ETV Bharat / city

স্পায়ের আড়ালে মধুচক্র, উত্তর কলকাতায় গ্রেপ্তার 2 - কলকাতা পুলিশ

দিন কয়েক ধরেই কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট খবর পাচ্ছিল স্পায়ের আড়ালে মধুচক্রের । সেই মোতাবেক 81/1 বিডন স্ট্রিটে হানা দেয় বড়তলা থানার পুলিশ এবং গোয়েন্দারা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় স্পায়ের ম্যানেজার এবং এক গ্রাহককে ।

বড়তলা থানা
বড়তলা থানা
author img

By

Published : Sep 20, 2020, 9:51 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : শপিং মল থেকে শুরু করে বিভিন্ন অভিজাত এলাকা । কলকাতায় এখন স্পায়ের রমরমা কারবার । অভিযোগ, একাধিক স্পা পার্লারের আড়ালে চলছে বেআইনি কাজ কারবার । ঝকঝকে সব বিজ্ঞাপন । কোথাও কোথাও বলা হয় থাইল্যান্ড ম্যাসাজ । আর এগুলির কোনও কোনওটিতে নিয়ে আসা হচ্ছে থাইল্যান্ডের দেহ ব্যবসার সঙ্গে জড়িত মেয়েদের । কোথাও আবার নেপালিদের সাজানো হচ্ছে থাইল্যান্ডের যুবতি হিসেবে । কিন্তু এখন ব্যাপকভাবে উঠছে অভিযোগ । এই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে দেহ ব্যবসার আখড়া । তেমনই অভিযোগ পেয়ে গতরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এক গ্রাহক ও ম্যানেজারকে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক ধরেই কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট খবর পাচ্ছিল স্পায়ের আড়ালে মধুচক্রের । বিষয়টি জানানো হয় গোয়েন্দা প্রধানকে । তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । সেই মোতাবেক 81/1 বিডন স্ট্রিটে হানা দেয় বড়তলা থানার পুলিশ এবং গোয়েন্দারা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় স্পায়ের ম্যানেজার এবং এক গ্রাহককে। উদ্ধার করা হয় তিন যৌনকর্মীকেও । গ্রেপ্তার হওয়া ম্যানেজারের নাম রাজেশ কুমার শর্মা । বয়স 38 বছর । দমদম থানা এলাকার পূর্ব সিঁথি রোডের বাসিন্দা । ধৃত গ্রাহকের নাম মহম্মদ আব্বাস। বয়স 44 বছর। তিনি বেলগাছিয়া রোডের বাসিন্দা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই স্পায়ের মালিকের নাম জানার চেষ্টা করছে পুলিশ । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এমন ধরনের কোনও খবর পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে ।

কলকাতা, 20 সেপ্টেম্বর : শপিং মল থেকে শুরু করে বিভিন্ন অভিজাত এলাকা । কলকাতায় এখন স্পায়ের রমরমা কারবার । অভিযোগ, একাধিক স্পা পার্লারের আড়ালে চলছে বেআইনি কাজ কারবার । ঝকঝকে সব বিজ্ঞাপন । কোথাও কোথাও বলা হয় থাইল্যান্ড ম্যাসাজ । আর এগুলির কোনও কোনওটিতে নিয়ে আসা হচ্ছে থাইল্যান্ডের দেহ ব্যবসার সঙ্গে জড়িত মেয়েদের । কোথাও আবার নেপালিদের সাজানো হচ্ছে থাইল্যান্ডের যুবতি হিসেবে । কিন্তু এখন ব্যাপকভাবে উঠছে অভিযোগ । এই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে দেহ ব্যবসার আখড়া । তেমনই অভিযোগ পেয়ে গতরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এক গ্রাহক ও ম্যানেজারকে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক ধরেই কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট খবর পাচ্ছিল স্পায়ের আড়ালে মধুচক্রের । বিষয়টি জানানো হয় গোয়েন্দা প্রধানকে । তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । সেই মোতাবেক 81/1 বিডন স্ট্রিটে হানা দেয় বড়তলা থানার পুলিশ এবং গোয়েন্দারা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় স্পায়ের ম্যানেজার এবং এক গ্রাহককে। উদ্ধার করা হয় তিন যৌনকর্মীকেও । গ্রেপ্তার হওয়া ম্যানেজারের নাম রাজেশ কুমার শর্মা । বয়স 38 বছর । দমদম থানা এলাকার পূর্ব সিঁথি রোডের বাসিন্দা । ধৃত গ্রাহকের নাম মহম্মদ আব্বাস। বয়স 44 বছর। তিনি বেলগাছিয়া রোডের বাসিন্দা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই স্পায়ের মালিকের নাম জানার চেষ্টা করছে পুলিশ । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এমন ধরনের কোনও খবর পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.