ETV Bharat / city

চাণক্য নন, বিজেপির চোখে মুকুল মীরজাফর; জঞ্জাল সাফাইয়ের ডাক বৈশালীর

চাণক্য নন, মুকুল রায় (Mukul Roy) মীরজাফর ৷ এই ভাষাতেই মুকুলের ঘর ওয়াপসিকে কটাক্ষ করলেন বিজেপির নেতারা ৷ দলের বাকি জঞ্জাল সাফাইয়ের ডাক দিলেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)৷

TMC welcomes Mukul Roy, BJP leaders criticise him calling mir zafar
চাণক্য নন, বিজেপির চোখে মুকুল মীরজাফর; জঞ্জাল সাফাইয়ের ডাক বৈশালীর
author img

By

Published : Jun 11, 2021, 7:57 PM IST

কলকাতা, 11 জুন : একসময়ে বিজেপিতে চাণক্যের তকমা দেওয়া হয়েছিল মুকুল রায়কে (Mukul Roy) ৷ তাঁর সুচারু বুদ্ধিতে বাংলায় গেরুয়া শিবিরের উত্থান বলে মনে করছিলেন অনেকেই ৷ সেই 'চাণক্য'ই এ বার বিজেপি নেতাদের চোখে মীরজাফর ৷ দলের আবর্জনা ৷ সৌমিত্র খাঁ থেকে শুরু করে বৈশালী ডালমিয়া-সহ আরও অনেকে মুকুল রায়ের প্রবল সমালোচনা করেছেন ৷

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় তাঁকে মীরজাফর বলে তোপ দেগেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan)। মুকুলের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে যখন জল্পনা জোরালো হয়েছে, তখনই তাঁর সল্টলেকের বাড়িতে দেখা গিয়েছিল সৌমিত্রকে ৷ এই নিয়ে ভাবা হচ্ছিল তিনিও মুকুলের পথ অনুসরণ করে তৃণমূলে যোগ দেবেন ৷ যে দলে অনেক আগেই যোগ দিয়েছেন তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল ৷ তবে সেই জল্পনা উড়িয়ে সৌমিত্র জানিয়েছেন, "মুকুল রায় কোনও চাণক্য নন, উনি মীরজাফর । এটা আজ প্রমাণিত হয়ে গেল ।" তিনি এখন দিল্লিতে ৷ মুকুল-বিদায়ে শুদ্ধ হওয়ার জন্য মাথা ন্যাড়া করবেন বলেও জানিয়েছেন ৷

মুকুলের ঘর ওয়াপসিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেত্রী বৈশালী ডালমিয়া ৷ তিনি তাঁর পোস্টে লিখেছেন, "আমি বাংলার বিজেপি নেতা সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, তিনি যেন যত দ্রুত সম্ভব আমাদের বিজেপি দলের আবর্জনাগুলিকে বহিষ্কার করেন ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: মুকুলের পথেই ঘরে ফেরার গান দলবদলু নেতাদের ! গদ্দারে না মমতার

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দেবনাথ এই নিয়ে টুইটে লিখেছেন, "নির্বাচনের পর এই ধাক্কা চিন্তার ৷ এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে বঙ্গ বিজেপিকে ৷ নতুন ও পুরনো কর্মকর্তাদের এ জন্য খোলসের ভিতরে ঢুকে যাওয়ার কিছু নেই ৷ বিজেপি 2.2 কোটি ভোটের উপর গড়ে উঠবে এবং তাদের গ্রহণযোগ্যতা বাড়াবে ৷"

  • An election setback is of concern. The task of Bengal BJP is to draw the lessons & move ahead. These steps are underway & will become evident. There’s no cause for new & old karyakartas to be dispirited & go into a shell. BJP will build on the 2.2 crore votes & enlarge its reach.

    — Swapan Dasgupta (@swapan55) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেতা তথা রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিং-এর কটাক্ষ, "মুকুল রায় কোনও দিনই একজন জননেতা ছিলেন না ৷ পশ্চিমবঙ্গে এসি ঘরে বসে থেকে রাজনীতি করা যায় ৷ রাজনীতিতে তাঁর সময় শেষ হয়ে গিয়েছে ৷ কেউ তাঁকে বিশ্বাস করেন না ৷ বিজেপি থেকে তৃণমূলে থাকাকালীন তাঁর সম্পর্কে সব তথ্য সবাই জানেন ৷"

