ETV Bharat / city

কলকাতায় রবিবার অলিম্পিক ডে রান

বিশ্বজুড়ে 23 জুন দিনটিকে অলিম্পিক ডে হিসেবে পালন করা হয় । দিনটির তাৎপর্য মাথায় রেখে আগামীকাল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন 'অলিম্পিক ডে রান'- এর আয়োজন করেছে । সকাল সাড়ে সাতটায় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে শুরু হবে দৌড় । শেষ হবে নর্দান পার্কে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 29, 2019, 3:00 PM IST

কলকাতা, 29 জুন : 1894 সালের 23 জুন এথেন্সে অলিম্পিক মশাল প্রজ্বলিত হয় । বিশ্বজুড়ে তাই 23 জুন দিনটিকে অলিম্পিক ডে হিসেবে পালন করা হয় । বিশ্বে এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর হয় অলিম্পিক ডে রান । দিনটির তাৎপর্য মাথায় রেখে 30 জুন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন 'অলিম্পিক ডে রান'- এর আয়োজন করেছে ।

সংস্থার সচিব স্বপন ব্যানার্জি জানিয়েছেন, অলিম্পিকে তাৎপর্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অলিম্পিক ডে রান আয়োজিত হয় । সমাজের বিভিন্নস্তরের মানুষ ও ক্রীড়াবিদ এই দৌড়ে অংশ নেন । স্কুল ও কলেজের পড়ুয়াদেরও দৌড়ে অংশ নিতে আবেদন করা হয়েছে । ক্রীড়াবিদদের মধ্যে পৌলমী ঘটক, মৌমা দাস, দোলা ব্যানার্জি, সোমা বিশ্বাস, জয়দীপ কর্মকার, রাহুল ব্যানার্জি, আলি কামার, রমা সরকার বিশ্বজিৎ পালিত সহ একাধিক অর্জুন সম্মান প্রাপক ও অলিম্পিয়ান দৌড়ে অংশ নেবেন ।

আগামীকাল সকাল সাড়ে সাতটায় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে শুরু হবে দৌড় । শেষ হবে নর্দান পার্কে । ক্রীড়াবিদদের পাশাপাশি আগামীকাল এই দৌড়ে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, লক্ষীরতন শুক্লাসহ আরও অনেকে ।

কলকাতা, 29 জুন : 1894 সালের 23 জুন এথেন্সে অলিম্পিক মশাল প্রজ্বলিত হয় । বিশ্বজুড়ে তাই 23 জুন দিনটিকে অলিম্পিক ডে হিসেবে পালন করা হয় । বিশ্বে এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর হয় অলিম্পিক ডে রান । দিনটির তাৎপর্য মাথায় রেখে 30 জুন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন 'অলিম্পিক ডে রান'- এর আয়োজন করেছে ।

সংস্থার সচিব স্বপন ব্যানার্জি জানিয়েছেন, অলিম্পিকে তাৎপর্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অলিম্পিক ডে রান আয়োজিত হয় । সমাজের বিভিন্নস্তরের মানুষ ও ক্রীড়াবিদ এই দৌড়ে অংশ নেন । স্কুল ও কলেজের পড়ুয়াদেরও দৌড়ে অংশ নিতে আবেদন করা হয়েছে । ক্রীড়াবিদদের মধ্যে পৌলমী ঘটক, মৌমা দাস, দোলা ব্যানার্জি, সোমা বিশ্বাস, জয়দীপ কর্মকার, রাহুল ব্যানার্জি, আলি কামার, রমা সরকার বিশ্বজিৎ পালিত সহ একাধিক অর্জুন সম্মান প্রাপক ও অলিম্পিয়ান দৌড়ে অংশ নেবেন ।

আগামীকাল সকাল সাড়ে সাতটায় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে শুরু হবে দৌড় । শেষ হবে নর্দান পার্কে । ক্রীড়াবিদদের পাশাপাশি আগামীকাল এই দৌড়ে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, লক্ষীরতন শুক্লাসহ আরও অনেকে ।

Intro:অলিম্পি ডে রানের মঞ্চে তারার হাট

কলকাতা,২৯ জুনঃ ১৮৯৪ সালে ২৩ জুন এথেন্সে অলিম্পিক মশাল প্রজ্বলিত হয়েছিল। সারা বিশ্বজুড়ে ২৩ জুন দিনটিকে অলিম্পিক ডে হিসেবে পালন করা হয়। ওই দিন সংঘটিত হয় অলিম্পিক ডে রান। দিনটির তাৎপর্য মাথায় রেখে তিরিশ জুন রবিবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক ডে রান এর আয়োজন করেছে। সংস্থার সচিব স্বপন ব্যানার্জী জানিয়েছেন অলিম্পিকে তাৎপর্য সাধারনের মধ্যে ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য। তাই সর্বস্তরের মানুষ ও প্রথিতযশা ক্রীড়াবিদরা এই দৌড়ে অংশ নেবে। স্কুল ও কলেজ পড়ুয়াদেরওএই দৌড়ে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। পৌলমী ঘটক, মৌমা দাস, দোলা ব্যানার্জী, সোমা বিশ্বাস, জয়দীপ কর্মকার, রাহুল ব্যানার্জী, আলি কামার, রমা সরকার বিশ্বজিৎ পালিত সহ একাধিক অর্জুন সম্মান প্রাপক ও অলিম্পিয়ান দৌড়বেন। রবিবার সকাল সাড়ে সাড়ে সাতটায় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে দৌড় শুরু হবে। শেষ নর্দান পার্কে। ক্রীড়াবিদ দের পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম, লক্ষীরতন শুক্লা এবারের অলিম্পিক ডে রানে অংশ নেবেন।Body:OlyConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.