কলকাতা, 17 মার্চ : কলকাতা পৌরনিগমে প্রশাসক বসানো যাবে না । স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম । 2015 সালের 8 মে কলকাতা পৌরনিগমে বোর্ড গঠন করেছিল তৃণমূল । 7 মে তৃণমূল পরিচালিত এই বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে । কলকাতা পৌরনিগমের 1980 সালের আইন অনুযায়ী বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে প্রশাসক বা বিশেষ আধিকারিক বসানো যায় না । আর এই নিয়েই উঠছে প্রশ্ন । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে নির্বাচন নয়, রাজনীতি নয়, এখন মানুষের পাশে দাঁড়াতে হবে ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে হবে । 30 তারিখ রিভিউ মিটিং রয়েছে সেখানে পৌরভোট নিয়ে সিদ্ধান্ত হবে।
কোরোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই পিছিয়ে গেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন । যদিও 7 মের মধ্যে নতুন পৌরবোর্ড গঠন করতে হবে । তা না হলে পৌর পরিষেবা সহ যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যাবে । আজ মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টে প্রশাসক বসানোর সুযোগ রয়েছে । হাওড়া মিউনিসিপাল অ্যাক্টে প্রশাসক বসানোর সুযোগ রয়েছে । কিন্তু কলকাতা পৌরনিগমের ক্ষেত্রে প্রশাসক বসানোর সুযোগ নেই । সেই ক্ষেত্রে পুরোপুরি পরিষেবা ব্যাহত হতে পারে এবং তৈরি হতে পারে সংবিধানিক সংকট । বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে সে ক্ষেত্রে বিধানসভায় অর্ডিন্যান্স জারি করে কলকাতা পৌরনিগমের আইন সংশোধন করে প্রশাসক নিয়োগ করা যেতে পারে । অথবা বিশেষ ক্যাবিনেটের মাধ্যমে একজন আধিকারিককে শুধুমাত্র পরিষেবা দেখাশোনার দায়িত্ব দিতে পারে রাজ্য সরকার ।"
সাংবিধানিক সংকট নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, "কলকাতার অবস্থা ক্রমশ ভালো হচ্ছে । নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই নির্বাচন হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না ।"