আরও পড়ুন: মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়, "মুকুল রায়কে জাতীয় সহ-সভাপতি করা হয়েছিল ৷ তিনি তা নিয়ে আপত্তি করেননি ৷ বিজেপির টিকিটে তাঁকে যখন কৃষ্ণনগর উত্তর থেকে লড়তে বলা হল, তখনও তিনি আপত্তি করেননি ৷ আমি জানি না, হয়তো কাল তিনি বলবেন, তিনি তৃণমূলেও ভালো নেই ৷"

তবে এ দিন মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর টুইট করে তাঁকে স্বাগত জানানো হয়েছে দলের তরফে ৷

কলকাতা, 11 জুন : একসময়ে বিজেপিতে চাণক্যের তকমা দেওয়া হয়েছিল মুকুল রায়কে (Mukul Roy) ৷ তাঁর সুচারু বুদ্ধিতে বাংলায় গেরুয়া শিবিরের উত্থান বলে মনে করছিলেন অনেকেই ৷ সেই 'চাণক্য'ই এ বার বিজেপি নেতাদের চোখে মীরজাফর ৷ দলের আবর্জনা ৷ সৌমিত্র খাঁ থেকে শুরু করে বৈশালী ডালমিয়া-সহ আরও অনেকে মুকুল রায়ের প্রবল সমালোচনা করেছেন ৷

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় তাঁকে মীরজাফর বলে তোপ দেগেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan)। মুকুলের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে যখন জল্পনা জোরালো হয়েছে, তখনই তাঁর সল্টলেকের বাড়িতে দেখা গিয়েছিল সৌমিত্রকে ৷ এই নিয়ে ভাবা হচ্ছিল তিনিও মুকুলের পথ অনুসরণ করে তৃণমূলে যোগ দেবেন ৷ যে দলে অনেক আগেই যোগ দিয়েছেন তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল ৷ তবে সেই জল্পনা উড়িয়ে সৌমিত্র জানিয়েছেন, "মুকুল রায় কোনও চাণক্য নন, উনি মীরজাফর । এটা আজ প্রমাণিত হয়ে গেল ।" তিনি এখন দিল্লিতে ৷ মুকুল-বিদায়ে শুদ্ধ হওয়ার জন্য মাথা ন্যাড়া করবেন বলেও জানিয়েছেন ৷

মুকুলের ঘর ওয়াপসিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেত্রী বৈশালী ডালমিয়া ৷ তিনি তাঁর পোস্টে লিখেছেন, "আমি বাংলার বিজেপি নেতা সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, তিনি যেন যত দ্রুত সম্ভব আমাদের বিজেপি দলের আবর্জনাগুলিকে বহিষ্কার করেন ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: মুকুলের পথেই ঘরে ফেরার গান দলবদলু নেতাদের ! গদ্দারে না মমতার

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দেবনাথ এই নিয়ে টুইটে লিখেছেন, "নির্বাচনের পর এই ধাক্কা চিন্তার ৷ এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে বঙ্গ বিজেপিকে ৷ নতুন ও পুরনো কর্মকর্তাদের এ জন্য খোলসের ভিতরে ঢুকে যাওয়ার কিছু নেই ৷ বিজেপি 2.2 কোটি ভোটের উপর গড়ে উঠবে এবং তাদের গ্রহণযোগ্যতা বাড়াবে ৷"

  • An election setback is of concern. The task of Bengal BJP is to draw the lessons & move ahead. These steps are underway & will become evident. There’s no cause for new & old karyakartas to be dispirited & go into a shell. BJP will build on the 2.2 crore votes & enlarge its reach.

    — Swapan Dasgupta (@swapan55) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেতা তথা রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিং-এর কটাক্ষ, "মুকুল রায় কোনও দিনই একজন জননেতা ছিলেন না ৷ পশ্চিমবঙ্গে এসি ঘরে বসে থেকে রাজনীতি করা যায় ৷ রাজনীতিতে তাঁর সময় শেষ হয়ে গিয়েছে ৷ কেউ তাঁকে বিশ্বাস করেন না ৷ বিজেপি থেকে তৃণমূলে থাকাকালীন তাঁর সম্পর্কে সব তথ্য সবাই জানেন ৷"

আরও পড়ুন: মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়, "মুকুল রায়কে জাতীয় সহ-সভাপতি করা হয়েছিল ৷ তিনি তা নিয়ে আপত্তি করেননি ৷ বিজেপির টিকিটে তাঁকে যখন কৃষ্ণনগর উত্তর থেকে লড়তে বলা হল, তখনও তিনি আপত্তি করেননি ৷ আমি জানি না, হয়তো কাল তিনি বলবেন, তিনি তৃণমূলেও ভালো নেই ৷"

তবে এ দিন মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর টুইট করে তাঁকে স্বাগত জানানো হয়েছে দলের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.