ETV Bharat / city

Roster for TMC Leaders : নয়া কার্যালয়ে কর্মীদের অভাব-অভিযোগ শুনতে নেতাদের জন্য রোস্টার তৃণমূলের - New Roster for TMC Leaders

আদি তৃণমূল ভবনে সংস্কারের কাজ চলছে ৷ তাই সম্প্রতি অস্থায়ী তৃণমূল ভবন থেকে কাজ চালাচ্ছে রাজ্যের শাসক দল ৷ সেখানে নেতাদের বসার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব (TMC creates a list of party leaders who will meet with workers at Trinamool Bhawan) ৷ সেই রোস্টার মেনেই সেখানে বসতে হবে ওই নেতাদের ৷

tmc-creates-a-list-of-party-leaders-who-will-meet-with-workers-at-trinamool-bhawan
Roster for TMC Leaders : নয়া কার্যালয়ে কর্মীদের অভাব-অভিযোগ শুনতে নেতাদের জন্য রোস্টার তৃণমূলের
author img

By

Published : May 12, 2022, 6:10 PM IST

কলকাতা, 12 মে : রাজ্যস্তরের নেতা থেকে মন্ত্রী । তৃণমূলনেত্রীর নির্দেশ সংগঠনের সময় দিতে হবে সবাইকেই । সবচেয়ে বড় কথা রাজ্য নেতৃত্বের প্রধান অংশকে এবার থেকে নিয়মিত বসতে হবে তৃণমূল ভবনে । এক্ষেত্রে সরকারের কাজ যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ দলও । আর সেই কারণেই দলীয় নেতৃত্বকে রোস্টার তৈরি করে তৃণমূল ভবনে বসার জন্য নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ।

tmc creates a list of party leaders who will meet with workers at trinamool bhawan
নেতাদের জন্য রোস্টার তৃণমূলের

যদিও তৃণমূলের শীর্ষ নেতাদের তৃণমূল ভবনে বসার বিষয়টি নতুন কিছু নয় । বাইপাসের ধারে পুরনো তৃণমূল ভবনে আগে নিয়ম করে বসতেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশ । কিন্তু তৃণমূল ভবন সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকেই শীর্ষ নেতৃত্বের সেখানে সময় দেওয়া কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিল । এক্ষেত্রে নিয়ম করে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁর বাড়ির নিচের পার্টি অফিসে বসতেন । কখনও কখনও সেখানেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতৃত্বকে থাকতে দেখা যেত ।

কিন্তু নতুন রোস্টারে প্রত্যেকের জন্য দিন নির্দিষ্ট ধার্য করা রয়েছে (New Roster for TMC Leaders) ৷ এক্ষেত্রে দোলা সেন, অরূপ বিশ্বাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, মালা রায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা সেই রোস্টার মেনেই তৃণমূল ভবনে থাকবেন ।

tmc creates a list of party leaders who will meet with workers at trinamool bhawan
নেতাদের জন্য রোস্টার তৃণমূলের

সাপ্তাহিক রোস্টার অনুযায়ী, সোমবার সকাল 11টা থেকে দুপুর 1 টা পর্যন্ত বসবেন সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন । দুপুর 1টা থেকে দুপুর 3টা অবধি থাকবেন খেতমজুর সংগঠনের তরফে পূর্ণেন্দু বসু । এছাড়াও ওইদিন সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি থাকবেন যুব সভাপতি সায়নী ঘোষ ।

মঙ্গলবারও যথারীতি সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন দোলা সেন । এরপর দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি থাকবেন মাইনরিটি সেলের হাজি শেখ নুরুল ইসলাম ও খালিদ এবাদুল্লা । একই দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ 24 পরগনার চেয়ারম্যান মণীশ গুপ্ত ।

দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধায়ক মলয় মজুমদার । এছাড়া থাকবেন সঞ্জয় বক্সী । বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি বসবেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে অশোক রুদ্র । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মহিলা সংগঠনের চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায় । সকাল 11টা থেকে বিকেল 4টা অবধি থাকবেন যুব সভাপতি সায়নী ঘোষ । থাকবেন খেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু ।

বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি থাকবেন সাংসদ শান্তনু সেন । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মালা রায় । শুক্রবার দুপুর 1টা থেকে 3টে অবধি থাকবেন হিন্দি সেলের বিবেক গুপ্ত । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন এসসি, ওবিসি সেলের নেতা তাপস মণ্ডল, দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন ওম প্রকাশ মিশ্র ও রাজু ঘোষ । এছাড়া থাকবেন সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি যুব সভাপতি সায়নী ঘোষ ।

শনিবার দফায় দফায় বসবেন বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা । সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন জয় হিন্দ বাহিনীর কার্তিক বন্দ্যোপাধ্যায় । দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি মহিলা সংগঠনের চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায় । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মালা রায় । বিকেলে ওই একই সময়ে সেকেন্ডারি টিচার্স সংগঠনের দিব্যেন্দু মুখোপাধ্যায় ।

বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি থাকবেন ওয়েবকুপার কৃষ্ণকলি বোস । সকাল 11টা থেকে বিকেল 1টা অবধি থাকবেন সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী ও পার্থ ভৌমিক । এছাড়া বসবেন ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দেবাশিস কুমার । রবিবারও থাকবেন নেতারা । সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি দোলা সেন । দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি মন্ত্রী ব্রাত্য বসু, তন্ময় ঘোষ ও সমীর চক্রবর্তী ।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, আসলে এই মুহূর্তে দল আকারে বড় হচ্ছে । প্রচুর মানুষ নিজেদের প্রয়োজনে, দাবি-দাওয়া ও অসুবিধা নিয়ে তৃণমূল ভবনে আসেন । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেত্রী চাইছেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলুক । প্রয়োজনে তাদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করুক । এদিকে দলের রাজ্য সভাপতি গতানুগতিক ভাবেই দিনের নির্দিষ্ট সময়ে প্রায় রোজই তৃণমূল ভবনে থাকবেন সাধারণ মানুষ চাইলে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন বলে খবর ।

