কলকাতা, 30 নভেম্বর : কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেবে তৃণমূল । শুক্রবার সকালে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী । কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠকে আর্থিক বকেয়া এবং কৃষি আইন নিয়েও নিজেদের আপত্তির কথা উত্থাপন করবে তৃণমূল, এমনই জানা গিয়েছে দলীয় সূত্রে ।
প্রসঙ্গত, কোরোনা নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বেশিরভাগ বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
কোরোনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সেরে নিতে চাইছেন প্রধানমন্ত্রী । ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে । সূত্রের খবর, বৈঠকে যোগ দেবে তৃণমূল । তবে কোরোনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের যে আর্থিক বকেয়া রয়েছে বৈঠকে তা তুলতে পারে রাজ্যের শাসকদল । পাশাপাশি, কৃষি আইন নিয়েও নিজেদের আপত্তিকর কথা তুলে ধরতে পারে বলে খবর ।
বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন বলেন, "রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে লকডাউন ঘোষণা করেছিল নরেন্দ্র মোদি সরকার । কোনও কিছুতেই আলোচনা করে না । এবারের বৈঠকে যোগ দেবে কি না তা সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব । মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন মতো বৈঠকে যান বা প্রতিনিধি পাঠিয়ে থাকেন ।"