ETV Bharat / city

10 দিনে কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ল 3 গুণ - কোরোনা ভাইরাস

কোরোনার সঙ্গেই শহর কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ৷ মাত্র 10 দিনের ব্যবধানে শহরে তিন গুণ বৃদ্ধি পেল কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ৷

image
containment zone increasing in kolkata
author img

By

Published : Jun 13, 2020, 5:18 AM IST

কলকাতা, 13 জুন : কলকাতা সহ রাজ্যজুড়ে ভয়াবহভাবে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 10 হাজারের গণ্ডি ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও । আর এর সঙ্গেই শহর কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । বর্তমানে রাজ্যজুড়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1806 । এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই এই সংখ্যা 1009 । অর্থাৎ রাজ্যের মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যার প্রায় 60 শতাংশ কলকাতায়। এই পরিসংখ্যানই শহরের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে আতঙ্ক ।

লকডাউন শিথিল হওয়ার পরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা । যার ফলে মাত্র 10 দিনের ব্যবধানে গোটা রাজ্যে প্রায় দ্বিগুণের বেশি হয়েছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও ৷ কলকাতায় যা বেড়ে হল 3 গুণ । রাজ্যে কনটেইনমেন্ট জ়োনের মোট সংখ্যা ছিল 844 । এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1806 এ । কলকাতায় কনটেইমেন্ট জ়োনের সংখ্যা ছিল 351 । বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1009 এ ।

প্রশাসনের তরফ থেকে দেওয়া এই পরিসংখ্যান থেকে স্পষ্ট রাজ্যে মোট কনটেইনমেন্ট জ়োনের 60 শতাংশই কলকাতায় । তবে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে অন্য জেলাতেও । প্রসঙ্গত, বর্তমানে রাজ্য প্রশাসনের নিয়ম অনুযায়ী কোনও এলাকাকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় রাখা হচ্ছে না । যেখানে রোগীর সন্ধান মিলছে সেই আবাসন বা বাড়িকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় রাখা হচ্ছে । এর জন্যই কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

শুক্রবার সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 10 হাজার 244 । বৃহস্পতিবার সংখ্যাটি ছিল 9768 । নতুন করে 476 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিশ । শুক্রবার কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ন'জন । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল 451 ।

কলকাতা, 13 জুন : কলকাতা সহ রাজ্যজুড়ে ভয়াবহভাবে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 10 হাজারের গণ্ডি ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও । আর এর সঙ্গেই শহর কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । বর্তমানে রাজ্যজুড়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1806 । এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই এই সংখ্যা 1009 । অর্থাৎ রাজ্যের মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যার প্রায় 60 শতাংশ কলকাতায়। এই পরিসংখ্যানই শহরের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে আতঙ্ক ।

লকডাউন শিথিল হওয়ার পরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা । যার ফলে মাত্র 10 দিনের ব্যবধানে গোটা রাজ্যে প্রায় দ্বিগুণের বেশি হয়েছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও ৷ কলকাতায় যা বেড়ে হল 3 গুণ । রাজ্যে কনটেইনমেন্ট জ়োনের মোট সংখ্যা ছিল 844 । এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1806 এ । কলকাতায় কনটেইমেন্ট জ়োনের সংখ্যা ছিল 351 । বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1009 এ ।

প্রশাসনের তরফ থেকে দেওয়া এই পরিসংখ্যান থেকে স্পষ্ট রাজ্যে মোট কনটেইনমেন্ট জ়োনের 60 শতাংশই কলকাতায় । তবে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে অন্য জেলাতেও । প্রসঙ্গত, বর্তমানে রাজ্য প্রশাসনের নিয়ম অনুযায়ী কোনও এলাকাকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় রাখা হচ্ছে না । যেখানে রোগীর সন্ধান মিলছে সেই আবাসন বা বাড়িকে কনটেইনমেন্ট জ়োনের আওতায় রাখা হচ্ছে । এর জন্যই কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

শুক্রবার সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 10 হাজার 244 । বৃহস্পতিবার সংখ্যাটি ছিল 9768 । নতুন করে 476 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিশ । শুক্রবার কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ন'জন । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল 451 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.