ETV Bharat / city

তক্ষক পাচারের অভিযোগে সল্টলেকে ধৃত  3 - Smuggling

সল্টলেকে বাস থেকে তিন সন্দেহভাজনকে নামতে দেখেন তাঁরা ৷ হাতে দুটি ব্যাগ দেখে সন্দেহ আরও দৃঢ়  হয় । তল্লাশি চালালে ওই ব্যাগ থেকে তিনটি বেশ বড় আকৃতির তক্ষক উদ্ধার হয় ।

gecko smuggling
তক্ষক পাচারের অভিযোগে সল্টলেকে ধৃত  3
author img

By

Published : Dec 11, 2019, 1:33 AM IST

বিধাননগর, 11 ডিসেম্বর : তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল তিন যুবককে । অভিযুক্তরা হল অভিজিৎ মণ্ডল, নিমাই মণ্ডল ও রতন গায়েন । সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার এদের গ্রেপ্তার করে বন দপ্তর । এরা দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা ।

বন দপ্তর সূত্রে খবর, তাদের কাছে বেশ কিছু দিন ধরে খবর ছিল যে সল্টলেকে তক্ষকের হাতবদল হতে চলেছে । সেই তক্ষক বিদেশে পাচার হবে । সূত্র মারফত এই প্রাথমিক খবর পেয়ে খোঁজ-খবর রাখছিলেন আধিকারিকরা । মঙ্গলবার হাতবদলের পাক্কা খবর পেয়ে করুণাময়ী বাসস্ট্যান্ডে দুপুর থেকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা অপেক্ষায় ছিলেন ।

দেখুন ভিডিয়ো

বাস থেকে তিন সন্দেহভাজনকে নামতে দেখেন তাঁরা ৷ হাতে দুটি ব্যাগ দেখে সন্দেহ আরও দৃঢ় হয় । তল্লাশি চালালে ওই ব্যাগ থেকে তিনটি বেশ বড় আকৃতির তক্ষক উদ্ধার হয় । এর পরই তাদের গ্রেপ্তার করা হয় । কার কাছে এই তক্ষক বিক্রি করতে এসেছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

বিধাননগর, 11 ডিসেম্বর : তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল তিন যুবককে । অভিযুক্তরা হল অভিজিৎ মণ্ডল, নিমাই মণ্ডল ও রতন গায়েন । সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার এদের গ্রেপ্তার করে বন দপ্তর । এরা দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা ।

বন দপ্তর সূত্রে খবর, তাদের কাছে বেশ কিছু দিন ধরে খবর ছিল যে সল্টলেকে তক্ষকের হাতবদল হতে চলেছে । সেই তক্ষক বিদেশে পাচার হবে । সূত্র মারফত এই প্রাথমিক খবর পেয়ে খোঁজ-খবর রাখছিলেন আধিকারিকরা । মঙ্গলবার হাতবদলের পাক্কা খবর পেয়ে করুণাময়ী বাসস্ট্যান্ডে দুপুর থেকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা অপেক্ষায় ছিলেন ।

দেখুন ভিডিয়ো

বাস থেকে তিন সন্দেহভাজনকে নামতে দেখেন তাঁরা ৷ হাতে দুটি ব্যাগ দেখে সন্দেহ আরও দৃঢ় হয় । তল্লাশি চালালে ওই ব্যাগ থেকে তিনটি বেশ বড় আকৃতির তক্ষক উদ্ধার হয় । এর পরই তাদের গ্রেপ্তার করা হয় । কার কাছে এই তক্ষক বিক্রি করতে এসেছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:বিধাননগর, ১০ ডিসেম্বর: তিনটি তক্ষক সহ গ্রেফতার এক অভিনেতা ও তার দুই সঙ্গী। অভিযুক্তরা হল অভিজিৎ মন্ডল, নিমাই মন্ডল ও রতন গাইন। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে তাদের মঙ্গলবার গ্রেফতার করে বন দফতর। এরা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা।
Body:বন দফতর সূত্রের খবর, তাদের কাছে বেশ কিছু দিন ধরে খবর ছিল যে সল্টলেকে একটা তাক্ষকের হাতবদল হতে চলেছে। সেই তক্ষক বিদেশে পাচারের চোখ রয়েছে। সূত্র মারফত এই প্রাথমিক খবর পেয়ে তারা খোঁজ খবর রাখছিল।মঙ্গলবার হাতবদলের পাক্কা খবর পেয়ে করুণাময়ী বাসস্ট্যান্ডে দুপুর থেকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা ওঁত পেতে ছিল। বাস থেকে তিন জন নামলে তাদের হাতে দুটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তাদেরকে ধরে ফেলে তল্লাশি চালালে ওই ব্যাগ থেকে তিনটি বেশ বড় আকৃতির তক্ষক উদ্ধার হয়। এর পরই তাদের গ্রেফতার করা হয়।কার কাছে এই তক্ষক বিক্রি করতে এসেছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.