ETV Bharat / city

Anubrata Mandal : গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

author img

By

Published : May 25, 2022, 1:27 PM IST

একাধিক সমন এড়ানোর পর গত বৃহস্পতিবার প্রথমবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) ৷ গরুপাচার কাণ্ডের তদন্তে সেদিন তাঁকে জেরা করে সিবিআই ৷ তার পর আজ আবার তাঁকে তলব করা হয় ৷ কিন্তু তিনি হাজিরা এড়ালেন ৷

tmcs-anubrata-mandal-skips-cbi-interrogation-today
Anubrata Mandal : গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

কলকাতা, 25 মে : সিবিআইয়ের সমন পেয়েও ফের হাজিরা এড়ালেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (TMCs Anubrata Mandal Skips CBI Interrogation today) ৷ আজ, বুধবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জেরা করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের (CBI) তরফে৷ কিন্তু তিনি এলেন না ৷

এদিন অনুব্রত না এলেও এসেছিলেন তাঁর আইনজীবী ৷ তিনিই সিবিআইয়ের কাছে অনুব্রতর না আসার বিষয়টি জানান ৷ সিবিআই সূত্রে খবর, অসুস্থতার কারণ দেখিয়ে আজ আসেননি অনুব্রত ৷ চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বিশ্রামে রয়েছেন, তাই আসতে পারবেন না, এমনটাই আইনজীবী মারফতও জানিয়েছেন অনুব্রত ৷

গরু পাচার কাণ্ডে অনুব্রতর নাম অনেকদিন আগেই জড়িয়েছে ৷ তাঁকে একাধিকবার জেরার জন্য ডেকে পাঠায় সিবিআই ৷ কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়েছেন ৷ আদালতে গিয়ে রক্ষাকবচ চেয়েছেন ৷ শেষে আদালত রক্ষাকবচ না দেওয়ায় তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য বীরভূম থেকে কলকাতায় আসেন ৷ কিন্তু হাজিরার দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷

tmcs-anubrata-mandal-skips-cbi-interrogation-today
নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের আইনজীবী

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেশ কিছুদিন পর গত বৃহস্পতিবার তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেন ৷ সেখান থেকে বেরিয়ে এসএসকেএমে (SSKM Hospital) গিয়ে চিকিৎসকদের পরামর্শও নিয়ে আসেন ৷ তার পর বোলপুরে নিজের বাড়িতে চলে যান ৷ এর মধ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় গতকাল, মঙ্গলবার অনুব্রতকে তলব করেছিল সিবিআই ৷ সেই হাজিরাও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যান ৷ তার পর আজ আবার এড়িয়ে গেলেন হাজিরা ৷

সিবিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, গরুপাচার কাণ্ডে অনুব্রতর যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য অনুব্রতর রোজগার ও সম্পত্তির হিসেব চেয়েছেন তদন্তকারীরা ৷ তাই অনুব্রতকে তাঁর ব্যাঙ্ক ডিটেলস ও আয়কর জমা দেওয়ার তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছিল ৷

সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য আইনজীবী মারফত আরও 15 দিন সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল ৷ কিন্তু সেই সময় তাঁকে দেওয়া হবে, নাকি দ্রুত আবার জেরার জন্য ডেকে পাঠানো হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : Anubrata Mondal skips CBI questioning: ফের হাজিরা এড়ালেন অনুব্রত, কী করবে সিবিআই ?

কলকাতা, 25 মে : সিবিআইয়ের সমন পেয়েও ফের হাজিরা এড়ালেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (TMCs Anubrata Mandal Skips CBI Interrogation today) ৷ আজ, বুধবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জেরা করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের (CBI) তরফে৷ কিন্তু তিনি এলেন না ৷

এদিন অনুব্রত না এলেও এসেছিলেন তাঁর আইনজীবী ৷ তিনিই সিবিআইয়ের কাছে অনুব্রতর না আসার বিষয়টি জানান ৷ সিবিআই সূত্রে খবর, অসুস্থতার কারণ দেখিয়ে আজ আসেননি অনুব্রত ৷ চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বিশ্রামে রয়েছেন, তাই আসতে পারবেন না, এমনটাই আইনজীবী মারফতও জানিয়েছেন অনুব্রত ৷

গরু পাচার কাণ্ডে অনুব্রতর নাম অনেকদিন আগেই জড়িয়েছে ৷ তাঁকে একাধিকবার জেরার জন্য ডেকে পাঠায় সিবিআই ৷ কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়েছেন ৷ আদালতে গিয়ে রক্ষাকবচ চেয়েছেন ৷ শেষে আদালত রক্ষাকবচ না দেওয়ায় তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য বীরভূম থেকে কলকাতায় আসেন ৷ কিন্তু হাজিরার দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷

tmcs-anubrata-mandal-skips-cbi-interrogation-today
নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের আইনজীবী

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেশ কিছুদিন পর গত বৃহস্পতিবার তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেন ৷ সেখান থেকে বেরিয়ে এসএসকেএমে (SSKM Hospital) গিয়ে চিকিৎসকদের পরামর্শও নিয়ে আসেন ৷ তার পর বোলপুরে নিজের বাড়িতে চলে যান ৷ এর মধ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় গতকাল, মঙ্গলবার অনুব্রতকে তলব করেছিল সিবিআই ৷ সেই হাজিরাও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যান ৷ তার পর আজ আবার এড়িয়ে গেলেন হাজিরা ৷

সিবিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, গরুপাচার কাণ্ডে অনুব্রতর যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য অনুব্রতর রোজগার ও সম্পত্তির হিসেব চেয়েছেন তদন্তকারীরা ৷ তাই অনুব্রতকে তাঁর ব্যাঙ্ক ডিটেলস ও আয়কর জমা দেওয়ার তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছিল ৷

সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য আইনজীবী মারফত আরও 15 দিন সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল ৷ কিন্তু সেই সময় তাঁকে দেওয়া হবে, নাকি দ্রুত আবার জেরার জন্য ডেকে পাঠানো হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : Anubrata Mondal skips CBI questioning: ফের হাজিরা এড়ালেন অনুব্রত, কী করবে সিবিআই ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.