ETV Bharat / city

অবরোধের জের, পূর্ব রেলের একাধিক লাইনে ব্যাহত ট্রেন চলাচল

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব পড়ছে রেল চলাচলেও ৷

author img

By

Published : Dec 14, 2019, 12:45 PM IST

Updated : Dec 14, 2019, 1:52 PM IST

অবরোধের জের, পূর্ব রেলের একাধিক লাইনে ব্যাহত ট্রেন চলাচল
অবরোধের জের, পূর্ব রেলের একাধিক লাইনে ব্যাহত ট্রেন চলাচল

কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ অব্যাহত বাংলাজুড়ে ৷ এবার প্রভাব

শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ সেকশনের অন্তর্গত হারুয়া রোড ও চম্পাপুকুর স্টেশনের মাঝে আজও অবরোধ চলছে ৷ সকাল 6.05 মিনিটে এই দুটি স্টেশনের মাঝে ট্রেন অবরোধ করা হয় ৷ পাশাপাশি হাসনাবাদ সেকশনের সন্দালিয়া ও লেবুতলা স্টেশনের মধ্যে ট্রেন অবরোধ করা হয় ।

  • আজ সকাল 8.05 মিনিটে লক্ষ্মীকান্তপুর ও নিশ্চিন্দপুর স্টেশনের মাঝে ওভারহেড তারের উপর কলাপাতা ছুড়ে ফেলে আটকানো হয় ট্রেন।
  • বেলডাঙ্গার ঘটনার জেরে কৃষ্ণনগর-লালগোলা সেকশন শাখার গাড়িগুলি পলাশি পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷
  • মালদা ডিভিশনে নিউ ফরাক্কা আজিমগঞ্জ সেকশনের পোড়াডাঙ্গা স্টেশনে সকল 7:15 মিনিট থেকে ও নিমতলা স্টেশনে সকাল 8:25 মিনিটে অবরোধ চলে । ব্যাহত হয় ট্রেন চলাচল ৷
  • আপ হাওড়া-হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস যেটি হাওড়া থেকে 14 ডিসেম্বর বেলা একটায় ছাড়ার কথা ছিল তার বদলে ট্রেনটি ওই দিনেই 16:05 মিনিটে ছাড়বে।
  • 22405 আপ ভাগলপুর-আনন্দ বিহার (T) গরিব রথ এক্সপ্রেস যেটা ভাগলপুর থেকে 13:30 মিনিটে ছাড়ার বদলে 16:30 মিনিটে 14 ডিসেম্বর ছাড়বে।
  • রামপুরহাট-পাকুর সেকশনে অবরোধের কারণে মুরারাই থেকে বিলম্বে যাত্রা শুরু করে। ট্রেন ছাড়ে 10:20 মিনিটে।
  • মালদা ডিভিশনে ধূলিয়ান গঙ্গা ও বল্লালপুর স্টেশনে সকাল 10:10 মিনিটে বিক্ষোভ দেখান শুরু হয়।

পূর্ব রেল সূত্রে খবর, অন্যান্য সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে । রেল সূত্রের খবর, রেল আধিকারিকরা নিয়মিতভাবে পরিস্থিতির উপর নজর রাখছে । কন্ট্রোল রুমে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে ।

কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ অব্যাহত বাংলাজুড়ে ৷ এবার প্রভাব

শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ সেকশনের অন্তর্গত হারুয়া রোড ও চম্পাপুকুর স্টেশনের মাঝে আজও অবরোধ চলছে ৷ সকাল 6.05 মিনিটে এই দুটি স্টেশনের মাঝে ট্রেন অবরোধ করা হয় ৷ পাশাপাশি হাসনাবাদ সেকশনের সন্দালিয়া ও লেবুতলা স্টেশনের মধ্যে ট্রেন অবরোধ করা হয় ।

  • আজ সকাল 8.05 মিনিটে লক্ষ্মীকান্তপুর ও নিশ্চিন্দপুর স্টেশনের মাঝে ওভারহেড তারের উপর কলাপাতা ছুড়ে ফেলে আটকানো হয় ট্রেন।
  • বেলডাঙ্গার ঘটনার জেরে কৃষ্ণনগর-লালগোলা সেকশন শাখার গাড়িগুলি পলাশি পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷
  • মালদা ডিভিশনে নিউ ফরাক্কা আজিমগঞ্জ সেকশনের পোড়াডাঙ্গা স্টেশনে সকল 7:15 মিনিট থেকে ও নিমতলা স্টেশনে সকাল 8:25 মিনিটে অবরোধ চলে । ব্যাহত হয় ট্রেন চলাচল ৷
  • আপ হাওড়া-হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস যেটি হাওড়া থেকে 14 ডিসেম্বর বেলা একটায় ছাড়ার কথা ছিল তার বদলে ট্রেনটি ওই দিনেই 16:05 মিনিটে ছাড়বে।
  • 22405 আপ ভাগলপুর-আনন্দ বিহার (T) গরিব রথ এক্সপ্রেস যেটা ভাগলপুর থেকে 13:30 মিনিটে ছাড়ার বদলে 16:30 মিনিটে 14 ডিসেম্বর ছাড়বে।
  • রামপুরহাট-পাকুর সেকশনে অবরোধের কারণে মুরারাই থেকে বিলম্বে যাত্রা শুরু করে। ট্রেন ছাড়ে 10:20 মিনিটে।
  • মালদা ডিভিশনে ধূলিয়ান গঙ্গা ও বল্লালপুর স্টেশনে সকাল 10:10 মিনিটে বিক্ষোভ দেখান শুরু হয়।

পূর্ব রেল সূত্রে খবর, অন্যান্য সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে । রেল সূত্রের খবর, রেল আধিকারিকরা নিয়মিতভাবে পরিস্থিতির উপর নজর রাখছে । কন্ট্রোল রুমে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে ।

Intro:শিয়ালদা ডিভিশনের বারাসাত হাসনাবাদ সেকশনের অন্তর্গত হারুয়া রোড ও চম্পা পুকুর স্টেশনের মাঝে আজও অবরোধ চলছে সকাল সিক্সটি 5 মিনিটে এই দুটি স্টেশনের মাঝে ট্রেন অবরোধ করা হয় পাশাপাশি হাসনাবাদ সেকশনের সন্দালিয়া ও লেবুতলা স্টেশন এর মধ্যে ট্রেন অবরোধ করা হয়। Body:অবরোধকারীরা ট্রেন চলাচলও ব্যাহত করার জন্য আজ সকাল 8.05 মিনিটে লক্ষিকান্তপুর ও নিশ্চিন্দপুর স্টেশনের মাঝে ওভার হেড তারের উপর কলাপাতা ছুড়ে ফেলে।

বেলডাঙ্গার ঘটনার জেরে কৃষ্ণনগর-লালগোলা সেকশান শাখার গাড়িগুলি পলাশী পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্চে।

মালদা ডিভিশনে নিউ ফারাক্কা আজিমগঞ্জ সেকশনের পোড়াডাঙ্গা স্টেশনে সকল 7:15 মিনিট থেকে ও নিমতলা স্টেশনে সকাল 8:25 মিনিটে অবরোধ চলে।

পূর্ব রেল সূত্রে খবর অন্যান্য সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Conclusion:রেল সূত্রের খবর রেল আধিকারিকরা নিয়মিতভাবে পরিস্হিতি উপর নজর রাখছে। পাশাপাশি রেলের উচ্চপদস্থ আধিকারিকরা কন্ট্রোল রুমে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে।
Last Updated : Dec 14, 2019, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.