ETV Bharat / city

দায়িত্ব থেকে অব্যাহতি রত্নাকে, শাসকদলে শোভনের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা - কলকাতায় তৃণমূলের খবর

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরার পথ প্রশস্ত করতেই কি রত্না চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হল ?

রত্না চট্টোপাধ্যায়
রত্না চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 24, 2020, 9:54 PM IST

কলকাতা, 24 অগাস্ট : এবার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল রত্না চট্টোপাধ্যায়কে । শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে কলকাতা পৌরনিগমের 131 নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি । কিন্তু আজ সোমবার হঠাৎই সাংগঠনিক দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরে যাওয়ার কথা তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয় বলে খবর । যদিও এ-বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন রত্না চট্টোপাধ্যায় ।

কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত ছিল 131 নম্বর ওয়ার্ড । কিন্তু তিনি BJP-তে যোগ দেওয়ার পর বদলে যায় প্রেক্ষাপট । এরপরে ওয়ার্ডকে নিজেদের করায়ত্তে রাখতে ও পরিষেবা স্বাভাবিক করতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে রত্না চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল । দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করে চলছিলেন রত্না চট্টোপাধ্যায় । বিশেষ করে কোরোনা আবহ, লকডাউন এবং আমফানের সময়ে ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি । বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত । তারপরেও তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তে ওয়ার্ডের দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে রত্না চট্টোপাধ্যায়কে । কেন সরে যেতে হলে তাঁকে তা নিয়ে প্রশ্ন উঠছে । শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার পথ প্রশস্ত করতেই কি রত্না চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হল ? যদিও এর সদুত্তর মেলেনি ।

আরও পড়ুন : লকডাউনে নিজের ওয়ার্ডে পা রাখেননি শোভন, ক্ষোভ রত্নার

জানা গেছে, খুব শীঘ্রই 131 নম্বর ওয়ার্ডে নতুন সভাপতি নির্বাচিত হবে । তবে এবিষয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না । সংবাদমাধ্যম থেকেই শুনছি । যতক্ষণ না জানতে পারছি, আগের মতোই কাজ চালিয়ে যাব ।"

কলকাতা, 24 অগাস্ট : এবার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল রত্না চট্টোপাধ্যায়কে । শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে কলকাতা পৌরনিগমের 131 নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি । কিন্তু আজ সোমবার হঠাৎই সাংগঠনিক দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরে যাওয়ার কথা তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয় বলে খবর । যদিও এ-বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন রত্না চট্টোপাধ্যায় ।

কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত ছিল 131 নম্বর ওয়ার্ড । কিন্তু তিনি BJP-তে যোগ দেওয়ার পর বদলে যায় প্রেক্ষাপট । এরপরে ওয়ার্ডকে নিজেদের করায়ত্তে রাখতে ও পরিষেবা স্বাভাবিক করতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে রত্না চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল । দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করে চলছিলেন রত্না চট্টোপাধ্যায় । বিশেষ করে কোরোনা আবহ, লকডাউন এবং আমফানের সময়ে ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি । বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত । তারপরেও তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তে ওয়ার্ডের দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে রত্না চট্টোপাধ্যায়কে । কেন সরে যেতে হলে তাঁকে তা নিয়ে প্রশ্ন উঠছে । শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার পথ প্রশস্ত করতেই কি রত্না চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হল ? যদিও এর সদুত্তর মেলেনি ।

আরও পড়ুন : লকডাউনে নিজের ওয়ার্ডে পা রাখেননি শোভন, ক্ষোভ রত্নার

জানা গেছে, খুব শীঘ্রই 131 নম্বর ওয়ার্ডে নতুন সভাপতি নির্বাচিত হবে । তবে এবিষয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না । সংবাদমাধ্যম থেকেই শুনছি । যতক্ষণ না জানতে পারছি, আগের মতোই কাজ চালিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.