ETV Bharat / city

ওভারহেড তারে কলাপাতা ফেলে বিক্ষোভ, ট্রেন চলাচলে ব্য়াহত - কলাপাতা ফেলে বিক্ষোভ

সোমবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় ওভারহেড তারে কলাপাতা ফেলে । তার জন্য সকাল থেকে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচলে ব্যাহত হয় । বারুইপুর-ডায়মন্ডহারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখাতে ট্রেন দেরি করে চলে ।

banana-leaves-to-stop-trains
কলাপাতা ফেলে ট্রেন চলাচলে ব্য়াহত
author img

By

Published : Dec 17, 2019, 12:03 AM IST

Updated : Dec 17, 2019, 10:33 AM IST

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 পাশের পর থেকে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ । তার জেরে একাধিক শাখার ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে । তবে আজ পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । 13181 নম্বর আপ কলকাতা-শিলঘাট এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ট্রেনটি আজ গুমানি বারহারওয়া জামালপুর কিউল বারাউনি কাঠিহার হয়ে শিলঘাট পৌঁছাবে ।

সোমবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় ওভারহেড তারে কলাপাতা ফেলে । তার জন্য সকাল থেকে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে । বারুইপুর-ডায়মন্ডহারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখাতে ট্রেন দেরি করে চলে ।

এছাড়া আজ সকালে বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় ও দক্ষিণ বারাসাত স্টেশনের মাঝে 4টে 13 মিনিটে ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন পরিষেবা বিঘ্নিত করা হয় । তারপর 5টা 5 মিনিটে লাইন থেকে কলাপাতা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় । পরে আবার ওই স্টেশন দুটির মাঝে সকাল 7টার সময় ওভারহেড তারে কলাপাতা ফেলা হয় । সকাল 7টা 30 মিনিটে তা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় ।

অন্যদিকে ধবধবি স্টেশনের কাছে সকাল 7:50 থেকে 8:30 পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত করা হয় । এর ফলে একটি EMU লোকাল বাতিল করা হয় । এর সঙ্গে আরও তিনটি EMU লোকাল দেরিতে চলে ।

বারুইপুর ডায়মন্ডহারবার -বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় সোমবার সকাল থেকেই ট্রেন লাইনের ওভারহেড তারের উপরে কলাপাতা ফেলা হয় বিভিন্ন জায়গায়।

কলকাতা, 16 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 পাশের পর থেকে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ । তার জেরে একাধিক শাখার ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে । তবে আজ পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । 13181 নম্বর আপ কলকাতা-শিলঘাট এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ট্রেনটি আজ গুমানি বারহারওয়া জামালপুর কিউল বারাউনি কাঠিহার হয়ে শিলঘাট পৌঁছাবে ।

সোমবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় ওভারহেড তারে কলাপাতা ফেলে । তার জন্য সকাল থেকে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে । বারুইপুর-ডায়মন্ডহারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখাতে ট্রেন দেরি করে চলে ।

এছাড়া আজ সকালে বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় ও দক্ষিণ বারাসাত স্টেশনের মাঝে 4টে 13 মিনিটে ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন পরিষেবা বিঘ্নিত করা হয় । তারপর 5টা 5 মিনিটে লাইন থেকে কলাপাতা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় । পরে আবার ওই স্টেশন দুটির মাঝে সকাল 7টার সময় ওভারহেড তারে কলাপাতা ফেলা হয় । সকাল 7টা 30 মিনিটে তা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় ।

অন্যদিকে ধবধবি স্টেশনের কাছে সকাল 7:50 থেকে 8:30 পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত করা হয় । এর ফলে একটি EMU লোকাল বাতিল করা হয় । এর সঙ্গে আরও তিনটি EMU লোকাল দেরিতে চলে ।

বারুইপুর ডায়মন্ডহারবার -বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় সোমবার সকাল থেকেই ট্রেন লাইনের ওভারহেড তারের উপরে কলাপাতা ফেলা হয় বিভিন্ন জায়গায়।

Intro:আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে উত্তেজিত জনতা। তার জেরে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি বহু ট্রেন বাতিল হয়েছে। Body:যে ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
13181 আপ কলকাতা-শীলঘাট এক্সপ্রেস যেটি 16 ডিসেম্বর রওনা হবে ট্রেনটি গুমানি বারহারওয়া জামালপুর কিউল বারাউনি কাঠিহার হয়ে গন্তব্যে পৌঁছাবে।

শিয়ালদা সাউথে ট্রেন চলাচল ব্যাহত করার জন্য ট্রেনের ওভারহেড তারের উপরে কলাপাতা ফেলা হয়।

বারুইপুর ডায়মন্ডহারবার -বারুইপুর লক্ষীকান্তপুর সেকশনে সোমবার সকাল থেকেই ট্রেন লাইনের ওভারহেড তারের উপরে কলাপাতা ফেলা হয় বিভিন্ন জায়গায়।

বারুইপুর ডায়মন্ডহারবার সেকশনে 4:43 hrs. থেকে 5:06 hrs. মধ্যে একটি ই এম ইউ লোকাল দেরি করে চলে।

Conclusion:বারুইপুর লক্ষীকান্তপুর সেকশনে ও দক্ষিণ বারাসাত স্টেশনের মাঝে 4:13 মিনিটে ওভারহেড তারে রুপোর কলাপাতা ফেলে ট্রেন পরিষেবা বিঘ্নিত করা হয়। যদিও 5.05 মিনিটে লাইন থেকে কলাপাতা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় অন্যদিকে আবার ওই স্টেশন দুটির মাঝে সকাল সাতটার সময় ওভারহেড তারে কলাপাতা ফেলা হয় সকাল 8 মিনিটে কলাপাতা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয় ধবধবি স্টেশনের কাছে সকাল 7:50 থেকে 8:30 পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত করা হয়। এর ফলে একটি ইএমইউ লোকাল বাতিল করা হয় ও আরও তিনটি ইএমইউ লোকাল দেরিতে চলছে।
Last Updated : Dec 17, 2019, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.