কলকাতা, 22 জানুয়ারি : 14 বছরের এক নাবালিকার গোপন ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়ে এবং আরও ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি (threatning to circulate private video of minor girl in social media) দিয়ে দু'লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । ঘটনার সূত্রপাত কিছুদিন আগে হলেও গোটা ঘটনায় শনিবারই উল্টোডাঙ্গা মহিলা থানায় অভিযোগ হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই উল্টোডাঙ্গার বাসিন্দা 14 বছরের ওই নাবালিকা ফুলবাগানে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল । অভিযোগ সেই সময়ই আচমকাই ঘরে ঢোকে তিন যুবক এবং তারা গোপনে নাবালিকার ভিডিয়ো বানায় । কিছুদিন আগে ওই নাবালিকা সোশ্যাল মিডিয়ায় নিজের আপত্তিকর ছবি দেখতে পায় । এরপরেই তার কাছে লাগাতার ওই তিন যুবকের ফোন আসতে থাকে ৷ অভিযোগ, দু‘লক্ষ টাকা দাবি করে তারা । সঙ্গে হুমকি দিয়ে বলা হয়, দাবি মতো টাকা না পেলে গোপন ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ৷ এর পরেই ওই নাবালিকা গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ।
আরও পড়ুন : মাস্কের পরিবর্তে গামছা, ধরা পড়তেই সাফাই 'মুখ ঢেকেছি তো'
গোটা ঘটনা জানার পরেই প্রথমে ফুলবাগান থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করতে যায়, পরে অবশ্য উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায়ের হয় ৷ তবে তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি । এলাকার সিসিটিভি ফুটেজ এবং নাবালিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