ETV Bharat / city

''হাঁটা আর বিল আনা ছাড়া মুখ্যমন্ত্রীর কাজ নেই'', মন্তব্য দিলীপ ঘোষের - NRC নিয়ে মমতার সমাতলোচনা দিলীপের

CAA-র বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যয় । আজ এই নিয়ে মমতার কড়া সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, " বিল আনা আর রাস্তায় হাটা ছাড়া মুখ্যমন্ত্রীর কাজ নেই ।"

dilip ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 21, 2020, 2:18 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রস্তাব আনতে চলেছেন । আজ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন," বিল আনা আর রাস্তায় হাঁটা ছাড়া মুখ্যমন্ত্রীর আর কোনও কাজ নেই ।"

উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় সোমবার মুখ্যমন্ত্রী CAA-র বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করার আভাস দেন । উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার আবেদন রাখেন তিনি । এমনকী, পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই বিষয়ে প্রস্তাব আনার কথা বলেন মমতা । মমতার এই উদ্যোগকে আজ কড়া ভাষায় সমালোচনা করেন BJP-র রাজ্য সভাপতি । দিলীপ বলেন, CAA এখন সংবিধানে পরিণত হয়েছে । মুখ্য়মন্ত্রী বিল আনলেও এই আইন পালটাবে না । "NRC-র বিরুদ্ধে সারা দেশে আন্দোলন গড়ে তুলতে গিয়ে মমতা একা পড়ে গিয়েছেন বলেও মন্তব্য দিলীপের ৷

দিলীপ ঘোষ

কোচবিহারে যাওয়ার পথে দিলীপ ঘোষ বলেন, ''NRC নিয়ে উনিই লাফালেন । সবাইকে উসকালেন । অথচ সব রাজ্যগুলি মোদির মিটিংয়ে যোগ দিল, শুধু উনি যোগ দেননি । এবারে কপালের লেখনী পড়ে নিন। বুঝে নিন।"

আজ থেকেই উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ফের সফর শুরু করলেন BJP রাজ্য সভাপতি। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে কোচবিহার জেলায় রওয়ানা হন তিনি ।

কলকাতা, 21 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রস্তাব আনতে চলেছেন । আজ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন," বিল আনা আর রাস্তায় হাঁটা ছাড়া মুখ্যমন্ত্রীর আর কোনও কাজ নেই ।"

উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় সোমবার মুখ্যমন্ত্রী CAA-র বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করার আভাস দেন । উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার আবেদন রাখেন তিনি । এমনকী, পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই বিষয়ে প্রস্তাব আনার কথা বলেন মমতা । মমতার এই উদ্যোগকে আজ কড়া ভাষায় সমালোচনা করেন BJP-র রাজ্য সভাপতি । দিলীপ বলেন, CAA এখন সংবিধানে পরিণত হয়েছে । মুখ্য়মন্ত্রী বিল আনলেও এই আইন পালটাবে না । "NRC-র বিরুদ্ধে সারা দেশে আন্দোলন গড়ে তুলতে গিয়ে মমতা একা পড়ে গিয়েছেন বলেও মন্তব্য দিলীপের ৷

দিলীপ ঘোষ

কোচবিহারে যাওয়ার পথে দিলীপ ঘোষ বলেন, ''NRC নিয়ে উনিই লাফালেন । সবাইকে উসকালেন । অথচ সব রাজ্যগুলি মোদির মিটিংয়ে যোগ দিল, শুধু উনি যোগ দেননি । এবারে কপালের লেখনী পড়ে নিন। বুঝে নিন।"

আজ থেকেই উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ফের সফর শুরু করলেন BJP রাজ্য সভাপতি। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে কোচবিহার জেলায় রওয়ানা হন তিনি ।

Intro:বিল আনা আর রাস্তায় হাটা ছাড়া মুখ্যমন্ত্রীর কাজ নেই বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন সিএএ এখন সংবিধান। বিল এনে আইন পাল্টায় না। উনি পাহাড়ে গিয়ে জায়গা খুঁজছেন। কোথাও জায়গা পাচ্ছেন না।


Body:কোচবিহারে যাওয়ার পথে দিলীপ ঘোষ বলেন এন আরসি নিয়ে উনিই লাফালেন। সবাইকে উসকালেন। সব রাজ্যগুলি মোদির মিটিং এ যোগ দিল। উনি লিখনি পরে নিন। বুঝে নিন। উনি এখন একলাই হয়ে গিয়েছেন। তাই উনি কি করছেন তা নিয়ে কিছু যায় আসে না।

এদিন থেকেই উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ফের সফর শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে কুচবিহার জেলার উদ্দেশে রওয়ানা হন তিনি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.