ETV Bharat / city

Fire in Studio: ভয়াবহ আগুনে দগ্ধ এসকে মুভিজ, হতাশায় টলিউড - এসকে মুভিজ

ভয়াবহ আগুন লাগল এসকে মুভিজে (Eskay movies)৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷ তবে আগুনের লেলিহান শিখা ভয় ধরিয়েছে টলি পাড়ায় (Fire in Eskay Movies Studio)৷

Tollywood worries as Fire breaks out in Eskay Movies studio
ভয়াবহ আগুনে দগ্ধ এসকে মুভিজ, হতাশায় টলিউড
author img

By

Published : Oct 13, 2022, 1:09 PM IST

কলকাতা, 13 অক্টোবর: স্বনামধন্য ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ও বিতরণ কোম্পানি 'এসকে মুভিজ'-এর গুদামে বিধ্বংসী আগুন লাগল । আজ, বৃহস্পতিবার ভোরে হঠাতই সেখানে আগুন লেগে যায় (Fire in Eskay Movies Studio)। কুদঘাটে অবস্থিত এই প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড চোখে পড়ে স্থানীয়দেরই । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি । দমকলের 18টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ।

ভারতীয় সিনেমার ইতিহাসে এসকে মুভিজের গুরুত্ব নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ে না । অজস্র বাংলা ছবি নির্মিত হয়েছে এর প্রযোজনায় । একইসঙ্গে শ্যুটিঙের জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে এই সংস্থা । দমকল কর্মীদের অনুমান, ওই গুদামে একাধিক দাহ্য পদার্থ মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে । ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস । আগুন নতুন করে ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই বলে জানান তিনি । দমকল কর্মীরা কীভাবে আগুন নেভানোর কাজ করছেন সেটাও খতিয়ে দেখছেন তিনি । দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ।

প্রসঙ্গত, 'এসকে মুভিজ'-এর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকা । বিনোদন দুনিয়ায় তাঁরা জনপ্রিয় দুটি নাম । বহু শিল্পীর কেরিয়ার জড়িয়ে রয়েছে এই সংস্থার সঙ্গে । এসকে মুভিজ হল বাংলার শিল্পীদের আবেগের জায়গা । আর তাই সংস্থার এত বড় বিপদে সহমর্মিতা প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে সিনেমাটোগ্রাফার মধুরা পালিত ।

আরও পড়ুন: গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 12টি দোকান

সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "এসকে মুভিজের গোডাউনে আগুন লাগার খবরে আমি হতবাক ও মর্মাহত । এমন এক বিধ্বংসী খবর দিয়ে দিন শুরু !!! এই জায়গাটার সঙ্গে আমার অনেক স্মৃতি, যেমন মিটিং, স্ক্রিপ্ট সেশন, মেক আপ টেস্ট, লুক সেট সেশন, ফোটোশুট এবং আরও কত কী রয়েছে জড়িয়ে আমার স্মৃতিতে । আমি পাশে আছি হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকার ।..."

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিনেমাটোগ্রাফার মধুরা পালিত (Modhura Palit) লিখেছেন, "এসকে মুভিজের গোডাউনে আগুনের ভয়ঙ্কর দৃশ্য দেখলাম । আশা করি সবাই নিরাপদে আছেন এবং যতটা সম্ভব পুনরুদ্ধার করা হয়েছে । এই ঘটনা সত্যিই দুঃখজনক । ওখানে রাখা বিপুল সরঞ্জামের ক্ষতি নিয়ে আমি চিন্তিত এবং অসহায় বোধ করছি । সকলের দ্রুত আরোগ্য কামনা করি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'পাগল প্রেমী', 'খোকা 420', 'খিলাড়ি', 'কানামাছি', 'অঙ্গার' সহ অজস্র বাংলা ছবি নির্মাণ করেছে এসকে মুভিজ । শ্যুটিঙের কাজে ব্যবহৃত সরঞ্জাম এখান থেকেই সরবরাহ করা হয় । সুতরাং আজকের এই ঘটনায় বাংলা টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বড় মাপের ক্ষতি হয়ে গেল তা বলাই বাহুল্য ।

কলকাতা, 13 অক্টোবর: স্বনামধন্য ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ও বিতরণ কোম্পানি 'এসকে মুভিজ'-এর গুদামে বিধ্বংসী আগুন লাগল । আজ, বৃহস্পতিবার ভোরে হঠাতই সেখানে আগুন লেগে যায় (Fire in Eskay Movies Studio)। কুদঘাটে অবস্থিত এই প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড চোখে পড়ে স্থানীয়দেরই । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি । দমকলের 18টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ।

ভারতীয় সিনেমার ইতিহাসে এসকে মুভিজের গুরুত্ব নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ে না । অজস্র বাংলা ছবি নির্মিত হয়েছে এর প্রযোজনায় । একইসঙ্গে শ্যুটিঙের জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে এই সংস্থা । দমকল কর্মীদের অনুমান, ওই গুদামে একাধিক দাহ্য পদার্থ মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে । ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস । আগুন নতুন করে ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই বলে জানান তিনি । দমকল কর্মীরা কীভাবে আগুন নেভানোর কাজ করছেন সেটাও খতিয়ে দেখছেন তিনি । দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ।

প্রসঙ্গত, 'এসকে মুভিজ'-এর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকা । বিনোদন দুনিয়ায় তাঁরা জনপ্রিয় দুটি নাম । বহু শিল্পীর কেরিয়ার জড়িয়ে রয়েছে এই সংস্থার সঙ্গে । এসকে মুভিজ হল বাংলার শিল্পীদের আবেগের জায়গা । আর তাই সংস্থার এত বড় বিপদে সহমর্মিতা প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে সিনেমাটোগ্রাফার মধুরা পালিত ।

আরও পড়ুন: গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 12টি দোকান

সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "এসকে মুভিজের গোডাউনে আগুন লাগার খবরে আমি হতবাক ও মর্মাহত । এমন এক বিধ্বংসী খবর দিয়ে দিন শুরু !!! এই জায়গাটার সঙ্গে আমার অনেক স্মৃতি, যেমন মিটিং, স্ক্রিপ্ট সেশন, মেক আপ টেস্ট, লুক সেট সেশন, ফোটোশুট এবং আরও কত কী রয়েছে জড়িয়ে আমার স্মৃতিতে । আমি পাশে আছি হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকার ।..."

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিনেমাটোগ্রাফার মধুরা পালিত (Modhura Palit) লিখেছেন, "এসকে মুভিজের গোডাউনে আগুনের ভয়ঙ্কর দৃশ্য দেখলাম । আশা করি সবাই নিরাপদে আছেন এবং যতটা সম্ভব পুনরুদ্ধার করা হয়েছে । এই ঘটনা সত্যিই দুঃখজনক । ওখানে রাখা বিপুল সরঞ্জামের ক্ষতি নিয়ে আমি চিন্তিত এবং অসহায় বোধ করছি । সকলের দ্রুত আরোগ্য কামনা করি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'পাগল প্রেমী', 'খোকা 420', 'খিলাড়ি', 'কানামাছি', 'অঙ্গার' সহ অজস্র বাংলা ছবি নির্মাণ করেছে এসকে মুভিজ । শ্যুটিঙের কাজে ব্যবহৃত সরঞ্জাম এখান থেকেই সরবরাহ করা হয় । সুতরাং আজকের এই ঘটনায় বাংলা টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বড় মাপের ক্ষতি হয়ে গেল তা বলাই বাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.