কলকাতা, 13 জানুয়ারি : একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে । কখনও পুলিশ তো কখনও দুষ্কৃতীরা আক্রমণ করছে বলে অভিযোগ করেছে পড়ুয়ারা । প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে পড়ুয়াদের একাংশ ৷ আজ সেই আন্দোলনে শামিল হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তাঁরা বালিগঞ্জ সায়েন্স কলেজে প্রথমে মানববন্ধন, পরে প্রতিবাদ মিছিল করেন ৷
এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বিভাগের অধ্যাপক পার্থিব বসু বলেন, "JNU-তে যে ঘটনা ঘটেছে, তার আগে জামিয়াতে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে, সবটাই এক সুতোই বাঁধা । কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয় । এ'টাকে ফ্যাসিস্ট অ্যাটাক বলেই মনে করছে ছাত্ররা । দেশাত্মবোধটা কী সেটা ছাত্ররা আমাদের নতুন করে শেখাচ্ছে । ছাত্ররাই পুরো বিষয়টি আয়োজন করেছিল ৷ আমরা শুধু সঙ্গে ছিলাম ৷ দেশজুড়ে ছাত্র ও যুব সমাজ দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ কাঠামোটা বাঁচানোর জন্য যে লড়াই করছে, তাতে সহমত জানাচ্ছি । "
আজ দুপুর 3 টে নাগাদ বালিগঞ্জ সায়েন্স কলেজে মানববন্ধন করেন পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তারপর কোনও পরিকল্পনা না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে একটি মিছিল করেন তাঁরা । মিছিল শেষে আবার ক্যাম্পাসে ফিরে স্লোগান তুলে, গান গেয়ে বিক্ষোভ দেখান ৷ পার্থিববাবু আরও বলেন, "ছোট্ট আওয়াজ হলেও আশা করছি এই আওয়াজ সারা দেশের কাছে পৌঁছাবে । বালিগঞ্জের পড়ুয়া, গবেষক, অধ্যাপকদের এই লড়াই মূল লড়াইয়ের সঙ্গে মিশে গেল । এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই । "