ETV Bharat / city

TMC Working Committee meeting : সোমবার কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক - Abhishek Banerjee

পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে তাদের সক্রিয় সংগঠন রয়েছে। সেদিক থেকে সোমবারের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রবিবার দিল্লি থাকলেও আগামিকাল ওয়ার্কিং কমিটির বৈঠকের কারণে রাজ্যে ফিরে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), শুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), ডেরেক ও'ব্রায়েনরা (Derek O'Brien)।

TMC Working Committee meeting
সোমবার কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক, রাজধানীর থেকে ফিরছেন সুদীপ-ডেরেক
author img

By

Published : Nov 28, 2021, 6:49 PM IST

কলকাতা, 28 নভেম্বর : আগামিদিনে জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অভিমুখ কী হবে তা ঠিক করতে সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর বসছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক (TMC Working Committee meeting)। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে হবে এই বৈঠক। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়াও ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া হরিয়ানার নেতা অশোক তানওয়ারেরও (Ashok Tanwar) ডাক পড়েছে বৈঠকে। সেখানে দলের বাকি নেতাদের সঙ্গে তাঁর আলাপ-পরিচয় হবে বলে জানা গিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা ভরা সংসার। পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে তাদের সক্রিয় সংগঠন রয়েছে। সেদিক থেকে সোমবারের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিকমহল। রবিবার দিল্লি থাকলেও আগামিকাল ওয়ার্কিং কমিটির বৈঠকের কারণে রাজ্যে ফিরে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), শুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), ডেরেক ও'ব্রায়েনরা (Derek O'Brien)। ফলত সোমবার দিল্লিতে বিরোধী দলগুলোর বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু কলকাতায় তৃণমূল কংগ্রেসের এই বৈঠক রয়েছে তাই দিল্লির বৈঠকে থাকবে না তারা। এই বৈঠকে যেমন ত্রিপুরার ভোটের ফল নিয়ে পর্যালোচনা হবে একইভাবে শীতকালীন অধিবেশনে দল কোন পথে চলবে তা নিয়ে দিকনির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। সবমিলিয়ে সোমের বৈঠক তৃণমূল কংগ্রেসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সুদীপবাবু।

আরও পড়ুন : Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিস্তারের পেছনে মূল লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করা ও সাংগঠনিক কাঠামো বিস্তারই এখন দলের শীর্ষ নেতৃত্বের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে কীর্তি আজাদ (Kirti Azad), পবন বর্মা (Pavan Varma), অশোক তানওয়ারের মতো জাতীয় স্তরে পরিচিত মুখের তৃণমূলে যোগদান সেই বার্তাকে আরও জোরাল করেছে। একদিকে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা, অসম রয়েছে। অন্যদিকে আগামী বছরে গোয়ার বিধানসভার নির্বাচন রয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেসে নেতা লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro) তৃণমূলে​ যোগদান করার পর তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে ইতিমধ্যেই গোয়াবাসীর পাশে থাকার বার্তা দিয়েছে দল। টেনিস কিংবদন্তি তথা গোয়ার ভূমিপুত্র লিয়েন্ডার পেজও (Leander Paes) যোগ দিয়েছেন ঘাসফুলে ৷ ইতিমধ্যেই সেখানে তিনি জনসংযোগে নেমে পড়েছেন৷

আরও পড়ুন : Tripura Municipal Election 2021 : আমবাসায় এক ওয়ার্ডে জয়, ত্রিপুরায় খাতা খুলল তৃণমূল

অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেও পাঠানো হয়েছে রাজ্যসভায় ৷ সুস্মিতাকে সাংসদ করে বার্তা দেওয়া হয়েছে অসম, ত্রিপুরাতেও। উত্তরপ্রদেশের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠির নাতি যোগ দিয়েছেন তৃণমূলে৷ আবার বিহার, হরিয়ানার পরিচিত নেতারা দলে যোগ দেওয়ায় জাতীয়স্তরেও তৃণমূল কংগ্রেসের বার্তা স্পষ্ট ৷ ২৯ নভেম্বর তৃণমূল ওয়ার্কিং কমিটির বৈঠক তৃণমূলের জাতীয় অভিমুখ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করবে সন্দেহ নেই ৷ একদিকে যেমন জাতীয় পর্যায়ে দলের অভিমুখ নিয়ে বলবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি সংসদের শীতকালীন অধিবেশনে দলীয় সাংসদদের ভূমিকা কী হতে চলেছে ঠিক করে দেওয়া হবে সেখানে।

