কলকাতা, 17 ডিসেম্বর: শুভেন্দু দল ছাড়ায় দলের কোনও ক্ষতি হবে না, সাংবাদিক বৈঠকে বললেন সুব্রত মুখোপাধ্যায় ৷ তবে জিতেন্দ্র তিওয়ারির প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা তাঁর জানা নেই, এতএব সেই বিষয়ে কিছু বলার নেই বলে জানান পোড় খাওয়া নেতা ৷
শুভেন্দুর ইস্তফা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুব্রত মুখোপাধ্যায় বলেন, শুভেন্দু ইস্তফা দিয়েছে, তবে বিধানসভার অধ্যক্ষ এখনও সিদ্ধান্ত নেননি ৷ কিন্তু শুভেন্দু অধিকারী দল ছাড়ায় কতটা ক্ষতি হবে তৃণমূলের ? সুব্রত মুখোপাধ্যায়ের উত্তর, "এত বড় দল, কয়েক লাখ মেম্বার ৷ একজন লোক গেলে ক্ষতি হয় নাকি ! এরকম একজন, দু'জন গেলে কোনও ক্ষতি হবে না ৷"
আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন শুভেন্দু
তৃণমূল দলটা উঠে যাবে, অধীর চৌধুরির এই মন্তব্য প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের কটাক্ষ, "একটা কাক একটি বাটি নোংরা করেছে, তাতে পুরো বাড়িতে আগুন ধরে যাবে ! একজন পদত্যাগ করলে সেই পার্টি উঠে যাবে ? হয় নাকি ! এটা দলের জন্য খুব বড় কিছু না ৷ "
আরও পড়ুন: বেইমান, যাবে একবছর আগেই জানতাম : কল্যাণ
তবে, আসানসোল পৌরনগমের প্রশাসক পদ থেকে জিতেন্দ্র তিওয়ারির পদত্যাগ প্রসঙ্গে কিছু বলতে চাননি সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমার কাছে এরকম কোনও খবর নেই ৷ আমি তো জানি জিতেন্দ্র বলেছে, সে মুখ্যমন্ত্রীর ফোনের জন্য অপেক্ষা করছে ৷