কলকাতা, 6 এপ্রিল : জ্বালানির দামে জ্বলছে সাধারণ মানুষ (Petrol-Diesel Price Hike) । রাস্তা থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে বাস-ট্যাক্সি । নিজস্ব যানবাহন রয়েছে যাঁদের, তাঁরাও পথে বেরতে ভয় পাচ্ছেন । একই সঙ্গে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিস, সবজি, ফল-সহ সব কিছুর (Essential Commodities Price Hike) । 137 দিন জ্বালানির দাম অপরিবর্তিত থাকার পর বর্তমানে হু হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম ।
মার্চের শেষভাগ থেকে যে দাম বৃদ্ধি শুরু হয়েছিল, তা এখনও অব্যাহতই রয়েছে । নিত্যদিনই 80 থেকে 85 পয়সা করে বাড়ছে জ্বালানির দাম । এই নিয়ে বিগত দুই সপ্তাহেই জ্বালানির দাম 10 টাকা বেড়েছে । খুব স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে বাজারদরে । সাধারণ মানুষের এই সমস্যা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ।
তাই আগামিকাল দুপুর 3টেয় মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক ডাকলেন (Tomorrow Mamata will Conduct Meeting on Price Hike) । এই বৈঠকে যেমন কৃষি ও কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা উপস্থিত থাকবেন, একই সঙ্গে উপস্থিত থাকবেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও । অতীতে বাজারদর নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এবারও নতুন করে টাস্কফোর্স গড়ে দিতে পারেন তিনি ।
যাঁরা বাজারে বাজারে গিয়ে মজুতদার ও ব্যবসায়ীদের ইচ্ছামতো দাম নিয়ে নজরদারি করবেন । ফলে সে দিক দিয়ে দেখতে গেলে আগামিকালের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।
টানা দু'বছর করোনার কারণে এমনিতেই বহু সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে । কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ । এই অবস্থায় মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নেমে এসেছে মূল্যবৃদ্ধি । এবার তা নিয়ন্ত্রণের জন্য বৈঠক ডাকলেন মমতা ।
আরও পড়ুন : Price Hike in Market : জ্বালানির মূল্যবৃদ্ধির ছ্যাঁকা ভোজ্য তেলে, সবজি ও খাদ্যপণ্যের দামও আগুন