কলকাতা, 3 জুন : সরকারি অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাক ধর্মঘটের হুঁশিয়ারি দিল ট্রাক মালিক সংগঠন ৷ মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে আর্থিক প্যাকিজ সহ একাধিক দাবি জানাল সংগঠনটি ৷
করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাদ্যদ্রব্য, ওষধ, অক্সিজেন সহ অত্যাবশ্যক পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে ট্রাক মারফত ৷ সেই পরিবহণ পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিল ট্রাক মালিক সংগঠন । এই বিষয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণ সচিবকে চিঠি দিয়েছে ট্রাক মালিক সংগঠন ।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, "করোনাকালে অত্যাবশ্যক দ্রব্য পৌঁছে দিচ্ছি ৷ ঘূর্ণিঝড়ের পর বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়ে সরকারের পাশে দাঁড়িয়েছি । কিন্তু, দুঃখের বিষয় হল, পরিবহণ ব্যবস্থার যে দুর্দিন চলছে তাতে আগামী দিনে ব্যবসা করতে পারব কিনা সন্দেহ । রাজ্য সরকার যদি এভাবে আমাদের প্রতি অসহযোগী মনোভাব দেখায় তা হলে আমরা যে জরুরি ভিত্তিতে 10 শতাংশ ট্রাক চালিয়ে সরকারকে সাহায্য করছি, তা বন্ধ করতে বাধ্য হব ।"
তিনি আরও বলেন, "রাজ্যে ডিজ়েলের মূল্য 90 টাকার কাছাকাছি । আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পেট্রোল ও ডিজ়েলের উপর জিএসটি চালু করার দাবি রেখেছিলাম । পেট্রোল-ডিজ়েলের উপর রাজ্য সরকার যে সেস বসিয়েছে তা কমানোর দাবিও জানিয়েছি । কিন্তু সদুত্তর মেলেনি ।"
আরও পড়ুন: ময়নাগুড়িতে হাইজ্যাক হওয়া পণ্যবাহী ট্রাক উদ্ধার, নিখোঁজ দুই কর্মী
ট্রাক মালিক সংগঠনের আরও দাবি, আগামী ছয় মাস ট্রাকের ট্যাক্সে ছাড় দিতে হবে । ফিটনেস ও পারমিটের ক্ষেত্রে ফাইন মকুব করতে হবে । পশ্চিমবঙ্গে এক্সেল লোড চালু করার দাবি জানানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে । জানা গিয়েছে, লকডাউনে অন্যান্য ক্ষেত্রগুলির মতো তাঁদেরও আর্থিক সহায়তা করা হোক, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এমন দাবিও করেছে ট্রাক মালিক সংগঠন ৷
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ বসু বলেন, "আমাদের আয় একেবারেই বন্ধ হয়ে গেছে । এই অবস্থায় ট্রাকের কিস্তি দিতে পারছি না । তাই আমরা আর্থিক প্যাকেজের দাবি রাখছি ।"