কলকাতা, 22 জানুয়ারি :বেসরকারি বাস-মিনি বাসের মতই দাবি পূরণে আন্দোলনের পথে হাঁটতে চলেছে হলুদ ট্যাক্সি সংগঠন। 28 জানুয়ারি থেকে 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি সংগঠনগুলি।
কয়েক দফা দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বেসরকারি বাস মালিকরা। তাই 28, 29 ও 30 জানুয়ারি রাজ্যজুড়ে বেসরকারি বাস ও মিনিবাস 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এবার সেই পথেই পা বাড়াল ট্যাক্সি সংগঠনগুলিও । বর্তমানে জ্বালানির দাম যে জায়গায় গিয়ে ঠেকেছে তার ফলে 30 টাকা ফার্স্ট ডাউনে আর ট্যাক্সি চালানো বলে সম্ভব হয়েছে না বলে সাফ জানিয়ে দিলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ। তিনি বলেন , "আমরা আমাদের সমস্যার কথা বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। এমনকী শুভেন্দু অধিকারী যখন পরিবহনমন্ত্রী ছিলেন তখন তাঁর সঙ্গে দেখা করেও আমাদের সমস্যার কথা বলেছি। সংগঠনের তরফে বারবার চিঠি ও ডেপুটেশন দেওয়া হয়েছে । তবে আমাদের সমস্যার দিকে কেউ নজর করেনি । তাই বাস ও মিনিবাসের সঙ্গে একই দিন থেকে 72 ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে যদি সরকারের তরফে কোনওরকম ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকব।" তিনি আরও বলেন, "বহু দিন ট্যাক্সি এই একই ভাড়ায় পরিষেবা দিয়ে আসছে । লকডাউনের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। পাশাপাশি সংক্রমণের ভয় মানুষজন তেমন আর রাস্তায় বের হচ্ছে না । বন্ধ স্কুল ও কলেজ। অধিকাংশ মানুষ বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করছেন। তাই আমাদের যাত্রী প্রায় হচ্ছেই না। অন্যদিকে বেড়েছে যন্ত্রাংশের দাম। তাই এতগুলো দিক একসঙ্গে সামলে ট্যাক্সি চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই আমরা ফার্স্ট ডাউন 30 টাকা থেকে 50 টাকা করার আর্জি জানিয়েছিলাম।" ধর্মঘটের দিনগুলিতে রাজ্যজুড়ে চলবে না প্রায় 17 হাজার হলুদ ট্যাক্সি। তাই বলাইবাহুল্য যে এর ফলে বাস, মিনিবাস ও ট্যাক্সি বন্ধ থাকলে নাকাল হতে হবে সাধারণ মানুষকেই।