ETV Bharat / city

ফের শীতে বিরতি, আগামী দু'দিন বাড়বে তাপমাত্রা - weather update west bengal

বৃহস্পতিবারের পর থেকে পুনরায় তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 19, 2021, 12:52 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিল রাজ্যে ৷ তবে এবার ফের বিরতি ৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে । রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি বাড়বে ।

এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কুয়াশাচ্ছন্ন ছিল । উত্তরবঙ্গের জেলাগুলিতেও ছিল কুয়াশার দাপট । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে । কুয়াশার প্রভাব বাড়ার সঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী রয়েছে । আগামী দু'দিনে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে । উত্তরবঙ্গের আজ ও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে ৷ ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা পড়বে । কমবে দৃশ্যমানতা ।

তবে বৃহস্পতিবারের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে ৷ কমবে তাপমাত্রা । উত্তরের ঠান্ডা হাওয়া বিনা বাধায় প্রবেশ করবে রাজ্যে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে ফের কমতে থাকবে তাপমাত্রা ৷ আগামী দু-তিন দিনে তিন থেকে চার ডিগ্রি কমে যাবে ৷ শুক্র,শনি ও রবিবার জাঁকিয়ে শীত-এর অনুভূতি থাকবে রাজ্যে । আবার রবিবারের পর থেকে ফের সামান্য তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন :সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রাজ্যে

শহর আজ সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13. 8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23. 9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ , সর্বনিম্ন 52 শতাংশ ।

কলকাতা, 19 জানুয়ারি : কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিল রাজ্যে ৷ তবে এবার ফের বিরতি ৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে । রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি বাড়বে ।

এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কুয়াশাচ্ছন্ন ছিল । উত্তরবঙ্গের জেলাগুলিতেও ছিল কুয়াশার দাপট । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে । কুয়াশার প্রভাব বাড়ার সঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী রয়েছে । আগামী দু'দিনে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে । উত্তরবঙ্গের আজ ও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে ৷ ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা পড়বে । কমবে দৃশ্যমানতা ।

তবে বৃহস্পতিবারের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে ৷ কমবে তাপমাত্রা । উত্তরের ঠান্ডা হাওয়া বিনা বাধায় প্রবেশ করবে রাজ্যে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে ফের কমতে থাকবে তাপমাত্রা ৷ আগামী দু-তিন দিনে তিন থেকে চার ডিগ্রি কমে যাবে ৷ শুক্র,শনি ও রবিবার জাঁকিয়ে শীত-এর অনুভূতি থাকবে রাজ্যে । আবার রবিবারের পর থেকে ফের সামান্য তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন :সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রাজ্যে

শহর আজ সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13. 8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23. 9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ , সর্বনিম্ন 52 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.