কলকাতা, 23 নভেম্বর : টালার জলের মূল পাইপ ফেটেছে । তাই শনিবার উত্তর কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকালে জল দেওয়ার পর পরিষেবা সারাদিনের জন্য বন্ধ থাকবে। রবিবার সকালের পর থেকে আবার শুরু হবে জল সরবরাহ । শনিবার এই পাইপ লাইনে মেরামতি কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, R G করে রেললাইনের পাশে মূল জলের পাইপটি ফাটল ধরেছে । এর আগে সেখানে পাইপলাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটেছে । সাময়িকভাবে মেরামতির কাজ করা হয়েছিল। কিন্তু আজ আবার পাইপ লাইনটি ফেটে গিয়ে R G কর হাসপাতাল ও সংলগ্ন এলাকা জলে ভেসে যায় । তাই এবার স্থায়ীভাবে মেরামতি করার জন্য আগামী শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে।
R G কর হাসপাতালের পেছনে রেললাইনের কাছে টালার মূল জলের পাইপটি রয়েছে ৷ ফাটলের জেরে প্লাবিত হয়ে গিয়ে R G কর হাসপাতালের এমারজেন্সি বিভাগের সামন জল থৈ থৈ অবস্থা। রেললাইনও জলে ভেসে গেছে । ফলে রেললাইনের ধারে বস্তির ভেতরে জল ঢুকে গিয়েছে । 64 ইঞ্চি বিগ ডায়া পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের জল বিভাগের ইঞ্জিনিয়ররা । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী শনিবার টালা জল সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার সকালের মধ্যে কাজ শেষ হয়ে গেলে আবার জল সরবরাহ স্বাভাবিক করা হবে। আগামী শনিবার উত্তর কলকাতায় 24 ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে।
উত্তর কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার
R G কর হাসপাতালের পেছনে রেললাইনের কাছে টালার মূল জলের পাইপটি রয়েছে ৷ ফাটলের জেরে প্লাবিত হয়ে গিয়ে R G কর হাসপাতালের এমারজেন্সি বিভাগের সামন জল থৈ থৈ অবস্থা। রেললাইনও জলে ভেসে গেছে । ফলে রেললাইনের ধারে বস্তির ভেতরে জল ঢুকে গিয়েছে । 64 ইঞ্চি বিগ ডায়া পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের জল বিভাগের ইঞ্জিনিয়াররা ।
কলকাতা, 23 নভেম্বর : টালার জলের মূল পাইপ ফেটেছে । তাই শনিবার উত্তর কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকালে জল দেওয়ার পর পরিষেবা সারাদিনের জন্য বন্ধ থাকবে। রবিবার সকালের পর থেকে আবার শুরু হবে জল সরবরাহ । শনিবার এই পাইপ লাইনে মেরামতি কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, R G করে রেললাইনের পাশে মূল জলের পাইপটি ফাটল ধরেছে । এর আগে সেখানে পাইপলাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটেছে । সাময়িকভাবে মেরামতির কাজ করা হয়েছিল। কিন্তু আজ আবার পাইপ লাইনটি ফেটে গিয়ে R G কর হাসপাতাল ও সংলগ্ন এলাকা জলে ভেসে যায় । তাই এবার স্থায়ীভাবে মেরামতি করার জন্য আগামী শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে।
R G কর হাসপাতালের পেছনে রেললাইনের কাছে টালার মূল জলের পাইপটি রয়েছে ৷ ফাটলের জেরে প্লাবিত হয়ে গিয়ে R G কর হাসপাতালের এমারজেন্সি বিভাগের সামন জল থৈ থৈ অবস্থা। রেললাইনও জলে ভেসে গেছে । ফলে রেললাইনের ধারে বস্তির ভেতরে জল ঢুকে গিয়েছে । 64 ইঞ্চি বিগ ডায়া পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের জল বিভাগের ইঞ্জিনিয়ররা । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী শনিবার টালা জল সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার সকালের মধ্যে কাজ শেষ হয়ে গেলে আবার জল সরবরাহ স্বাভাবিক করা হবে। আগামী শনিবার উত্তর কলকাতায় 24 ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে।