ETV Bharat / city

Abhishek Slams BJP-Congress : বিজেপি-কংগ্রেসের আঁতাত ধরে ফেলেছে মেঘালয়, এনপিপি সরকারকে হারানোর ডাক অভিষেকের - NPP

বুধবার শিলংয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) ৷ স্থানীয় স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের (Trinamool Congress) নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন ৷ তার পর আক্রমণ শানান বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে (TMCs Abhishek Banerjee Slams BJP-Congress from Meghalaya) ৷

tmcs-abhishek-banerjee-slams-bjp-congress-from-meghalaya
বিজেপি-কংগ্রেসের আঁতাত ধরে ফেলেছে মেঘালয়, এনপিপি সরকারকে হারানোর ডাক অভিষেকের
author img

By

Published : Jun 29, 2022, 7:59 PM IST

কলকাতা, 29 জুন : কংগ্রেস বা বিজেপি উত্তর-পূর্ব ভারতকে বঞ্চিত করেছে । শিলংয়ে দাঁড়িয়ে তোপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC Leader Abhishek Banerjee) । বুধবার শিলংয়ে স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের (Trinamool Congress) নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘‘একমাত্র তৃণমূল পারে কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে । তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে । তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে ।’’

তিনি আরও বলেন, ‘‘এই বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) মুখোশ খুলে দিয়েছে মেঘালয় । কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয় । এর বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলছে, চলবে ।’’

অভিষেক বলেন, ‘‘মেঘালয়ের শাসক এনপিপির (NPP) বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা রয়েছে তৃণমূলের । এনপিপি সরকার এই রাজ্যের জন্য কিছু করেনি । মেঘালয়ের মানুষের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে । কংগ্রেস-বিজেপির মতো দলও এই রাজ্যকে কখনোই গুরুত্ব দেয়নি, সময় এসেছে পরিবর্তনের । গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে । আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে মেঘালয়ের মানুষ । তারা জবাব দেবে । মেঘালয় তার আত্মসম্মান বিসর্জন করবে না কখনোই ।’’

বিজেপি-কংগ্রেসের আঁতাত ধরে ফেলেছে মেঘালয়, এনপিপি সরকারকে হারানোর ডাক অভিষেকের

এদিন অভিষেক স্পষ্ট করে দেন, তৃণমূল পশ্চিমবঙ্গ ছেড়ে মেঘালয় শাসন করার জন্য আসেনি । বরং মেঘালয় শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্ররাই । এখানে তৃণমূল কংগ্রেস মানুষের সরকার গঠনের জন্য ভিত তৈরির কাজ করতে চায় ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন অভিযোগ করেছেন, দিল্লি থেকে বিজেপি নেতারা মেঘালয়কে নিয়ন্ত্রণ করতে চাইছে । মেঘালয়ের (Meghalaya Politics) পরিস্থিতির দিকে নজর নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর, তিনি নৈশভোজের পার্টিতে ব্যস্ত । আর তার সরকারের মন্ত্রীরা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন । মেঘালয়ের মানুষ এই সরকারের শাসন থেকে মুক্তি চাইছে ।

অভিষেক বলেন, ‘‘আগামী ছয় মাসের মধ্যে দুর্নীতিগ্রস্ত মেঘালয় সরকারকে ক্ষমতাচ্যূত করতে হবে । গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে, তার বিরুদ্ধে লড়বে তৃণমূল ।’’ এদিন তিনি মেঘালয়ের মানুষের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা যখনই প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আসব । কিন্তু আপনাদেরও কথা দিতে হবে, রাজ্যের ক্ষমতা থেকে বর্তমান সরকারকে হঠাতে লড়াই করবেন ।’’

উল্লেখ্য, গোয়া, ত্রিপুরার পর এবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের নজরে মেঘালয় । বিগত কয়েক মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে নিজেদের রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস । বুধবার উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে একটি পার্টি অফিস উদ্বোধন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও মেঘালয়ের নেতা মুকুল সাংমা । তাদের উপস্থিতিতেই মেঘালয় থেকে বিজেপি এবং তার সহযোগী জোট সরকারকে হটানো ডাক দিয়েছেন অভিষেক ।

আরও পড়ুন : Abhishek Slams Himanta : অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের

কলকাতা, 29 জুন : কংগ্রেস বা বিজেপি উত্তর-পূর্ব ভারতকে বঞ্চিত করেছে । শিলংয়ে দাঁড়িয়ে তোপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC Leader Abhishek Banerjee) । বুধবার শিলংয়ে স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের (Trinamool Congress) নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘‘একমাত্র তৃণমূল পারে কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে । তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে । তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে ।’’

তিনি আরও বলেন, ‘‘এই বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) মুখোশ খুলে দিয়েছে মেঘালয় । কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয় । এর বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলছে, চলবে ।’’

অভিষেক বলেন, ‘‘মেঘালয়ের শাসক এনপিপির (NPP) বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা রয়েছে তৃণমূলের । এনপিপি সরকার এই রাজ্যের জন্য কিছু করেনি । মেঘালয়ের মানুষের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে । কংগ্রেস-বিজেপির মতো দলও এই রাজ্যকে কখনোই গুরুত্ব দেয়নি, সময় এসেছে পরিবর্তনের । গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে । আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে মেঘালয়ের মানুষ । তারা জবাব দেবে । মেঘালয় তার আত্মসম্মান বিসর্জন করবে না কখনোই ।’’

বিজেপি-কংগ্রেসের আঁতাত ধরে ফেলেছে মেঘালয়, এনপিপি সরকারকে হারানোর ডাক অভিষেকের

এদিন অভিষেক স্পষ্ট করে দেন, তৃণমূল পশ্চিমবঙ্গ ছেড়ে মেঘালয় শাসন করার জন্য আসেনি । বরং মেঘালয় শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্ররাই । এখানে তৃণমূল কংগ্রেস মানুষের সরকার গঠনের জন্য ভিত তৈরির কাজ করতে চায় ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন অভিযোগ করেছেন, দিল্লি থেকে বিজেপি নেতারা মেঘালয়কে নিয়ন্ত্রণ করতে চাইছে । মেঘালয়ের (Meghalaya Politics) পরিস্থিতির দিকে নজর নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর, তিনি নৈশভোজের পার্টিতে ব্যস্ত । আর তার সরকারের মন্ত্রীরা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন । মেঘালয়ের মানুষ এই সরকারের শাসন থেকে মুক্তি চাইছে ।

অভিষেক বলেন, ‘‘আগামী ছয় মাসের মধ্যে দুর্নীতিগ্রস্ত মেঘালয় সরকারকে ক্ষমতাচ্যূত করতে হবে । গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে, তার বিরুদ্ধে লড়বে তৃণমূল ।’’ এদিন তিনি মেঘালয়ের মানুষের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা যখনই প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আসব । কিন্তু আপনাদেরও কথা দিতে হবে, রাজ্যের ক্ষমতা থেকে বর্তমান সরকারকে হঠাতে লড়াই করবেন ।’’

উল্লেখ্য, গোয়া, ত্রিপুরার পর এবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের নজরে মেঘালয় । বিগত কয়েক মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে নিজেদের রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস । বুধবার উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে একটি পার্টি অফিস উদ্বোধন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও মেঘালয়ের নেতা মুকুল সাংমা । তাদের উপস্থিতিতেই মেঘালয় থেকে বিজেপি এবং তার সহযোগী জোট সরকারকে হটানো ডাক দিয়েছেন অভিষেক ।

আরও পড়ুন : Abhishek Slams Himanta : অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.