ETV Bharat / city

যুবতির শ্লীলতাহানি রুখল দম্পতি, মহিলার পা পিষে পালাল অভিযুক্ত

রাতের শহরে যুবতির শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত দম্পতি । ঘটনাটি আনন্দপুর থানা এলাকার । যুবতিকে উদ্ধার করতে পারলেও গাড়ি চালিয়ে উদ্ধারকারী মহিলার পা পিষে দেয় অভিযুক্ত ।

molestation
শ্লীলতাহানি
author img

By

Published : Sep 6, 2020, 7:12 PM IST

Updated : Sep 6, 2020, 9:36 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: রাতের শহরে প্রাণের ঝুঁকি নিয়ে শ্লীলতাহানির হাত থেকে যুবতিকে রক্ষা করে সাহসিকতার নজির গড়লেন দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক দম্পতি । তবে যুবতিকে বাঁচাতে গিয়ে আহত হলেন উদ্ধারকারী মহিলা ৷ গাড়ি দিয়ে তাঁর পা পিষে পালাল অভিযুক্ত ।

শনিবার রাতে আত্মীয়র বাড়ি থেকে গাড়ি করে ফিরছিলেন আনন্দপুরের দম্পতি নীলাঞ্জনা চাটার্জি এবং দীপ শতপতি । সেই সময় রাস্তায় অন্য একটি গাড়ি থেকে এক যুবতির বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান তাঁরা । দেখেন, গাড়ির চালক ওই যুবতির সঙ্গে অভব্য আচরণ করছেন । সেই সময় ওই যুবতিকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েন ওই দম্পতি । তাঁদের দেখে যুবতিকে গাড়ি থেকে বের করে দিয়ে পালায় ওই যুবক । পালানোর সময় গাড়ির চাকায় নীলাঞ্জনাদেবীর পা পিষে দিয়ে চলে যায় অভিযুক্ত । ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই মহিলা ।

মহিলার স্বামী দীপ শতপতি জানিয়েছেন, "ঘটনাটির পরেই তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন । খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ । এরপর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রীকে ভরতি করা হয় । সেখানে স্ত্রীর অস্ত্রোপচার হয় ।"

পুলিশ সূত্রে খবর, থানায় ওই যুবতি জানিয়েছেন, তিনি পেশায় ব্যাঙ্ক কর্মী । কয়েক মাস আগে সোশাল মিডিয়ায় তার সঙ্গে আলাপ হয় এক যুবকের । তার নাম অমিতাভ বসু । বাড়ি পঞ্চসায়র থানা এলাকায় । ধীরে ধীরে তাদের পরিচয় ক্রমশ গাঢ় হয় । সেই সূত্র ধরে গতকাল সন্ধ্যায় প্রথম অমিতাভর সঙ্গে দেখা করতে যান ওই যুবতি । এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হয় । যুবতি বুঝতে পারেন তার বাড়ি ফেরা প্রয়োজন । তবে রাত বারোটা বেজে গেলেও যুবতিকে বাড়ি ছাড়তে চায়নি অমিতাভ । গাড়ি করেই আনন্দপুর এলাকায় ঘুরে বেরাচ্ছিল তারা । অভিযোগ, ওই যুবতি বাড়ি ছেড়ে দেওয়ার চাপ দিতেই তাকে মারধর শুরু করে অমিতাভ । সেই সময় সাহায্যের জন্য চিৎকার শুরু করে সে । তাঁর চিৎকার শুনে ওই দম্পতি তাকে রক্ষা করতে এগিয়ে এলে অমিতাভ তাকে রাস্তায় থেকে ফেলে পালিয়ে যায় ।

দেখুন ঘটনার সময়ের CCTV ফুটেজ

ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ । ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: রাতের শহরে প্রাণের ঝুঁকি নিয়ে শ্লীলতাহানির হাত থেকে যুবতিকে রক্ষা করে সাহসিকতার নজির গড়লেন দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক দম্পতি । তবে যুবতিকে বাঁচাতে গিয়ে আহত হলেন উদ্ধারকারী মহিলা ৷ গাড়ি দিয়ে তাঁর পা পিষে পালাল অভিযুক্ত ।

শনিবার রাতে আত্মীয়র বাড়ি থেকে গাড়ি করে ফিরছিলেন আনন্দপুরের দম্পতি নীলাঞ্জনা চাটার্জি এবং দীপ শতপতি । সেই সময় রাস্তায় অন্য একটি গাড়ি থেকে এক যুবতির বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান তাঁরা । দেখেন, গাড়ির চালক ওই যুবতির সঙ্গে অভব্য আচরণ করছেন । সেই সময় ওই যুবতিকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েন ওই দম্পতি । তাঁদের দেখে যুবতিকে গাড়ি থেকে বের করে দিয়ে পালায় ওই যুবক । পালানোর সময় গাড়ির চাকায় নীলাঞ্জনাদেবীর পা পিষে দিয়ে চলে যায় অভিযুক্ত । ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই মহিলা ।

মহিলার স্বামী দীপ শতপতি জানিয়েছেন, "ঘটনাটির পরেই তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন । খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ । এরপর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রীকে ভরতি করা হয় । সেখানে স্ত্রীর অস্ত্রোপচার হয় ।"

পুলিশ সূত্রে খবর, থানায় ওই যুবতি জানিয়েছেন, তিনি পেশায় ব্যাঙ্ক কর্মী । কয়েক মাস আগে সোশাল মিডিয়ায় তার সঙ্গে আলাপ হয় এক যুবকের । তার নাম অমিতাভ বসু । বাড়ি পঞ্চসায়র থানা এলাকায় । ধীরে ধীরে তাদের পরিচয় ক্রমশ গাঢ় হয় । সেই সূত্র ধরে গতকাল সন্ধ্যায় প্রথম অমিতাভর সঙ্গে দেখা করতে যান ওই যুবতি । এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হয় । যুবতি বুঝতে পারেন তার বাড়ি ফেরা প্রয়োজন । তবে রাত বারোটা বেজে গেলেও যুবতিকে বাড়ি ছাড়তে চায়নি অমিতাভ । গাড়ি করেই আনন্দপুর এলাকায় ঘুরে বেরাচ্ছিল তারা । অভিযোগ, ওই যুবতি বাড়ি ছেড়ে দেওয়ার চাপ দিতেই তাকে মারধর শুরু করে অমিতাভ । সেই সময় সাহায্যের জন্য চিৎকার শুরু করে সে । তাঁর চিৎকার শুনে ওই দম্পতি তাকে রক্ষা করতে এগিয়ে এলে অমিতাভ তাকে রাস্তায় থেকে ফেলে পালিয়ে যায় ।

দেখুন ঘটনার সময়ের CCTV ফুটেজ

ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ । ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Last Updated : Sep 6, 2020, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.