ETV Bharat / city

টপ নিউজ় @ সকাল 9 টা

author img

By

Published : Aug 11, 2020, 9:01 AM IST

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top
টপ

1) হোয়াইট হাউজ়ের বাইরে চলল গুলি, নিরাপদ স্থানে সরানো হল ট্রাম্পকে

ট্রাম্প তখন সবে বক্তব্য রাখা শুরু করবেন । এমন সময় হোয়াইট হাউজ়ের বাইরে গুলি চলে । তড়িঘড়ি তাঁকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

2) 12 ঘণ্টা পর বাবার মৃত্যুর খবর পেল ছেলে, শেষকৃত্যের জন্য চাওয়া হল 51 হাজার টাকা !

ওই মৃত ব্যক্তির ছেলের অভিযোগ, 12 ঘণ্টা পরে তাঁকে হাসপাতালের তরফে তাঁর বাবার মৃত্যুর খবর জানানো হয় । শ্মশানে গিয়েও তাঁরা বিপদে পড়েন । সেখানে তিনি মৃত বাবার মুখ একবার দেখতে চান । তখন শ্মশান কর্তৃপক্ষের তরফে তাঁর কাছে চাওয়া হয় 51 হাজার টাকা ।

3) মাথায় সফল অস্ত্রোপচার, ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

4) শত্রুপক্ষের সাবমেরিনে অব্যর্থ নিশানা হানে DRDO-র শ্যেন

শ্যেনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, এই টর্পেডো শুধুমাত্র জাহাজ বা সাবমেরিন থেকেই নয়, হেলিকপ্টার থেকেও লঞ্চ করা যায় ।

5) মেয়ে জন্মালে 111 টি গাছ লাগানো হয় এই গ্রামে

মেয়েরা বড় হয়ে রাখি পরায় ভাই-গাছকে ৷ 2006 সালে শুরু রাজস্থানের পিপলান্ত্রি গ্রামের আশ্চর্য সবুজবিপ্লবের ৷ যেখানে কন্যা-সম্পদ বৃক্ষ সমান ৷

6) বিদেশি শক্তি নয়, দেশের মানুষের স্বার্থে সংবিধান সংশোধনী দরকার : মাহিন্দা রাজাপক্ষে

19তম সংবিধান সংস্কার করা হয়েছিল 2015 সালে যখন 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে যান মাহিন্দা রাজাপক্ষে । প্রেসিডেন্ট নির্বাচিত হন মৈত্রীপালা সিরিসেনা । প্রধানমন্ত্রী হন রনিলবিক্রম সিংহে ।

7) COVID পরিস্থিতিতে বাড়ছে বর্জ্যের পরিমাণ?

হাসপাতাল ছাড়াও বহু রোগীর চিকিৎসা বর্তমানে বাড়িতেই, আইসোলেশনে হচ্ছে। তৃণমূল স্তরে যে খবর মিলেছে, তা অনুযায়ী মাস্ক, গ্লাভ, সিরিঞ্জ প্রভৃতি বাড়িতে যা ব্যবহার হচ্ছে, তা বাড়ির অন্যান্য সাধারণ বর্জ্য পদার্থের সঙ্গে মিশে যাচ্ছে কারণ বেশিরভাগ বাড়িতেই আলাদা করে বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের ব্যবস্থা নেই ।

8) AIIMS-এ নার্সিং অফিসার নিয়োগ

নার্সের জন্য প্রচুর পরিমাণ শূন্যপদ তৈরি হয়েছে AIIMS-এ ৷ মোট 3,803 জন নার্সিং অফিসারকে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন AIIMS-এ ৷ এই পদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতনও৷

9) এবছর IPL-র টাইটেল স্পনসরের জন্য আবেদনপত্র চাইল বোর্ড

চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর প্রর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷

10) শুধু 'সড়ক 2' নয়, এবার OTT অ্যাপকেই বয়কটের ডাক সোশাল মিডিয়ায়

এতদিন 'সড়ক 2'-কে বয়কটের ডাক দিয়েছিল সোশাল মিডিয়া । মহেশ ভাটের মতো পরিচালক, আলিয়া ভাট-পূজা ভাট-সঞ্জয় দত্ত-আদিত্য রায় কাপুরের মতো প্রভাবশালীদের সিনেমা না দেখার দাবি জানিয়েছিলেন নেটিজেনরা । এবার তাদের রোষ গিয়ে পড়ল ডিজ়নি হটস্টারের উপর, যেখানে মুক্তি পাবে 'সড়ক 2' ।

1) হোয়াইট হাউজ়ের বাইরে চলল গুলি, নিরাপদ স্থানে সরানো হল ট্রাম্পকে

ট্রাম্প তখন সবে বক্তব্য রাখা শুরু করবেন । এমন সময় হোয়াইট হাউজ়ের বাইরে গুলি চলে । তড়িঘড়ি তাঁকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

2) 12 ঘণ্টা পর বাবার মৃত্যুর খবর পেল ছেলে, শেষকৃত্যের জন্য চাওয়া হল 51 হাজার টাকা !

