কলকাতা, 22 জুন: নচিকেতাকে ধন্যবাদ । সাহস করে, মনে জোর রেখে গানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভালো লাগছে । "কাটমানি" ইশুতে নচিকেতার গান প্রসঙ্গে মন্তব্য করলেন BJP নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
সম্প্রতি দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "কাটমানি" ফেরত দেওয়ার নির্দেশ দেন । যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি । এই পরিস্থিতিতে "কাটমানি" ইশুতে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে গান বেঁধেছেন নচিকেতা । শিল্পীর এই গানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন BJP সাংসদ লকেট চক্রবর্তী । লকেট বলেন, " ধন্যবাদ জানাব ! সত্যিটাকে গানের মাধ্যমে প্রকাশ করার জন্য । যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সেটা সবসময় ভালো লাগে । মানুষও তাঁদের সম্মান দেন । নচিদাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা । মনে জোর রেখে, বুকে সাহস রেখে আজকে শাসকদলের সঙ্গে থেকেও তাদের অন্যায়গুলোকে মানুষের তাদের সামনে তুলে ধরেছেন গানের মাধ্যমে । "
পাশাপাশি লকেট বলেন, "বাবুলের গানের জন্য যেভাবে শাসকদল কমিশনের দ্বারস্থ হয়েছিল গানটি বন্ধ করার জন্য, নচিকেতার গান নিয়ে যেন সেরকম না হয় ।"
এই সংক্রান্ত আরও খবর পড়ুন : নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে
অন্যদিকে, BJP নেতা রাহুল সিনহা বলেন, "এতদিন ওই শিল্পী ওদের (শাসক দল) মনমতো গান বানিয়েছেন । যদি এখন কাটমানি প্রসঙ্গে গান বানিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন, তাহলে শিল্পীর কিছু পাপ খণ্ডন হবে । "