ETV Bharat / city

যাঁরা তৃণমূলে গেছেন, আবার ফিরে আসবেন : কৈলাস - Councellor

BJP ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়া কাউন্সিলররা আবারও BJP-তে ফিরবেন, দাবি করলেন কৈলাস বিজয়বর্গীয় ।

বাগবাজারে রথে কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Jul 12, 2019, 10:43 AM IST

কলকাতা, 12 জুলাই : যাঁরা তৃণমূলে গেছেন, তাঁরা আবার BJP-তে ফিরে আসবেন । তৃণমূলে ফিরে যাওয়া কাউন্সিলরদের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন BJP-এর কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ।

বাগবাজারে উলটোরথের এক অনুষ্ঠানে কৈলাস বলেন, " হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলরা আবার BJP-তে ফিরবেন । মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করে, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে । আগামী দিনে তৃণমূল থেকে একটা বড় সংখ্যা BJP-তে যোগদান করবে ।"

আরও পড়ুন : মমতা ব্যানার্জি কাটমানি জড়ো করে ভাইপোর কাছে পৌঁছে দিয়েছেন : কৈলাস

BJP সূত্রে জানা গেছে, গতকাল রাতেই হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলারদের উপর চাপ সৃষ্টি করে দলে ফেরানোর চেষ্টা করছে তৃণমূল, অভিযোগও তোলা হচ্ছে BJP-র তরফে ।
আরও পড়ুন : যাঁরা কাটমানি নিয়েছেন তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে : কৈলাস বিজয়বর্গীয়

কলকাতা, 12 জুলাই : যাঁরা তৃণমূলে গেছেন, তাঁরা আবার BJP-তে ফিরে আসবেন । তৃণমূলে ফিরে যাওয়া কাউন্সিলরদের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন BJP-এর কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ।

বাগবাজারে উলটোরথের এক অনুষ্ঠানে কৈলাস বলেন, " হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলরা আবার BJP-তে ফিরবেন । মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করে, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে । আগামী দিনে তৃণমূল থেকে একটা বড় সংখ্যা BJP-তে যোগদান করবে ।"

আরও পড়ুন : মমতা ব্যানার্জি কাটমানি জড়ো করে ভাইপোর কাছে পৌঁছে দিয়েছেন : কৈলাস

BJP সূত্রে জানা গেছে, গতকাল রাতেই হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। হালিশহর ও কাঁচরাপাড়ার কাউন্সিলারদের উপর চাপ সৃষ্টি করে দলে ফেরানোর চেষ্টা করছে তৃণমূল, অভিযোগও তোলা হচ্ছে BJP-র তরফে ।
আরও পড়ুন : যাঁরা কাটমানি নিয়েছেন তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে : কৈলাস বিজয়বর্গীয়

Intro:সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: " হালিশহর ও কাচড়া পাড়ার কাউন্সিলাদের ভয় দেখিয়ে তাদের তৃণমূলে ফিরতে বাধ্য করা হয়েছে" আজ বাগবাজারে রথযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গী।


কৈলাস বিজয়বর্গী বলেন, "তারা আবার বিজেপিতে ফিরবে। মিথ্যা মামলায় ফাসানোর চক্রান্ত করছে। দেখিয়ে, গুন্ডার ভয় দেখিয়ে তাদের ফিরতে বাধ্য করা হচ্ছে"


একইসঙ্গে কৈলাসের দাবি, আগামীদিনে তৃণমূল থেকে একটা বড় সংখ্যায় বিজেপিতে যোগ দেবে। বৃহস্পতিবার বাগবাজারে উল্টো রথের অনুষ্ঠানে যোগ দেন কৈলাস। বাগবাজার হনুমান মন্দির থেকে রামমন্দির পর্যন্ত রথে তিনি সওয়ার হন।

বিজেপিতে চলে যাওয়া হালিশহরের ৯ জন কাঁচড়াপাড়ার ৫ জন কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে এসেছেন। এ প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র এই বিষয়ে মন্তব্য করেন।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ রাতে হালিশহর ও কাচড়াপাড়ার কাউন্সিলারদের নিয়ে গোপন বৈঠক করবেন কৈলাস বিজয়বর্গী ও মুকুল জুটি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস যে ভাবে হালিশহর ও কাচড়াপাড়ার কাউন্সিলারদের চাপ সৃষ্টি করে ফের বিজেপিতে আসা কাউন্সিরদের তৃণমূলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেখানেই কৈলাস- মুকুল জুটি বাজিমাত করবে বলে জানা গিয়েছে।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.