ETV Bharat / city

Kolkata Municipal Corporation: ভুয়ো নিয়োগ ! কলকাতা পৌরনিগমে আটক 3 জালিয়াত

author img

By

Published : Jun 28, 2022, 10:28 PM IST

ভুয়ো নিয়োগ নিয়ে হুলুস্থুলকাণ্ড কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে(Kolkata Municipal Corporation) ৷

Three arrested for fraud recruitment in Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation

কলকাতা, 28 জুন: কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) অন্দরমহলে ফের হুলুস্থুলকাণ্ড। ভুয়ো নিয়োগপত্র দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন জালিয়াতি । নিকাশি বিভাগের এক কর্মী ও নিরাপত্তারক্ষীর তৎপরতায় ধরা পড়ল এই তিন জালিয়াত । এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে আবেদন করেছেন পৌরনিগমের সচিব হরিহরপ্রসাদ মণ্ডল । তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে নিউমার্কেট থানায় বলে খবর কলকাতা পৌরনিগম সূত্রে ।

আটক 3 জনের মধ্যে দুজন পশ্চিম বর্ধমানের বাসিন্দা । আর একজন কলকাতা নিউ মার্কেটের বাসিন্দা । আটক তিন জনের নাম পিন্টু রাউত (দুর্গাপুরের বাসিন্দা), রবিন রায় (আসানসোল) এবং অশনি মিশ্র ।

জানা গিয়েছে, ধৃত তিন জন বেশ কিছু ফর্ম ফিল আপ করছিল । সেই সময় কলকাতা পৌরনিগমের কাউন্সিলর ক্লাবে কর্মরত অস্থায়ী সিকিউরিটি গার্ড তাদেরকে ধরে ফেলে । এই অভিযুক্তরা ফর্ম ছিঁড়ে ফেলার চেষ্টা করে বলে জানান সিকিউরিটি গার্ড বলরাম দাস । তখনই পুলিশকে খবর দেওয়া হয় । কলকাতা পৌরনিগমে কর্মরত পুলিশ কর্মীরা এসে এই তিন জনকে আটক করেন (Three arrested for fraud recruitment in Kolkata Municipal Corporation)।

প্রথমে তাদের পৌরনিগমের অফিসার ইনচার্জ জিএস মহাপাত্র ঘরে নিয়ে যাওয়া হয় । বেশ কিছুক্ষণ এই তিন জন অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় । তার পরেই তাদের নিউ মার্কেট থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ । কলকাতা পৌরনিগমে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া সঙ্গে যুক্ত ছিলেন এই তিন জন বলে সন্দেহ প্রকাশ করছেন পৌর কর্তৃপক্ষ । তবে প্রকৃত কী ঘটনা ঘটেছে, তার তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ ।

ভুয়ো নিয়োগ নিয়ে হুলুস্থুলকাণ্ড কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে

এই প্রসঙ্গে মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, "যে কোনও জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পরে । শুধু কলকাতা পৌরনিগমের এই ধরনের অসাধু লোক আছে তেমন নয় । সব জায়গায়ই পাওয়া যায় এরকম লোক । তবে পৌরনিগমের অন্দরে নজরদারি চলা দরকার ।" পাশাপাশি তিনি পরামর্শ দেন, এই ধরনের ভুয়ো নিয়োগের নাম করে প্রতারণার ফাঁদে পা না-দিয়ে বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করে যে কোনও সিদ্ধান্ত নেওয়া দরকার ।

আরও পড়ুন: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

কলকাতা, 28 জুন: কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) অন্দরমহলে ফের হুলুস্থুলকাণ্ড। ভুয়ো নিয়োগপত্র দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন জালিয়াতি । নিকাশি বিভাগের এক কর্মী ও নিরাপত্তারক্ষীর তৎপরতায় ধরা পড়ল এই তিন জালিয়াত । এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে আবেদন করেছেন পৌরনিগমের সচিব হরিহরপ্রসাদ মণ্ডল । তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে নিউমার্কেট থানায় বলে খবর কলকাতা পৌরনিগম সূত্রে ।

আটক 3 জনের মধ্যে দুজন পশ্চিম বর্ধমানের বাসিন্দা । আর একজন কলকাতা নিউ মার্কেটের বাসিন্দা । আটক তিন জনের নাম পিন্টু রাউত (দুর্গাপুরের বাসিন্দা), রবিন রায় (আসানসোল) এবং অশনি মিশ্র ।

জানা গিয়েছে, ধৃত তিন জন বেশ কিছু ফর্ম ফিল আপ করছিল । সেই সময় কলকাতা পৌরনিগমের কাউন্সিলর ক্লাবে কর্মরত অস্থায়ী সিকিউরিটি গার্ড তাদেরকে ধরে ফেলে । এই অভিযুক্তরা ফর্ম ছিঁড়ে ফেলার চেষ্টা করে বলে জানান সিকিউরিটি গার্ড বলরাম দাস । তখনই পুলিশকে খবর দেওয়া হয় । কলকাতা পৌরনিগমে কর্মরত পুলিশ কর্মীরা এসে এই তিন জনকে আটক করেন (Three arrested for fraud recruitment in Kolkata Municipal Corporation)।

প্রথমে তাদের পৌরনিগমের অফিসার ইনচার্জ জিএস মহাপাত্র ঘরে নিয়ে যাওয়া হয় । বেশ কিছুক্ষণ এই তিন জন অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় । তার পরেই তাদের নিউ মার্কেট থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ । কলকাতা পৌরনিগমে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া সঙ্গে যুক্ত ছিলেন এই তিন জন বলে সন্দেহ প্রকাশ করছেন পৌর কর্তৃপক্ষ । তবে প্রকৃত কী ঘটনা ঘটেছে, তার তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ ।

ভুয়ো নিয়োগ নিয়ে হুলুস্থুলকাণ্ড কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে

এই প্রসঙ্গে মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, "যে কোনও জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পরে । শুধু কলকাতা পৌরনিগমের এই ধরনের অসাধু লোক আছে তেমন নয় । সব জায়গায়ই পাওয়া যায় এরকম লোক । তবে পৌরনিগমের অন্দরে নজরদারি চলা দরকার ।" পাশাপাশি তিনি পরামর্শ দেন, এই ধরনের ভুয়ো নিয়োগের নাম করে প্রতারণার ফাঁদে পা না-দিয়ে বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করে যে কোনও সিদ্ধান্ত নেওয়া দরকার ।

আরও পড়ুন: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.