কলকাতা, 12 সেপ্টেম্বর: পুজো আসছে ৷ হাতে গোনা আর 18 দিন বাকি দেবীর আগমনে ৷ এইসময় বঙ্গজীবনে অন্যরকম ব্যস্ততা থাকবে, সেটাই স্বাভাবিক ৷ কুমোর পাড়ায় প্রতিমা শিল্পীদের ব্যস্ততা, মণ্ডপ তৈরিতে কারিগরদের ব্যস্ততা, দোকানে-দোকানে পুজোর আগে কেনাকাটার ব্যস্ততা-ভিড় এটাই দেখতে অভ্যস্ত আমরা ৷ কিন্তু এবছর পুজোর আগেই বঙ্গোপসাগরে এসে হাজির হয়েছে নিম্নচাপ (depression in Bay of Bengal) ৷ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি ৷ যার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (rain before Durga Puja) ৷
এবছর বর্ষার বৃষ্টিতে কিছুটা ঘাটতি রয়েছে বঙ্গে ৷ ফলে এই নিম্নচাপে ভর করে নেমে আসা বৃষ্টিতে সেই ঘাটতি কিছুটা মিটবে বলেই আশা করা হচ্ছে ৷ কিন্তু এই বর্ষণই আবার পণ্ড করে দিচ্ছে পুজো প্রস্তুতিও ৷ ফলে একদিকে যেমন পুজো শপিংয়ে বাধা পড়েছে, তেমনই কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ী ও কুমোরটুলির শিল্পীদেরও (trouble in Puja preparation due to rain)৷
আরও পড়ুন: শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, বৃষ্টি আরও বাড়বে
ছাতা নিয়ে কেউ কেউ পুজোর বাজার করতে বেরোলেও অনেকেই পিছিয়ে গিয়েছেন সেই পরিকল্পনা থেকে ৷ সোমবার ধর্মতলা চত্বরে বৃষ্টিকে মাথায় নিয়ে কিছু মানুষকে কেনাকাটা করতে দেখা গেলেও বৃষ্টির জন্য মাথায় হাত ব্যবসায়ীদের । ধর্মতলার নৌসাদ নামে এক বিক্রেতার কথায়, "এবছর পুজোর বাজার ভালো । দু'বছরের করোনার রেশ কাটিয়ে এবারে বাজার দোকানে ভিড় রয়েছে । তবে বৃষ্টির জন্য বহু মানুষ এখনও কেনাকাটা করতে বের হননি । ফলে নতুন জিনিস দোকানে তুললেও, ভিড় নেই । এছাড়াও রাস্তার উপরে দোকান । বারবার বৃষ্টি নামছে, ফলে বিক্রি করতেও অসুবিধা হচ্ছে ।"
ত্রিপুরা থেকে আসা এক তরুণী এদিন এসেছিলেন ধর্মতলায় ৷ তিনি বলেন,"আমি ঘুরতে এসেছিলাম । ফলে ধর্মতলাতেও আসি । এত বড় মার্কেট দেখে পুজোর শপিং এখান থেকেই করে নিচ্ছি । তবে বৃষ্টিতে সমস্যা হচ্ছে । কিন্তু কিছু করার নেই । আর ক'দিন বাদেই পুজো । তাই ছাতা মাথায় নিয়েই কেনাকাটা চলছে ।"
তবে শুধু বাজার, দোকান ব্যবসায়ী নয় । পুজোর একেবারে দোরগোড়ায় বৃষ্টি হওয়ায় মাথায় হাত মৃৎশিল্পীদেরও । কুমোরটুলিতে এই সময় চলে শেষ মুহূর্তের প্রস্তুতি । কাঠামো রং করার সময় এখন । কিন্তু এত বৃষ্টিতে রং শুকনো করতে সমস্যায় পড়ছেন তাঁরা । শিল্পী বঙ্কিম পাল বলেছেন, "প্লাস্টিক দিয়ে সব প্রতিমা ঢাকা রয়েছে। কিন্তু যদি প্লাস্টিক ফুটো থাকে তখন মাটি গলে যাওয়ার একটা ভয় থাকছে । এখন রোদের প্রয়োজন । সেটা না-থাকায় সমস্যা হচ্ছে । জায়গা কমে যাচ্ছে । ফলে কাজের চাপ আরও বেড়ে যাচ্ছে ।" তবে শুধু পুজো নয় । সপ্তাহের প্রথমদিন বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরাও (rain in Kolkata and South Bengal) । ঠিক সময় বাস মিলছে না রাস্তায় । যদিও বা বাস দেখা যায় তাতে আবার বাদুড়ঝোলা ভিড় ।