ETV Bharat / city

যুবতিকে অশ্লীল মেসেজ ও ভিডিয়ো, অভিযুক্ত বেলগাছিয়ার স্থানীয় নেতা - তৃণমূল নেতা শাহাদত হোসেন

যুবতিকে উত্যক্ত করার অভিযোগ বেলগাছিয়ার স্থানীয় তৃণমূল নেতা শাহদাত হোসেনের বিরুদ্ধে ৷ পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই যুবতি ৷

TMC leader molesting woman
তৃণমূল নেতার বিরুদ্ধে যুবতীকে উত্যক্ত করার অভিযোগ
author img

By

Published : Feb 10, 2020, 5:08 PM IST

Updated : Feb 10, 2020, 8:53 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : যুবতিকে উত্ত্যক্ত করার অভিযোগ বেলগাছিয়ার স্থানীয় তৃণমূল নেতা শাহদাত হোসেনের বিরুদ্ধে ৷ উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ তবে পুলিশ শাহদতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

যুবতির অভিযোগ, তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল শাহদাত ৷ তবে তিনি রাজি হননি ৷ সেকারণে গত তিনবছর ধরে তাঁকে উত্ত্যক্ত করছিল শাহদাত ৷ যুবতির আরও অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি দিতে শুরু করে ও অশ্লীল SMS পাঠাতে শুরু করে শাহদাত ৷

থানায় দায়ের করা অভিযোগপত্রে যুবতি জানিয়েছেন, তাঁর নম্বর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় শাহদাত ৷ প্রতিবাদ করায় শাহদাত ও তার দাদা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় ৷ শাহদতের পরিবারও নাকি এর সঙ্গে যুক্ত ৷

পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷

তৃণমূল নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

এদিকে অভিযুক্ত শাহাদতের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ আমাদের প্রতিনিধি তাঁকে ফোন করলে সুইচড অফ ছিল ৷ পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টির খোঁজ নেবেন বলেছেন ৷ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি ৷

Intro:বেলগাছিয়া এক যুবতীকে উত্যক্ত করার অভিযোগ উঠল বেলগাছিয়ার তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। অভিযোগ বেলগাছিয়ার বাসিন্দা এক তরুণীকে মোবাইলে অশ্লীল এসএমএস এবং অশ্লীল গালিগালাজ করে শাহাদাত। ওই তরুণী কুপ্রস্তাবে অরাজি হওয়ায় তাকে ভিডিও পাঠিয়ে হুমকি দেয় সে। এমনকি দিন কয়েক আগে জোর করে তুলে নিয়ে বিয়ে করতে চায় এই তৃণমূল নেতা। মেয়েটি পালিয়ে বাঁচলেও তাকে প্রায় দিন পিছু নিত এবং উত্ত্যক্ত করত ।
যুবতী জানিয়েছে, শাহাদত শাসকদলের প্রভাব খাটিয়ে জোর করে বিয়ে করতে চায়। বিয়েতে রাজি না হলে তার দাদাকে দিয়ে সে হুমকি দেয়। সে বলে মালা সাহা এবং শান্তনু সেন সেনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তারা চাইলেও কিছু করতে পারবে না। এরপর সে হোয়াটসঅ্যাপে তার ছবি এবং নাম্বার ছড়িয়ে দেয়। এর পর নানান জায়গা থেকে কু-প্রস্তাব এবং হুমকি আসতে শুরু করে। তার পরিবারকেও ভয় দেখানো হয়। প্রায় দিনই নানান ভাবে তাদের উত্যক্ত করা হচ্ছে। অভিযোগ জানিয়েও সুরাহা হচ্ছে না। শাহাদাতকে বিয়ে না করায় তাকে এবং তার পরিবারকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
Body:প্রতিবাদ করতে গেলে যুবতীকে টানা হুমকি দিতে থাকে শাহাদাত। এমনকি পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। শেষমেষ আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতী। যদিও এখনো পর্যন্ত উল্টোডাঙ্গা থানার পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারিনি। আতঙ্কে দিন কাটাচ্ছে যুবতীর পরিবার। এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।Conclusion:
Last Updated : Feb 10, 2020, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.