ওই মৃত ব্যক্তির ছেলের অভিযোগ, 12 ঘণ্টা পরে তাঁকে হাসপাতালের তরফে তাঁর বাবার মৃত্যুর খবর জানানো হয় । শ্মশানে গিয়েও তাঁরা বিপদে পড়েন । সেখানে তিনি মৃত বাবার মুখ একবার দেখতে চান । তখন শ্মশান কর্তৃপক্ষের তরফে তাঁর কাছে চাওয়া হয় 51 হাজার টাকা ।

3) মাথায় সফল অস্ত্রোপচার, ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে । জমাট বাঁধা রক্ত বের করা গেছে । পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

4) শত্রুপক্ষের সাবমেরিনে অব্যর্থ নিশানা হানে DRDO-র শ্যেন

শ্যেনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, এই টর্পেডো শুধুমাত্র জাহাজ বা সাবমেরিন থেকেই নয়, হেলিকপ্টার থেকেও লঞ্চ করা যায় ।

5) মেয়ে জন্মালে 111 টি গাছ লাগানো হয় এই গ্রামে

মেয়েরা বড় হয়ে রাখি পরায় ভাই-গাছকে ৷ 2006 সালে শুরু রাজস্থানের পিপলান্ত্রি গ্রামের আশ্চর্য সবুজবিপ্লবের ৷ যেখানে কন্যা-সম্পদ বৃক্ষ সমান ৷

6) বিদেশি শক্তি নয়, দেশের মানুষের স্বার্থে সংবিধান সংশোধনী দরকার : মাহিন্দা রাজাপক্ষে

19তম সংবিধান সংস্কার করা হয়েছিল 2015 সালে যখন 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে যান মাহিন্দা রাজাপক্ষে । প্রেসিডেন্ট নির্বাচিত হন মৈত্রীপালা সিরিসেনা । প্রধানমন্ত্রী হন রনিলবিক্রম সিংহে ।

7) COVID পরিস্থিতিতে বাড়ছে বর্জ্যের পরিমাণ?

হাসপাতাল ছাড়াও বহু রোগীর চিকিৎসা বর্তমানে বাড়িতেই, আইসোলেশনে হচ্ছে। তৃণমূল স্তরে যে খবর মিলেছে, তা অনুযায়ী মাস্ক, গ্লাভ, সিরিঞ্জ প্রভৃতি বাড়িতে যা ব্যবহার হচ্ছে, তা বাড়ির অন্যান্য সাধারণ বর্জ্য পদার্থের সঙ্গে মিশে যাচ্ছে কারণ বেশিরভাগ বাড়িতেই আলাদা করে বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের ব্যবস্থা নেই ।

8) AIIMS-এ নার্সিং অফিসার নিয়োগ

নার্সের জন্য প্রচুর পরিমাণ শূন্যপদ তৈরি হয়েছে AIIMS-এ ৷ মোট 3,803 জন নার্সিং অফিসারকে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন AIIMS-এ ৷ এই পদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতনও৷

9) এবছর IPL-র টাইটেল স্পনসরের জন্য আবেদনপত্র চাইল বোর্ড

চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর প্রর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷

10) শুধু 'সড়ক 2' নয়, এবার OTT অ্যাপকেই বয়কটের ডাক সোশাল মিডিয়ায়

এতদিন 'সড়ক 2'-কে বয়কটের ডাক দিয়েছিল সোশাল মিডিয়া । মহেশ ভাটের মতো পরিচালক, আলিয়া ভাট-পূজা ভাট-সঞ্জয় দত্ত-আদিত্য রায় কাপুরের মতো প্রভাবশালীদের সিনেমা না দেখার দাবি জানিয়েছিলেন নেটিজেনরা । এবার তাদের রোষ গিয়ে পড়ল ডিজ়নি হটস্টারের উপর, যেখানে মুক্তি পাবে 'সড়ক 2' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.