ETV Bharat / city

Leander Paes : ধর্মের রাজনীতি রুখতেই সহজাত নেত্রী মমতার দলে যোগ, জানালেন তৃণমূলের লিয়েন্ডার

কয়েকদিন আগে গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন লিয়েন্ডার পেজ ৷ রাজনীতির ময়দানে তিনি চান ধর্মের বিভেদ তৈরির চেষ্টা রুখে দিতে ৷

tmc leader leander paes wants to thwarting all political attempts to divide society on religious and racial lines
Leander Paes : ধর্মের রাজনীতি রুখতেই সহজাত নেত্রী মমতার দলে যোগ, জানালেন তৃণমূলের লিয়েন্ডার
author img

By

Published : Nov 3, 2021, 8:36 PM IST

কলকাতা, 3 নভেম্বর : টেনিস কোর্টে তাঁর ক্ষিপ্রতা ও জয়ের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার প্রবণতা সম্পর্কে গোটা বিশ্ব পরিচিত ৷ এবার তিনি একেবারে নতুন লড়াইয়ের ময়দানে ৷ সেখানেও নিজের ছাপ ফেলতে মরিয়া লিয়েন্ডার পেজ (Leander Paes) ৷ তিনি চান রাজনীতিতে ধর্ম ও বর্ণের বিভেদ তৈরির প্রচেষ্টাকে রুখে দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে ৷

দেশের হয়ে অলিম্পক্সে পদক জেতা এবং পেশাদার টেনিস সার্কিটে অসংখ্য ম্যাচ ও ট্রফি জয়ী এই তারকা সম্প্রতি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ৷ আর তার পরই তিনি এই মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়া-ত্রিপুরার ভোটে বহিরাগত তকমা মমতা-অভিষেকের কাছে ব্যুমেরাং হবে কি ?

লিয়েন্ডারের মতে, দেশের বর্তমান অবস্থায় মানুষকে ধর্ম-বর্ণের ভিত্তিতে ভাগ করা হয় ৷ তাঁকেও এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ৷ তাঁর মা বাঙালি, বাবা গোয়ান ৷ কিন্তু তিনি ভারতীয় ৷ তার পরও এই ধরনের প্রশ্ন তাঁকে ব্যথা দেয় বলেই স্পষ্ট জানিয়েছেন লিয়েন্ডার ৷ পদ্মভূষণ জয়ী এই ক্রীড়াবিদের মতে, সুস্থ ও সুখী দেশ গড়ে তুলতে ভালো প্রশাসনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ৷

তিনি যে কথাগুলি বলছেন, তার অধিকাংশই সবসময় প্রতিধ্বনিত হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) গলায় ৷ এখন অবশ্য মমতা তাঁরও দলনেত্রী ৷ সেই দলনেত্রীই কয়েকদিন আগে গোয়ায় (Goa) তাঁকে ঘাসফুল শিবিরে স্বাগত জানিয়েছেন ৷ তাঁকে রাজনীতিতে জায়গা করে দেওয়ার জন্য তাই তৃণমূল নেত্রীকে ধন্যবাদও দিয়েছেন লিয়েন্ডার ৷

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

কারণ, তিনি খুব ছোট বয়স থেকেই রাজনীতিতে আসতে চেয়েছেন ৷ 2014 সালেও একবার ভেবেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ৷ তা অবশেষে ঘটল আরও সাত বছর পর ৷ আর যাঁর হাত ধরে তিনি রাজনীতিতে এলেন এই ‘চ্যাম্পিয়ন’, সেই মমতাকে লিয়েন্ডার ‘সহজাত নেত্রী’ বলছেন ৷

টেনিস ব়্যাকেট হাতে যাঁর এত খ্য়াতি, তিনি কোচও হতে পারতেন বা ক্রীড়া প্রশাসনেও যেতে পারতেন ৷ কেন রাজনীতিতে আসতে চাইলেন লিয়েন্ডার ? তাঁর কথায়, রাজনীতিতে থেকে দেশকে গর্বিত করতে চেয়েছেন তিনি ৷ দেশের সেবা করতে চেয়েছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

তিনি একজন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ ৷ তিনি রাজনীতিতে যেতে চাইলে বিজেপি (BJP) বা কংগ্রেসের (Congress) মতো জাতীয় দল তাঁকে লুফে নিত ৷ সেসব ছেড়ে তৃণমূলে কেন যোগ দিলেন তিনি ? এই প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘুরছে জাতীয় রাজনীতির অন্দরে ৷

তৃণমূলে যোগদান প্রসঙ্গে লিয়েন্ডারের মত, তিনি অনেকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন ৷ তাই তাঁর (মমতা) সঙ্গে কাজ করতে তিনি স্বচ্ছন্দ বোধ করবেন ৷

আরও পড়ুন : By-polls Result : দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে শোচনীয় ফল গেরুয়া শিবিরের

কিন্তু সেই কাজ কীভাবে হবে ? তিনি কি সংগঠনে থাকবেন ? নাকি ভোটের ময়দানেও নামবেন ? কারণ, কয়েক মাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ লিয়েন্ডার জানাচ্ছেন, তিনি আদতে টিমম্যান ৷ আর এই টিমের ক্যাপ্টেন মমতা ৷ তাই তিনি (মমতা) যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে ৷

আর ক্যাপ্টেন মমতা সম্পর্কে তাঁর মূল্যায়ন, মমতা বিশ্বাস করেন যে তাঁর কাজ মানুষের সেবা করা ৷ তিনি গরিব মানুষের জন্য কাজ করেন ৷ মমতা একবার লক্ষ্য স্থির করলে, সেই লক্ষ্যে পৌঁছবেনই ৷

