ETV Bharat / city

দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে স্ট্র্যান্ড রোডের আগুন - স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন

বুধবার সকালে স্ট্র্যান্ড রোডের গিলান্ডার হাউজ়ের পাশের বহুতলে আগুন লাগে । কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় । দ্রুত বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় ।

terrible-fire-on-multi-storied-building-in-strand-road
terrible-fire-on-multi-storied-building-in-strand-road
author img

By

Published : Mar 31, 2021, 9:56 AM IST

Updated : Mar 31, 2021, 12:26 PM IST

কলকাতা, 31 মার্চ: ফের শহরে অগ্নিকাণ্ড । সাতসকালে স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন ৷ ওই বহুতলে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ তার একটি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা ৷ তারাই দমকলে খবরে দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন ৷ হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷

ফের স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন...

বুধবার সকালে স্ট্র্যান্ড রোডের গিলান্ডার হাউজ়ের পাশের বহুতলে আগুন লাগে । কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় । দ্রুত বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে । আগুন লাগার সময়ে ভিতরে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী । তাঁদেরকে বার করে আনা সম্ভব হয়েছে । তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ।

আরও পড়ুন: কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন

কিছুদিন আগে স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে মৃত্যু হয় 9 জনের । মৃতদের মধ্যে ছিলেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের 4 কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর একজন ।

কলকাতা, 31 মার্চ: ফের শহরে অগ্নিকাণ্ড । সাতসকালে স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন ৷ ওই বহুতলে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ তার একটি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা ৷ তারাই দমকলে খবরে দেন ৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন ৷ হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷

ফের স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন...

বুধবার সকালে স্ট্র্যান্ড রোডের গিলান্ডার হাউজ়ের পাশের বহুতলে আগুন লাগে । কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায় । দ্রুত বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে । আগুন লাগার সময়ে ভিতরে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী । তাঁদেরকে বার করে আনা সম্ভব হয়েছে । তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ।

আরও পড়ুন: কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন

কিছুদিন আগে স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে মৃত্যু হয় 9 জনের । মৃতদের মধ্যে ছিলেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের 4 কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর একজন ।

Last Updated : Mar 31, 2021, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.