ETV Bharat / city

বাংলা আবাস যোজনায় কাটমানি রুখতে কড়া নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের

বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

প্রতীকী ছবি
author img

By

Published : Sep 18, 2019, 4:50 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়া রুখতে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার ৷ বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

এই যোজনার অন্তর্গত উপভোক্তাদের কাটমানি সংক্রান্ত অভিযোগে জেরবার রাজ্য সরকার ৷ কাটমানি ইশুকে হাতিয়ার করে সরব বিরোধীরাও ৷ এ অবস্থায় স্বচ্ছতা বাড়াতে এই পদক্ষেপ ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাড়ি তৈরির ছবি তুলে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে ৷ সাধারণ মানুষকে সচেতন করতে জেলায় জেলায় লিফলেট বিলি করতে হবে ৷ বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না, সেটা বোঝাতে হবে উপভোক্তাদের ৷ বোঝাবেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক ৷ সেই সঙ্গে বাড়ি তৈরির ন্যূনতম 120 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয় দপ্তরের তরফে ৷ রাজ্যে 2022 সালের মধ্যে তৈরি হবে 22 লাখ বাড়ি ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়া রুখতে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার ৷ বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়, "বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কোনওরকম কাটমানি নেওয়া যাবে না উপভোক্তাদের কাছ থেকে ৷ "

এই যোজনার অন্তর্গত উপভোক্তাদের কাটমানি সংক্রান্ত অভিযোগে জেরবার রাজ্য সরকার ৷ কাটমানি ইশুকে হাতিয়ার করে সরব বিরোধীরাও ৷ এ অবস্থায় স্বচ্ছতা বাড়াতে এই পদক্ষেপ ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাড়ি তৈরির ছবি তুলে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে ৷ সাধারণ মানুষকে সচেতন করতে জেলায় জেলায় লিফলেট বিলি করতে হবে ৷ বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না, সেটা বোঝাতে হবে উপভোক্তাদের ৷ বোঝাবেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক ৷ সেই সঙ্গে বাড়ি তৈরির ন্যূনতম 120 দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয় দপ্তরের তরফে ৷ রাজ্যে 2022 সালের মধ্যে তৈরি হবে 22 লাখ বাড়ি ৷

Intro:



বাংলার বাড়ি তৈরিতে কাটমানি রুখতে কড়া নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর: এবারে গ্ৰামের 'বাংলা আবাস যোজনা'র বাড়ি তৈরিতে কাটমানি রুখতে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সাফ জানিয়ে দিল, 'বাড়ি দেওয়ার জন্য কোনোরকম টাকা নেওয়া যাবে না।'




Body:

বাংলা আবাস যোজনার বাড়ি তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগে রীতিমতো বিদ্ধস্ত রাজ্যের শাসক দল। সরব বিরোধীরা। এমতাবস্থায় কাটমানি রুখে স্বচ্ছতা ফেরাতে গুরুত্বপূর্ণ অবস্থান নিল রাজ্যের পঞ্চায়েত দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল এবার থেকে চারবার করে বাড়ি তৈরির ছবি তুলে পাঠাতে হবে পোর্টালে। গরীব মানুষকে ডেকে বোঝাতে হবে কেমন বাড়ি দেওয়া হবে তাঁকে। বিলি করতে হবে এই সংক্রান্ত লিফলেট। সর্বোপরি বাড়ি দেওয়ার জন্য কোনো টাকা নেওয়া যাবে না গরীব মানুষের থেকে। কাটমানি আটকাতেই এই নির্দেশিকা দিল রাজ্যের পঞ্চায়েত দপ্তরের। ঠিক হয়েছে ৬ লক্ষ ১৭ হাজার ৪৮২ টি বাড়ি তৈরি হবে। উপভোক্তাকে ডেকে বিডিওরা বোঝাবেন ঘর, রান্নাঘর সহ অন্যান্য জায়গা কেমন হবে। বাড়ি তৈরি করার নূন্যতম সময়সীমাও বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় ১২০ দিনের মধ্যে বাড়ি তৈরি করতে হবে। ২০২২ সালের মধ্যে তৈরি হতে হবে রাজ্যে ২২ লক্ষ বাড়ি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.