কলকাতা, 1 ডিসেম্বর : শহরে আগামীকাল অর্থাৎ 2 ডিসেম্বর থেকে থেকে শুরু হচ্ছে COVID-19-এর ভ্যাকসিনের ট্রায়াল । কোভ্যাক্সিনের এটা তৃতীয় পর্যায়ের ট্রায়াল । তৃতীয় পর্যায়ে প্রথমে ট্রায়াল হবে ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এ । ট্রায়ালের সূচনা অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড় উপস্থিত থাকবেন ।
NICED-এর পাশাপাশি আর একটি ভ্যাকসিনের ট্রায়াল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (STM)-এও হবে । ডিসেম্বরের শেষে সেই কাজ শুরু হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে । ট্রপিক্যালে COVID-19-এর যে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে, তার নাম কোভোভ্যাক্স । কোভ্যাক্সিন তৈরি হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) এবং ভারত বায়োটেকের উদ্যোগে । দেশজুড়ে 24টি সেন্টারে 25,800 মানুষের উপর এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হতে চলেছে । 24টি সেন্টারের মধ্যে একটি সেন্টার NICED। কলকাতায় NICED-এর মাধ্যমে এক হাজার মানুষের উপর এই ভ্যাকসিনের ট্রায়াল হবে । NICED-এ কোভ্যাক্সিন মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে ।
NICED-এ ভ্যাকসিনের ট্রায়ালে স্বেচ্ছাসেবক হতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । স্বেচ্ছাসেবক হওয়ার জন্য মন্ত্রীর কাছে NICED-এর তরফে প্রস্তাব পাঠানো হয় । আগামীকাল মন্ত্রী ফিরহাদ হাকিমকে কোভ্যাক্সিন দেওয়া হবে বলে NICED-এর তরফে জানানো হয়েছে ।