কলকাতা, 20 জুন : রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে স্থলাভিষিক্ত করার জন্য আচার্য বিল ইতিমধ্যেই পাস হয়েছে বিধানসভায় । একই সঙ্গে ইতিমধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে আনতে বিল পাস হয়েছে । আর এবার সেই তালিকায় নবতম সংযোজন হল ট্যাক্সেশন ট্রাইব্যুনাল । এবার ট্যাক্সেশন ট্রাইবুনালের নিয়োগ থেকেও রাজ্যপালকে সরাতে সোমবার বিধানসভায় পাস হল ‘পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিল 2022’ (Taxation Tribunal Bill Passed in Bengal Assembly) ।
কিন্তু এই বিলও পাস হল বিরোধী শূন্য বিধানসভায় ৷ সাসপেন্ড থাকায় আগের দু’টি বিল পেশের সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ সাসপেনশন উঠে যাওয়ার পর এদিনই প্রথম বিধানসভায় হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর জন্য এই বিলের উপর বলার জন্য সময় বরাদ্দ করা হয়েছিল ৷
কিন্তু তিনি বিষয়টি বিচারাধীন বলে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ৷ আর বিলটি পরে আলোচনা করার প্রস্তাব দেন ৷ প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সাহায্য নেওয়ার পরামর্শও দেন তিনি ৷ তখন অধ্যক্ষ জানান, এই বিষয়ে মন্ত্রী জবাব দেবেন ৷ তখন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Bengal Minister Chandrima Bhattacharjee) জানান, এই ধরনের আপত্তি প্রস্তাবের সময় কার্যকরী ৷ আইনসভায় বিল পাসের সময় আলোচনায় বাধা নেই ৷ কিন্তু শুভেন্দু নিজের দাবিতে অনড় থাকেন ৷ বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা ঠিক নয় বলে জানিয়ে পরিষদীয় বিধায়কদের নিয়ে ওয়াকআউট করেন ৷ তার পর বিরোধীশূন্য অবস্থায় বিল পাস হয় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, এতদিন অর্থ দফতরের নিয়ন্ত্রণে থাকা ট্যাক্সেশন ট্রাইবুনালের দুই শীর্ষপদ চেয়ারম্যান ও জুডিসিয়াল মেম্বারের নিয়োগের দায়িত্ব ছিল রাজ্যপালের হাতে । এই বিল পাস হওয়ার সেই দায়িত্ব পাচ্ছেন রাজ্যের প্রধান বিচারপতি ও রাজ্য সরকার । উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন দফতরের নানাবিধ কর সংক্রান্ত বিতর্কের জেরে রুজু হওয়া যাবতীয় অভিযোগ তথা মামলার নিষ্পত্তি করার প্রাথমিক দায়িত্ব এই ট্রাইব্যুনালের ।
প্রসঙ্গত, দীর্ঘ বহু মাস ধরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি ফাঁকা রয়েছে । খানিকটা আচমকাভাবেই গত 12 মে রাজ্যপাল বর্তমান আইন মোতাবেক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই পদে নিয়োগের কাজ সেরে ফেলেন । অবসরপ্রাপ্ত বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীকে এই পদে নিয়োগ করে মুখ্যসচিবকে এব্যাপারে নোটিফিকেশন জারি করতে বলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) । কিন্তু সময়মতো তা না করার অভিযোগে তিনি মুখ্যসচিবকে সতর্কও করেন । তবে শনিবারই অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থ সেই মর্মে নোটিফিকেশন জারি করেছেন । এই আবহে ওই বিলে তাঁর সই করা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে সকলের ।
তবে নবান্নের তরফে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে ট্রাইব্যুনালের টেকনিক্যাল মেম্বার পদটিও দীর্ঘদিন ধরে খালি রয়েছে । পাশাপাশি চেয়ারম্যান-সহ ট্রাইব্যুনালের সদস্যদের সংশ্লিষ্ট পদ থেকে সরানোর ব্যাপারেও চলতি নিয়ম বদল করতে আইন সংশোধন করতে চাইছে রাজ্য বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Mamata Slams Suvendu : দাদামণি বলছে 17 হাজার লোকের চাকরি খাবে, শুভেন্দুকে আক্রমণ মমতার