আরও পড়ুন : Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক

কলকাতা, 12 মে : রাজ্যস্তরের নেতা থেকে মন্ত্রী । তৃণমূলনেত্রীর নির্দেশ সংগঠনের সময় দিতে হবে সবাইকেই । সবচেয়ে বড় কথা রাজ্য নেতৃত্বের প্রধান অংশকে এবার থেকে নিয়মিত বসতে হবে তৃণমূল ভবনে । এক্ষেত্রে সরকারের কাজ যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ দলও । আর সেই কারণেই দলীয় নেতৃত্বকে রোস্টার তৈরি করে তৃণমূল ভবনে বসার জন্য নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ।

tmc creates a list of party leaders who will meet with workers at trinamool bhawan
নেতাদের জন্য রোস্টার তৃণমূলের

যদিও তৃণমূলের শীর্ষ নেতাদের তৃণমূল ভবনে বসার বিষয়টি নতুন কিছু নয় । বাইপাসের ধারে পুরনো তৃণমূল ভবনে আগে নিয়ম করে বসতেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশ । কিন্তু তৃণমূল ভবন সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকেই শীর্ষ নেতৃত্বের সেখানে সময় দেওয়া কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিল । এক্ষেত্রে নিয়ম করে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁর বাড়ির নিচের পার্টি অফিসে বসতেন । কখনও কখনও সেখানেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতৃত্বকে থাকতে দেখা যেত ।

কিন্তু নতুন রোস্টারে প্রত্যেকের জন্য দিন নির্দিষ্ট ধার্য করা রয়েছে (New Roster for TMC Leaders) ৷ এক্ষেত্রে দোলা সেন, অরূপ বিশ্বাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, মালা রায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা সেই রোস্টার মেনেই তৃণমূল ভবনে থাকবেন ।

tmc creates a list of party leaders who will meet with workers at trinamool bhawan
নেতাদের জন্য রোস্টার তৃণমূলের

সাপ্তাহিক রোস্টার অনুযায়ী, সোমবার সকাল 11টা থেকে দুপুর 1 টা পর্যন্ত বসবেন সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন । দুপুর 1টা থেকে দুপুর 3টা অবধি থাকবেন খেতমজুর সংগঠনের তরফে পূর্ণেন্দু বসু । এছাড়াও ওইদিন সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি থাকবেন যুব সভাপতি সায়নী ঘোষ ।

মঙ্গলবারও যথারীতি সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন দোলা সেন । এরপর দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি থাকবেন মাইনরিটি সেলের হাজি শেখ নুরুল ইসলাম ও খালিদ এবাদুল্লা । একই দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ 24 পরগনার চেয়ারম্যান মণীশ গুপ্ত ।

দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধায়ক মলয় মজুমদার । এছাড়া থাকবেন সঞ্জয় বক্সী । বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি বসবেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে অশোক রুদ্র । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মহিলা সংগঠনের চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায় । সকাল 11টা থেকে বিকেল 4টা অবধি থাকবেন যুব সভাপতি সায়নী ঘোষ । থাকবেন খেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু ।

বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি থাকবেন সাংসদ শান্তনু সেন । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মালা রায় । শুক্রবার দুপুর 1টা থেকে 3টে অবধি থাকবেন হিন্দি সেলের বিবেক গুপ্ত । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন এসসি, ওবিসি সেলের নেতা তাপস মণ্ডল, দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন ওম প্রকাশ মিশ্র ও রাজু ঘোষ । এছাড়া থাকবেন সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি যুব সভাপতি সায়নী ঘোষ ।

শনিবার দফায় দফায় বসবেন বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা । সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি থাকবেন জয় হিন্দ বাহিনীর কার্তিক বন্দ্যোপাধ্যায় । দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি মহিলা সংগঠনের চন্দ্রিমা ভট্টাচার্য ও মালা রায় । দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি থাকবেন মালা রায় । বিকেলে ওই একই সময়ে সেকেন্ডারি টিচার্স সংগঠনের দিব্যেন্দু মুখোপাধ্যায় ।

বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি থাকবেন ওয়েবকুপার কৃষ্ণকলি বোস । সকাল 11টা থেকে বিকেল 1টা অবধি থাকবেন সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী ও পার্থ ভৌমিক । এছাড়া বসবেন ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দেবাশিস কুমার । রবিবারও থাকবেন নেতারা । সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি দোলা সেন । দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি মন্ত্রী ব্রাত্য বসু, তন্ময় ঘোষ ও সমীর চক্রবর্তী ।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, আসলে এই মুহূর্তে দল আকারে বড় হচ্ছে । প্রচুর মানুষ নিজেদের প্রয়োজনে, দাবি-দাওয়া ও অসুবিধা নিয়ে তৃণমূল ভবনে আসেন । এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেত্রী চাইছেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলুক । প্রয়োজনে তাদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করুক । এদিকে দলের রাজ্য সভাপতি গতানুগতিক ভাবেই দিনের নির্দিষ্ট সময়ে প্রায় রোজই তৃণমূল ভবনে থাকবেন সাধারণ মানুষ চাইলে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন বলে খবর ।

আরও পড়ুন : Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.