কলকাতা, 14 জানুয়ারি : বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলকাতা ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের (Kolkata traffic constable dies in a road accident) ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এমজি রোড ক্রসিংয়ে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কনস্টেবলের ৷
জানা গিয়েছে, এমজি রোড ক্রসিংয়ে ওই সময় কর্তব্যরত ছিলেন জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবল বছর তিরিশের শেখ মহম্মদ নাসিরুদ্দিন । কাটোয়ার বাসিন্দা মহম্মদ নাসিরুদ্দিন ট্রাফিক গার্ডের ব্যারাকেই থাকতেন । বৃহস্পতিবার রাতে যখন তিনি রাতে ডিউটি করছিলেন, সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নাসিরুদ্দিনকে ধাক্কা দেয় । এরপর কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাকটি । ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্ত চালকের নাম নেপাল যাদব ৷ বাড়ি বিহারে ৷
আরও পড়ুন : স্ট্য়াম্প পেপারে ছেলের দায়িত্ব ত্যাগ করে বিবাহিত তরুণের সঙ্গে পালালেন বিধবা
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার সময় ঘাতক ট্রাকের চালক কী অবস্থায় ছিলেন এবং ট্রাকের চাকায় কোনও গলদ ছিল কি না তাও জানার চেষ্টা চলছে ৷ পুলিশ সূত্রে খবর, ট্রাকটির ফরেন্সিক পরীক্ষা করা হবে ।