ভিন্ন মতের সহাবস্থান ছিল বরাবরই ৷ রাজেশ, রাজীবও প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এমনকী, কংগ্রেসের টিকিটে একবার ভোটেও দাঁড়িয়েছিলেন ছোট ভাই রাজীব ৷ তবে এখন তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে ফের রাজ্য নির্বাচন কমিশনে বামেরা

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দুই ভাইয়ের পারিবারিক সম্পর্ক অটুট ৷ তাঁদের বাড়ির ঠিকানা অভিন্ন হলেও থাকেন আলাদা-আলাদা ৷ কিন্তু, দুই ভাইয়ের পরিবারের মধ্যে কোনও বিবাদ নেই ৷ এমনকী, দু’জনে যখন এক জায়গায় হন, তখনও রাজনীতি নিয়ে কোনও আলোচনা করেন না তাঁরা ৷ বাড়ির ছোটদের সামনেও এই ধরনের প্রসঙ্গ ব্রাত্যই রাখা হয় ৷ রাজেশের বক্তব্য, ছোট ভাই তাঁর কাছে সন্তানতুল্য ৷ দাদার এই অভিভাবকত্ব স্বীকার করে নিয়েছেন ছোট ভাইও ৷ দু’জনেই দু’জনকে তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন ৷

কলকাতা, 17 ডিসেম্বর : ভোটের ময়দানে মুখোমুখি দুই সহোদর ৷ আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) শহরের 25 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রাজেশ সিনহা ও তাঁর ভাই রাজীব সিনহা ৷ প্রথমজন ভোটে লড়ছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ৷ আর দ্বিতীয় জন নির্বাচনের ময়দানে নেমেছেন বিজেপির প্রতিনিধি হিসাবে ৷ দুই ভাইয়ের লড়াই ঘিরে শুরু হয়েছে জোর চর্চা ৷ যদিও বিষয়টিকে আমল দিতে নারাজ রাজেশ-রাজীব ৷

আরও পড়ুন : KMC ELection 2021 : কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের

এনিয়ে প্রশ্ন করা হলে পাল্টা তথগত রায় ও সৌগত রায়ের তুলনা টানেন রাজেশ ৷ তাঁর বক্তব্য, তথাগত এবং সৌগত, দু’জনেরই জাতীয় স্তরে পরিচিতি রয়েছে ৷ অথচ তাঁদের রাজনৈতিক অবস্থান পরস্পরের বিরোধী ৷ তাহলে তাঁদের কেন এ নিয়ে প্রশ্ন করা হয় না ? রাজেশ মনে করেন, রাজনীতিটা একেবারেই ব্যক্তিগত বিষয় ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান করেছেন ৷ কিন্তু, তাঁর ভাই বিজেপির নীতিতে বিশ্বাসী ৷ তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ এনিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলেই মনে করেন রাজেশ ৷

ভোটের লড়াইয়ে মুখোমুখি দুই ভাই ৷

প্রায় একই সুর শোনা গিয়েছে ছোট ভাই রাজীবের গলাতেও ৷ তিনি জানান, ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন তাঁরা ৷ তাঁদের বাবা ছিলেন প্রদেশ কংগ্রেসের চেনা মুখ অনয়গোপাল সিনহা ৷ অন্যদিকে, তাঁদের জেঠু যুক্ত ছিলেন গেরুয়া রাজনীতির সঙ্গে ৷ তাই বাড়িতে ভিন্ন মতের সহাবস্থান ছিল বরাবরই ৷ রাজেশ, রাজীবও প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এমনকী, কংগ্রেসের টিকিটে একবার ভোটেও দাঁড়িয়েছিলেন ছোট ভাই রাজীব ৷ তবে এখন তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী ৷

আরও পড়ুন : KMC Election 2021 : ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে ফের রাজ্য নির্বাচন কমিশনে বামেরা

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দুই ভাইয়ের পারিবারিক সম্পর্ক অটুট ৷ তাঁদের বাড়ির ঠিকানা অভিন্ন হলেও থাকেন আলাদা-আলাদা ৷ কিন্তু, দুই ভাইয়ের পরিবারের মধ্যে কোনও বিবাদ নেই ৷ এমনকী, দু’জনে যখন এক জায়গায় হন, তখনও রাজনীতি নিয়ে কোনও আলোচনা করেন না তাঁরা ৷ বাড়ির ছোটদের সামনেও এই ধরনের প্রসঙ্গ ব্রাত্যই রাখা হয় ৷ রাজেশের বক্তব্য, ছোট ভাই তাঁর কাছে সন্তানতুল্য ৷ দাদার এই অভিভাবকত্ব স্বীকার করে নিয়েছেন ছোট ভাইও ৷ দু’জনেই দু’জনকে তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.