কলকাতা, 22 জুলাই : কে বলে, এ শহরে প্রাণ নেই ? কে বলে, কেউ কারোর পাশে দাঁড়ায় না ? পাশে দাঁড়ায় বইকি । দরকারে বাড়িয়ে দেয় সাহায্যের হাত । কারণ, আজও যে তিলোত্তমার বুকে বেঁচে আছেন মহম্মদ শাহিদের মতো মানুষ ।
মহম্মদ শাহিদ । পেশায় ট্যাক্সিচালক । গতকাল বিকেলে তাঁর ট্যাক্সিতে ওঠেন মসিউর রহমান । যাদবপুরের অরবিন্দ নগরে বাড়ি মসিউরের । গতকাল মুকুন্দপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে তিনি ট্যাক্সিতে চড়েছিলেন । নেমেছিলেন সাউথ সিটির উলটোদিকে । ভুল করে ফেলে এসেছিলেন একটি ব্যাকপ্যাক । তাতে ছিল চিকিৎসা সংক্রান্ত জরুরি কাগজপত্র ও কিছু সোনার গয়না । শুরু হয় খোঁজ । পরে অভিযোগ লেখাতে লেক থানায় যান মসিউর ।
এদিকে, ট্যাক্সিতে ব্যাকপ্যাকের অস্তিত্ব বুঝেই তা নিয়ে এন্টালি থানায় হাজির হন শাহিদ । খুলে বলেন গোটা ঘটনা । এন্টালি থানা থেকে অন্যান্য থানায় ফোন যায় । লেক থানার পুলিশ জানায়, মসিউর নামে এক ব্যক্তি ওই ব্যাকপ্যাক ভুলে ফেলে এসেছেন । মসিউরকে পাঠানো হয় এন্টালি থানায় । নিজের জিনিস ফিরে পান তিনি । খুশি হয়ে, শাহিদকে মিষ্টি খাওয়ার টাকা দিতে যান ।
আলো-আঁধারি পথে ততক্ষণে ট্যাক্সিতে স্টার্ট দিয়েছেন শাহিদ । মিষ্টির টাকা না নিয়েই বেরিয়ে যান পরের সওয়ারির সন্ধানে । পরিবারের মুখে "নাস্তা" তুলে দিতে হবে যে !