ETV Bharat / city

শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণের প্রতিবাদ, পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও - Jamia Milia

আজ দুপুর 3 টে নাগাদ বালিগঞ্জ সায়েন্স কলেজে মানববন্ধন করেন পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তারপর কোনও পরিকল্পনা না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে একটি মিছিল করেন তাঁরা । মিছিল শেষে আবার ক্যাম্পাসে ফিরে স্লোগান তুলে, গান গেয়ে বিক্ষোভ দেখান ৷

to save democrecy rally of students, reserchers and teachers in Kolkata
গণতন্ত্রকে বাঁচাতে লড়াইয়ে শামিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা
author img

By

Published : Jan 13, 2020, 11:29 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে । কখনও পুলিশ তো কখনও দুষ্কৃতীরা আক্রমণ করছে বলে অভিযোগ করেছে পড়ুয়ারা । প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে পড়ুয়াদের একাংশ ৷ আজ সেই আন্দোলনে শামিল হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তাঁরা বালিগঞ্জ সায়েন্স কলেজে প্রথমে মানববন্ধন, পরে প্রতিবাদ মিছিল করেন ৷

এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বিভাগের অধ্যাপক পার্থিব বসু বলেন, "JNU-তে যে ঘটনা ঘটেছে, তার আগে জামিয়াতে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে, সবটাই এক সুতোই বাঁধা । কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয় । এ'টাকে ফ্যাসিস্ট অ্যাটাক বলেই মনে করছে ছাত্ররা । দেশাত্মবোধটা কী সেটা ছাত্ররা আমাদের নতুন করে শেখাচ্ছে । ছাত্ররাই পুরো বিষয়টি আয়োজন করেছিল ৷ আমরা শুধু সঙ্গে ছিলাম ৷ দেশজুড়ে ছাত্র ও যুব সমাজ দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ কাঠামোটা বাঁচানোর জন্য যে লড়াই করছে, তাতে সহমত জানাচ্ছি । "

আজ দুপুর 3 টে নাগাদ বালিগঞ্জ সায়েন্স কলেজে মানববন্ধন করেন পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তারপর কোনও পরিকল্পনা না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে একটি মিছিল করেন তাঁরা । মিছিল শেষে আবার ক্যাম্পাসে ফিরে স্লোগান তুলে, গান গেয়ে বিক্ষোভ দেখান ৷ পার্থিববাবু আরও বলেন, "ছোট্ট আওয়াজ হলেও আশা করছি এই আওয়াজ সারা দেশের কাছে পৌঁছাবে । বালিগঞ্জের পড়ুয়া, গবেষক, অধ্যাপকদের এই লড়াই মূল লড়াইয়ের সঙ্গে মিশে গেল । এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই । "

কলকাতা, 13 জানুয়ারি : একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে । কখনও পুলিশ তো কখনও দুষ্কৃতীরা আক্রমণ করছে বলে অভিযোগ করেছে পড়ুয়ারা । প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে পড়ুয়াদের একাংশ ৷ আজ সেই আন্দোলনে শামিল হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তাঁরা বালিগঞ্জ সায়েন্স কলেজে প্রথমে মানববন্ধন, পরে প্রতিবাদ মিছিল করেন ৷

এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বিভাগের অধ্যাপক পার্থিব বসু বলেন, "JNU-তে যে ঘটনা ঘটেছে, তার আগে জামিয়াতে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে, সবটাই এক সুতোই বাঁধা । কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয় । এ'টাকে ফ্যাসিস্ট অ্যাটাক বলেই মনে করছে ছাত্ররা । দেশাত্মবোধটা কী সেটা ছাত্ররা আমাদের নতুন করে শেখাচ্ছে । ছাত্ররাই পুরো বিষয়টি আয়োজন করেছিল ৷ আমরা শুধু সঙ্গে ছিলাম ৷ দেশজুড়ে ছাত্র ও যুব সমাজ দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ কাঠামোটা বাঁচানোর জন্য যে লড়াই করছে, তাতে সহমত জানাচ্ছি । "

আজ দুপুর 3 টে নাগাদ বালিগঞ্জ সায়েন্স কলেজে মানববন্ধন করেন পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা । তারপর কোনও পরিকল্পনা না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে একটি মিছিল করেন তাঁরা । মিছিল শেষে আবার ক্যাম্পাসে ফিরে স্লোগান তুলে, গান গেয়ে বিক্ষোভ দেখান ৷ পার্থিববাবু আরও বলেন, "ছোট্ট আওয়াজ হলেও আশা করছি এই আওয়াজ সারা দেশের কাছে পৌঁছাবে । বালিগঞ্জের পড়ুয়া, গবেষক, অধ্যাপকদের এই লড়াই মূল লড়াইয়ের সঙ্গে মিশে গেল । এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই । "

Intro:কলকাতা, ১৩ জানুয়ারি: একের পর এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ। কখনো পুলিশের তো কখনো দুষ্কৃতীদের। তারপর থেকেই NRC, NPR ও CAA নিয়ে আন্দোলনের আরেকটি ইস্যু হয়ে ওঠে গণতন্ত্র রক্ষা করার। গোটা দেশজুড়ে ছাত্র ও যুবকদের এই আন্দোলন ব্যাপকভাবে চলছে। সেই আন্দোলনে আজ সামিল হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজে প্রথমে মানববন্ধন, তারপরে প্রতিবাদ মিছিল করেন পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা।
Body:কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের অধ্যাপক পার্থিব বসু আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, "JNU-তে যে ঘটনা ঘটেছে, তার আগে জামিয়াতে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ সবটাই এক সুতোই বাঁধা। কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাকে ফ্যাসিস্ট অ্যাটাক বলেই মনে করছে ছাত্ররা। দেশাত্মবোধটা কী সেটা ছাত্ররা আমাদের নতুন করে শেখাচ্ছে। আমরা ছাত্রদের কাছ থেকে শিক্ষিত হচ্ছি। ছাত্রদের যে লড়াই, আজকের যে মানববন্ধন কর্মসূচি ও তারপরে ছোট্ট একটি মিছিল সেটা বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্র ও গবেষকরাই আয়োজন করেছিল, তাঁরা সংগঠিত করেছিল। আমরা শুধু সঙ্গে ছিলাম, সংহতি জানাচ্ছি। সারাদেশজুড়ে ছাত্র ও যুব সমাজ দেশের গণতন্ত্র ও সেক্যুলার কাঠামোটাকে বাঁচানোর যে লড়াই করছে তাতে সংহতি জানাচ্ছি।"

আজ দুপুর ৩টে নাগাদ বালিগঞ্জ সায়েন্স কলেজে মানববন্ধন করেন পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা। তারপরে কোনো পরিকল্পনা না থাকা সত্ত্বেও হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে একটি মিছিল করেন তাঁরা। মিছিল শেষে আবার ক্যাম্পাসে ফিরে স্লোগান তুলে, গান গেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পার্থিব বসু বলেন, "ছোট্ট আওয়াজ হলেও আশা করছি এই আওয়াজ সারা দেশের কাছে পৌঁছাবে। বালিগঞ্জের পড়ুয়া, গবেষক, অধ্যাপকদের এই লড়াই মূল লড়াইয়ের সঙ্গে মিশে গেল। এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। নাহলে সারা দেশটাই টুকরো টুকরো হয়ে যাবে। যাঁরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করছে, তোমরা টুকরে গ্যাং, তাঁরাই আসলে দেশটাকে টুকরো করতে চাইছে। সেটা থেকে দেশটাকে বাঁচাতেই হবে।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.