বাংলার ​ টানা তৃতীয়বার সরকার গঠনের পর এই বৈঠকই হতে চলেছে তৃণমূলের জাতীয় অভিমুখ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ। কোনও সন্দেহ নেই আগামিদিনে তৃণমূল কংগ্রেসের সংগঠন ধারে ও ভারে বৃদ্ধি পাবে আরও। এই বৈঠক হতে চলেছে সেই শক্তিকে কেন্দ্রীভূত করার বৈঠক।

কলকাতা, 28 নভেম্বর : আগামিদিনে জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অভিমুখ কী হবে তা ঠিক করতে সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর বসছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক (TMC Working Committee meeting)। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে হবে এই বৈঠক। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়াও ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া হরিয়ানার নেতা অশোক তানওয়ারেরও (Ashok Tanwar) ডাক পড়েছে বৈঠকে। সেখানে দলের বাকি নেতাদের সঙ্গে তাঁর আলাপ-পরিচয় হবে বলে জানা গিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা ভরা সংসার। পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে তাদের সক্রিয় সংগঠন রয়েছে। সেদিক থেকে সোমবারের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিকমহল। রবিবার দিল্লি থাকলেও আগামিকাল ওয়ার্কিং কমিটির বৈঠকের কারণে রাজ্যে ফিরে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), শুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), ডেরেক ও'ব্রায়েনরা (Derek O'Brien)। ফলত সোমবার দিল্লিতে বিরোধী দলগুলোর বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু কলকাতায় তৃণমূল কংগ্রেসের এই বৈঠক রয়েছে তাই দিল্লির বৈঠকে থাকবে না তারা। এই বৈঠকে যেমন ত্রিপুরার ভোটের ফল নিয়ে পর্যালোচনা হবে একইভাবে শীতকালীন অধিবেশনে দল কোন পথে চলবে তা নিয়ে দিকনির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। সবমিলিয়ে সোমের বৈঠক তৃণমূল কংগ্রেসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সুদীপবাবু।

আরও পড়ুন : Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিস্তারের পেছনে মূল লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করা ও সাংগঠনিক কাঠামো বিস্তারই এখন দলের শীর্ষ নেতৃত্বের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে কীর্তি আজাদ (Kirti Azad), পবন বর্মা (Pavan Varma), অশোক তানওয়ারের মতো জাতীয় স্তরে পরিচিত মুখের তৃণমূলে যোগদান সেই বার্তাকে আরও জোরাল করেছে। একদিকে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা, অসম রয়েছে। অন্যদিকে আগামী বছরে গোয়ার বিধানসভার নির্বাচন রয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেসে নেতা লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro) তৃণমূলে​ যোগদান করার পর তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে ইতিমধ্যেই গোয়াবাসীর পাশে থাকার বার্তা দিয়েছে দল। টেনিস কিংবদন্তি তথা গোয়ার ভূমিপুত্র লিয়েন্ডার পেজও (Leander Paes) যোগ দিয়েছেন ঘাসফুলে ৷ ইতিমধ্যেই সেখানে তিনি জনসংযোগে নেমে পড়েছেন৷

আরও পড়ুন : Tripura Municipal Election 2021 : আমবাসায় এক ওয়ার্ডে জয়, ত্রিপুরায় খাতা খুলল তৃণমূল

অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেও পাঠানো হয়েছে রাজ্যসভায় ৷ সুস্মিতাকে সাংসদ করে বার্তা দেওয়া হয়েছে অসম, ত্রিপুরাতেও। উত্তরপ্রদেশের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠির নাতি যোগ দিয়েছেন তৃণমূলে৷ আবার বিহার, হরিয়ানার পরিচিত নেতারা দলে যোগ দেওয়ায় জাতীয়স্তরেও তৃণমূল কংগ্রেসের বার্তা স্পষ্ট ৷ ২৯ নভেম্বর তৃণমূল ওয়ার্কিং কমিটির বৈঠক তৃণমূলের জাতীয় অভিমুখ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করবে সন্দেহ নেই ৷ একদিকে যেমন জাতীয় পর্যায়ে দলের অভিমুখ নিয়ে বলবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি সংসদের শীতকালীন অধিবেশনে দলীয় সাংসদদের ভূমিকা কী হতে চলেছে ঠিক করে দেওয়া হবে সেখানে।

বাংলার ​ টানা তৃতীয়বার সরকার গঠনের পর এই বৈঠকই হতে চলেছে তৃণমূলের জাতীয় অভিমুখ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ। কোনও সন্দেহ নেই আগামিদিনে তৃণমূল কংগ্রেসের সংগঠন ধারে ও ভারে বৃদ্ধি পাবে আরও। এই বৈঠক হতে চলেছে সেই শক্তিকে কেন্দ্রীভূত করার বৈঠক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.