আরও পড়ুন : By-poll Result : ঔদ্ধত্য ভুলে প্রধানমন্ত্রীকে কৃষি আইন প্রত্যাহারের পরামর্শ কংগ্রেসের

কলকাতা, 3 নভেম্বর : টেনিস কোর্টে তাঁর ক্ষিপ্রতা ও জয়ের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার প্রবণতা সম্পর্কে গোটা বিশ্ব পরিচিত ৷ এবার তিনি একেবারে নতুন লড়াইয়ের ময়দানে ৷ সেখানেও নিজের ছাপ ফেলতে মরিয়া লিয়েন্ডার পেজ (Leander Paes) ৷ তিনি চান রাজনীতিতে ধর্ম ও বর্ণের বিভেদ তৈরির প্রচেষ্টাকে রুখে দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে ৷

দেশের হয়ে অলিম্পক্সে পদক জেতা এবং পেশাদার টেনিস সার্কিটে অসংখ্য ম্যাচ ও ট্রফি জয়ী এই তারকা সম্প্রতি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ৷ আর তার পরই তিনি এই মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়া-ত্রিপুরার ভোটে বহিরাগত তকমা মমতা-অভিষেকের কাছে ব্যুমেরাং হবে কি ?

লিয়েন্ডারের মতে, দেশের বর্তমান অবস্থায় মানুষকে ধর্ম-বর্ণের ভিত্তিতে ভাগ করা হয় ৷ তাঁকেও এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ৷ তাঁর মা বাঙালি, বাবা গোয়ান ৷ কিন্তু তিনি ভারতীয় ৷ তার পরও এই ধরনের প্রশ্ন তাঁকে ব্যথা দেয় বলেই স্পষ্ট জানিয়েছেন লিয়েন্ডার ৷ পদ্মভূষণ জয়ী এই ক্রীড়াবিদের মতে, সুস্থ ও সুখী দেশ গড়ে তুলতে ভালো প্রশাসনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ৷

তিনি যে কথাগুলি বলছেন, তার অধিকাংশই সবসময় প্রতিধ্বনিত হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) গলায় ৷ এখন অবশ্য মমতা তাঁরও দলনেত্রী ৷ সেই দলনেত্রীই কয়েকদিন আগে গোয়ায় (Goa) তাঁকে ঘাসফুল শিবিরে স্বাগত জানিয়েছেন ৷ তাঁকে রাজনীতিতে জায়গা করে দেওয়ার জন্য তাই তৃণমূল নেত্রীকে ধন্যবাদও দিয়েছেন লিয়েন্ডার ৷

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

কারণ, তিনি খুব ছোট বয়স থেকেই রাজনীতিতে আসতে চেয়েছেন ৷ 2014 সালেও একবার ভেবেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ৷ তা অবশেষে ঘটল আরও সাত বছর পর ৷ আর যাঁর হাত ধরে তিনি রাজনীতিতে এলেন এই ‘চ্যাম্পিয়ন’, সেই মমতাকে লিয়েন্ডার ‘সহজাত নেত্রী’ বলছেন ৷

টেনিস ব়্যাকেট হাতে যাঁর এত খ্য়াতি, তিনি কোচও হতে পারতেন বা ক্রীড়া প্রশাসনেও যেতে পারতেন ৷ কেন রাজনীতিতে আসতে চাইলেন লিয়েন্ডার ? তাঁর কথায়, রাজনীতিতে থেকে দেশকে গর্বিত করতে চেয়েছেন তিনি ৷ দেশের সেবা করতে চেয়েছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

তিনি একজন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ ৷ তিনি রাজনীতিতে যেতে চাইলে বিজেপি (BJP) বা কংগ্রেসের (Congress) মতো জাতীয় দল তাঁকে লুফে নিত ৷ সেসব ছেড়ে তৃণমূলে কেন যোগ দিলেন তিনি ? এই প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘুরছে জাতীয় রাজনীতির অন্দরে ৷

তৃণমূলে যোগদান প্রসঙ্গে লিয়েন্ডারের মত, তিনি অনেকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন ৷ তাই তাঁর (মমতা) সঙ্গে কাজ করতে তিনি স্বচ্ছন্দ বোধ করবেন ৷

আরও পড়ুন : By-polls Result : দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে শোচনীয় ফল গেরুয়া শিবিরের

কিন্তু সেই কাজ কীভাবে হবে ? তিনি কি সংগঠনে থাকবেন ? নাকি ভোটের ময়দানেও নামবেন ? কারণ, কয়েক মাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ লিয়েন্ডার জানাচ্ছেন, তিনি আদতে টিমম্যান ৷ আর এই টিমের ক্যাপ্টেন মমতা ৷ তাই তিনি (মমতা) যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে ৷

আর ক্যাপ্টেন মমতা সম্পর্কে তাঁর মূল্যায়ন, মমতা বিশ্বাস করেন যে তাঁর কাজ মানুষের সেবা করা ৷ তিনি গরিব মানুষের জন্য কাজ করেন ৷ মমতা একবার লক্ষ্য স্থির করলে, সেই লক্ষ্যে পৌঁছবেনই ৷

আরও পড়ুন : By-poll Result : ঔদ্ধত্য ভুলে প্রধানমন্ত্রীকে কৃষি আইন প্রত্যাহারের পরামর্শ কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.