ETV Bharat / city

Corona Vaccine : ভাঁড়ারে নেই ডোজ, কলকাতা পৌরনিগমে অনিশ্চিত কোভিশিল্ডের টিকাকরণ - কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন

কলকাতা পৌরনিগমের ভাঁড়ারে এবার নেই কোভিশিল্ড ৷ তাই আগামিকাল শহরে বন্ধ থাকবে এই টিকাকরণ ৷ কয়েকদিন আগে ফুরিয়েছিল কোভ্যাকসিনের জোগান ৷ যদিও কালই ফের কোভ্যাকসিন এসেছে ৷ এবার বাড়ন্ত হল কোভিশিল্ড ৷ পৌর নিগমের কমিশনার বিনোদ কুমার জানিয়েছেন, ভ্যাকসিন না থাকার জন্য কোভিশিল্ডের টিকাকরণ আপাতত শহরে অনিশ্চিত ৷

কলকাতা পৌরনিগমে অনিশ্চয় কোভিশিল্ডের টিকাকরণ
কলকাতা পৌরনিগমে অনিশ্চয় কোভিশিল্ডের টিকাকরণ
author img

By

Published : Aug 5, 2021, 9:56 PM IST

Updated : Aug 6, 2021, 8:06 AM IST

কলকাতা, 5 অগস্ট : কোভ্যাকসিনের পর এবার কোভিশিল্ড ভ্যাকসিনের সঙ্কট । কলকাতা শহরে আগামিকাল বন্ধ থাকবে কোভিশিল্ডের ভ্যাকসিনেশন । কলকাতা পৌরনিগমের ভাঁড়ারে কোভিশিল্ড ভ্যাকসিন নেই ৷ কলকাতা পৌরনিগমের 102টি পৌরস্বাস্থ্যকেন্দ্রে ও 54টি মেগা সেন্টারে কোভিশিল্ডের টিকাকরণের কাজ চলছিল ৷ ভ্যাকসিন না থাকার জন্য কাল থেকে তা বন্ধ থাকবে । তবে 39টি হেল্প সেন্টার ও রক্সি সিনেমা হলের মেগা সেন্টার থেকে কোভ্যাকসিন দেওয়া হবে ।

কয়েকদিন আগে পৌরনিগমের কাছে কোভ্যাকসিন ছিল না ৷ তখন চার-পাঁচদিন কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ ছিল ৷ এবার একই পরিস্থিতি কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রেও ৷ শহরে বেশিরভাগ মানুষই কোভিশিল্ড নিতে চাইছেন ৷ তাঁদের সংখ্যা কম-বেশি 90 শতাংশ ৷ খুব কম প্রাপকই কোভ্যাকসিন নিতে চাইছেন ৷ এক্ষেত্রে বলা চলে আগামিকাল থেকে শহরে কার্যত বন্ধ থাকবে করোনার টিকাকরণ ৷ এদিন কলকাতা পৌর নিগমের কমিশনার বিনোদ কুমার জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের কাছে কোভিশিল্ড ভ্যাকসিন না থাকার জন্য আগামিকাল তার টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে । ফের কবে কোভিশিল্ডের টিকাকরণ চালু করা যাবে তা অনিশ্চিত বলে জানালেন কমিশনার ৷

তবে পর্যাপ্ত পরিমাণে কোভ্যাকসিন রয়েছে । তাই শহরের স্বাভাবিক নিয়মেই কোভ্যাকসিনের টিকা দেওয়া হবে । বৃহস্পতিবার থেকে 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে । গত দু'দিনে কলকাতা পৌর নিগমের কাছে বিপুল সংখ্যায় কোভ্যাকসিন এসেছে । তাই শহরে কলকাতা পৌরনিগমের 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে । কিছুদিন আগেই কোভ্যাকসিন না থাকায় টিকাকরণ বন্ধ হয়ে গিয়েছিল শহরে । পরে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছিল ।

আরও পড়ুন : West Bengal Corona Update : রাজ্যে সামান্য কমল সংক্রমণ, এদিনও সংক্রমণে 100 পার উত্তর 24 পরগনায়

কলকাতা, 5 অগস্ট : কোভ্যাকসিনের পর এবার কোভিশিল্ড ভ্যাকসিনের সঙ্কট । কলকাতা শহরে আগামিকাল বন্ধ থাকবে কোভিশিল্ডের ভ্যাকসিনেশন । কলকাতা পৌরনিগমের ভাঁড়ারে কোভিশিল্ড ভ্যাকসিন নেই ৷ কলকাতা পৌরনিগমের 102টি পৌরস্বাস্থ্যকেন্দ্রে ও 54টি মেগা সেন্টারে কোভিশিল্ডের টিকাকরণের কাজ চলছিল ৷ ভ্যাকসিন না থাকার জন্য কাল থেকে তা বন্ধ থাকবে । তবে 39টি হেল্প সেন্টার ও রক্সি সিনেমা হলের মেগা সেন্টার থেকে কোভ্যাকসিন দেওয়া হবে ।

কয়েকদিন আগে পৌরনিগমের কাছে কোভ্যাকসিন ছিল না ৷ তখন চার-পাঁচদিন কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ ছিল ৷ এবার একই পরিস্থিতি কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রেও ৷ শহরে বেশিরভাগ মানুষই কোভিশিল্ড নিতে চাইছেন ৷ তাঁদের সংখ্যা কম-বেশি 90 শতাংশ ৷ খুব কম প্রাপকই কোভ্যাকসিন নিতে চাইছেন ৷ এক্ষেত্রে বলা চলে আগামিকাল থেকে শহরে কার্যত বন্ধ থাকবে করোনার টিকাকরণ ৷ এদিন কলকাতা পৌর নিগমের কমিশনার বিনোদ কুমার জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের কাছে কোভিশিল্ড ভ্যাকসিন না থাকার জন্য আগামিকাল তার টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে । ফের কবে কোভিশিল্ডের টিকাকরণ চালু করা যাবে তা অনিশ্চিত বলে জানালেন কমিশনার ৷

তবে পর্যাপ্ত পরিমাণে কোভ্যাকসিন রয়েছে । তাই শহরের স্বাভাবিক নিয়মেই কোভ্যাকসিনের টিকা দেওয়া হবে । বৃহস্পতিবার থেকে 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে । গত দু'দিনে কলকাতা পৌর নিগমের কাছে বিপুল সংখ্যায় কোভ্যাকসিন এসেছে । তাই শহরে কলকাতা পৌরনিগমের 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে । কিছুদিন আগেই কোভ্যাকসিন না থাকায় টিকাকরণ বন্ধ হয়ে গিয়েছিল শহরে । পরে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছিল ।

আরও পড়ুন : West Bengal Corona Update : রাজ্যে সামান্য কমল সংক্রমণ, এদিনও সংক্রমণে 100 পার উত্তর 24 পরগনায়

Last Updated : Aug 6, 2021, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.