কলকাতা, 9 অগস্ট: সাংবাদিক সম্মেলন করে 100 দিনের কাজে রাজ্যবাসীকে বঞ্চনা নিয়ে এবার সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) । তাঁদের অভিযোগ, একশো দিনের টাকা বন্ধ করে বাস্তবে কেন্দ্রীয় সরকার রাজ্যের গরিব মানুষকে ভাতে মারার চেষ্টা করছে । তাঁরা এও অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বাংলা বিদ্বেষ থেকেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র সরকার (Trinamool miffed at centre treatment to Bengal in 100 days work) ।
সাম্প্রতিক সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তথ্য প্রকাশ্যে এসেছে যেখানে সমস্ত রাজ্যকেই কমবেশি 100 দিনের প্রকল্পের অর্থ বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি টাকাও বরাদ্দ করা হয়নি । আর সেই জায়গা থেকেই অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস । এদিন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গত ডিসেম্বর মাস থেকে একশো দিনের প্রকল্প অর্থাৎ মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট মিশনের একটা টাকাও রাজ্যকে দেওয়া হয়নি । বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে বারবার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, চিঠি দিয়েছেন, নিজে দিল্লি গিয়ে আলাদা করে বৈঠক করেছেন, কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি । এটা সাংবিধানিক নিয়ম 100 দিনের কাজ যারা করবেন 15 দিনের মধ্যে তাদের টাকা দিতে হবে । তা সত্ত্বেও টাকা দেওয়া হচ্ছে না ।"
তিনি আরও বলেন, "22-23 অর্থবর্ষে 1.11 কোটির কাজ এই সরকারের আমলে হয়েছে । এই মুহূর্তে রাজ্যের এই খাতে কেন্দ্রের কাছ থেকে বকেয়া 7 হাজার 130 কোটি টাকা । এর মধ্যে 2800কোটি টাকা যারা কাজ করেছে শুধুমাত্র তাদের বেতন ।" চন্দ্রিমার প্রশ্ন, "তাহলে কি রাজ্যের গরিব মানুষ কাজ করেই যাবে অথচ তাদের অধিকারের টাকা তারা কেন্দ্র থেকে পাবে না ?"
আরও পড়ুন: দুর্নীতিগ্রস্তদের পাশে থাকবে না দল, জেলা তৃণমূল নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের
শুধু চন্দ্রিমা ভট্টাচার্য নয়, এদিন এই নিয়ে সরব হয়েছেন সুখেন্দুশেখর রায়ও । তিনি বলেন, "কেন্দ্র রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে । আর এর পেছনে রাজ্যের কিছু বিজেপি নেতার সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে । সম্প্রতি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছে তার থেকে জানা গিয়েছে, জুন পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে 100 দিনের কাজে বরাদ্দ হিসাবে ভুরিভুরি অর্থ দেওয়া হলেও রাজ্যকে একটি টাকাও দেওয়া হয়নি । সবচেয়ে বড় কথা একশো দিনের কাজে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও আমাদের রাজ্যকে এই বঞ্চনা করা হচ্ছে । এই বঞ্চনার মাধ্যমে বাস্তবে রাজ্যে একটা আর্থিক অবরোধ তৈরির চেষ্টা করা হচ্ছে । আর এই নিয়েই প্রতিবাদ করছি আমরা ।"