কলকাতা, 5 জুলাই: উদয়পুর ও জম্মুর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি বিজেপির যোগ রয়েছে, মঙ্গলবার এমন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC Attacks BJP)। মঙ্গলবার তৃণমূল ভবনে বসে বিজেপিকে আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।
কুণাল ঘোষ এদিন বলেন, "এখন জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গি ধরা পড়লেও দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত । সম্প্রতি উদয়পুরে এক দর্জিকে তাঁর দোকানের মধ্যে খুনের ঘটনাতেও ধৃত রিয়াজ হুসেন আখতারির সঙ্গেও বিজেপির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে । এমনকি জম্মুতে ধৃত লস্কর জঙ্গির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিও রয়েছে ।" এদিন জম্মুতে ধৃত লস্কর জঙ্গির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি প্রকাশ করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তৃণমূল ৷
কুণাল ঘোষ এদিন দাবি করেন, "গভীর ষড়যন্ত্র করছে বিজেপি । আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে ধর্মীয় হিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি । নূপুর শর্মার বিবৃতি নিয়ে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব নিয়েছে । উদয়পুরের ঘটনা অত্যন্ত আপত্তিকর । কিন্তু সেটিকে নূপুর শর্মাকে সমর্থন করার জন্যই এই হত্যা বলে প্রচার করা হল!"
আরও পড়ুন: বিজেপির শ্যামাপ্রসাদ যাত্রাকে অর্থহীন বললেন ফিরহাদ হাকিম
এদিন এক ধাপ এগিয়ে শশী পাঁজা বলেন, "উদয়পুরের খুনের পর যে ব্যক্তি ভিডিয়ো তুলে ছড়িয়েছিলেন, তিনি বিজেপির কার্মকর্তা । তাঁর সঙ্গে বিজেপির যোগ নিয়ে আমরা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলছি । বিজেপির সঙ্গে এখন জঙ্গিদের যোগাযোগও সামনে আসছে ।" উল্লেখ্য, উদয়পুরের হত্যাকাণ্ডে ধৃত রিয়াজের সঙ্গে রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান সাদিক খানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সে রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে । আর এর পরেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা ।
অন্যদিকে, মা কালীকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাম্প্রতিক মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে সে প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল ৷ এদিন দলের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, "মহুয়া মৈত্র মা কালীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা তাঁর ব্যক্তিগত মত ৷ দল তা কোনও ভাবেই অনুমোদন করে না ৷ তৃণমূল কংগ্রেস এই ধরণের মন্তব্যের কঠোর নিন্দা করছে ৷"