কলকাতা, 16 অক্টোবর: কলকাতায় ফের আন্তর্জাতিক সোনা পাচার চক্রের হদিস মিলল। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক বিদেশি নাগরিক সহ মোট দুইজন। উদ্ধার করা হয়েছে ৪০ টি সোনার বার। যার বাজারমূল্য ২.০৮ কোটি টাকা।
নির্দিষ্ট সূত্রে খবর ছিল কাস্টমসের কাছে । মায়ানমার থেকে কলকাতায় পাচার করা হবে সোনা। সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । কাস্টমসের বারাসত উইংয়ের সদস্যরা ওঁত পেতে ছিলেন। সূত্র খবর দেয়, পাচারকারীরা ফুলবাগান চত্বরে গেছে । এবার সেখানে শুরু হয় নজরদারি । সেখানে দুই সন্দেহভাজন ব্যক্তি একটি অটো থেকে নেমে হাঁটা দেয় একটি লাল গাড়ির দিকে। সেই গাড়ির কাছে আসতেই আটক করা হয় তাদের । তাদের তল্লাশি করে পাওয়া যায় ৪০ টি সোনার বার। যার ওজন প্রায় ৬ কেজি ।
এরপরই কাস্টমস আটক করে ওই দুজনকে। তাদের একজন মায়ানমারের নাগরিক। অন্যজন এরাজ্যের। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কাস্টমসের ধারণা, এই দুজন শুধুই ক্যারিয়ার। চক্রের পান্ডারা রয়েছে আড়ালে । তাদের খোঁজ পেতে চাইছে কাস্টমস। সেই কারণেই ধৃতদের নাম প্রকাশ্যে আনা হয়নি ।