ETV Bharat / city

আজ থেকে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

আলু, পিঁয়াজ থেকে সবজি, সবকিছুর দামই আকাশছোঁয়া ৷ সমস্যায় সাধারণ মানুষ ৷ আজ থেকে পরিস্থিতি মোকাবিলায় কলকাতার বিভিন্ন বাজারে 4টি দলে ভাগ হয়ে অভিযান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ৷

author img

By

Published : Nov 6, 2020, 9:26 AM IST

price control
price control

কলকাতা, 6 নভেম্বর : হিমঘরে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে কিন্তু খোলাবাজারে আলুর দাম আকাশছোঁয়া । সরকারি টাস্ক ফোর্স আলুর দাম বেঁধে দিয়েছিল । অগাস্টের শুরুতেই ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল, কেজি প্রতি 25 টাকার বেশি নেওয়া যাবে না । পরে পরিস্থিতির কথা মাথায় রেখে দাম বাড়িয়ে কেজি প্রতি করা হয় 27 টাকা । কিন্তু তাতেও কাজ হয়নি । এবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ পুলিশ সূত্রে খবর, আজ সকাল থেকেই টালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে বেহালার বাজারে হানা দিতে চলেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

গতকাল কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে । চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে 46 থেকে 50 টাকার আশপাশে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম । কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি 80 টাকা ছুঁয়েছে । টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও 200 টাকা কোথাও আবার 250 টাকা ৷ ‌ঢ্যাড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা থেকে 60 টাকা দরে ৷ ওল 40 থেকে 50 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা কিলো প্রতি দরে বিক্রি হচ্ছে । পিঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কিলো দরে ।

সূত্রের খবর, গতকালই শীর্ষস্তরের প্রশাসনিক কর্তাদের অনুমতি নিয়ে চূড়ান্ত হয়ে গেছে অ্যাকশন প্ল্যান । আজ থেকে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের চারটি দল শহরের বিভিন্ন বাজারে ঘুরবে । বাজারের পরিস্থিতি খতিয়ে দেখবে ৷

কলকাতা, 6 নভেম্বর : হিমঘরে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে কিন্তু খোলাবাজারে আলুর দাম আকাশছোঁয়া । সরকারি টাস্ক ফোর্স আলুর দাম বেঁধে দিয়েছিল । অগাস্টের শুরুতেই ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল, কেজি প্রতি 25 টাকার বেশি নেওয়া যাবে না । পরে পরিস্থিতির কথা মাথায় রেখে দাম বাড়িয়ে কেজি প্রতি করা হয় 27 টাকা । কিন্তু তাতেও কাজ হয়নি । এবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ পুলিশ সূত্রে খবর, আজ সকাল থেকেই টালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে বেহালার বাজারে হানা দিতে চলেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

গতকাল কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে । চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে 46 থেকে 50 টাকার আশপাশে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম । কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি 80 টাকা ছুঁয়েছে । টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও 200 টাকা কোথাও আবার 250 টাকা ৷ ‌ঢ্যাড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা থেকে 60 টাকা দরে ৷ ওল 40 থেকে 50 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা কিলো প্রতি দরে বিক্রি হচ্ছে । পিঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কিলো দরে ।

সূত্রের খবর, গতকালই শীর্ষস্তরের প্রশাসনিক কর্তাদের অনুমতি নিয়ে চূড়ান্ত হয়ে গেছে অ্যাকশন প্ল্যান । আজ থেকে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের চারটি দল শহরের বিভিন্ন বাজারে ঘুরবে । বাজারের পরিস্থিতি খতিয়ে দেখবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.