ETV Bharat / city

কাল বন্ধ হচ্ছে না টালা ব্রিজ, বৈঠক করল রাজ্য ও রেল - Kolkata Traffic Police

টালা ব্রিজ বন্ধের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ৷ কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, এখনও এই সংক্রান্ত কোনও নির্দেশিকা পাঠানো হয়নি ৷

Tala Bridge update
ফাইল ছবি
author img

By

Published : Jan 2, 2020, 7:50 PM IST

Updated : Jan 2, 2020, 9:26 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : আজ কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তরে টালা ব্রিজ নিয়ে বৈঠক হয় । পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । এছাড়া ছিলেন পূর্ত দপ্তরের সচিব নবীন প্রকাশ ও RITES-এর বিশেষজ্ঞরা ৷ তবে টালা ব্রিজ কাল থেকেই বন্ধ হচ্ছে কি না, তা নিয়ে এখনও কলকাতা ট্রাফিক পুলিশকে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি বলে জানান যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে ৷

আগে জানানো হয়েছিল, 3 জানুয়ারি থেকে টালা ব্রিজে বন্ধ হবে যান চলাচল । রবিবার অর্থাৎ 4 জানুয়ারি থেকে শুরু হবে সেতু ভাঙার কাজ । তার আগে আজ পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব । তবে আগামীকাল থেকে সেতু বন্ধ হবে কি না, তা নিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি ।

আজকের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় । তার মধ্যে অন্যতম হল যৌথ টাস্ক ফোর্স গঠন । সেতু তৈরির বিষয়টি দেখভাল করবে টাস্ক ফোর্স । টালা ব্রিজ বন্ধ হলে সেখানে যান জট এড়াতে লেভেল ক্রসিং তৈরির জন্য রেলের কাছে আবেদন করেছে রাজ্য । এজন্য খরচ হবে 14 কোটি টাকা । তবে লেভেল ক্রসিং তৈরির জন্য রাজ্যকে পুরো টাকা দিতে বলেছে রেল । রেলের সেই শর্তে রাজি হয়েছে রাজ্য । লেভেল ক্রসিং-এর পাশাপাশি টালা ব্রিজের দুই পাশ দিয়ে বিকল্প রাস্তাও তৈরির পরিকল্পনা রয়েছে । কারণ রাজ্যের তরফে জানানো হয়েছে, ওই লেভেল ক্রসিং 45 সেকেণ্ড বন্ধ থাকলে প্রায় দেড় কিমি জুড়ে যানজট হবে ৷

উল্লেখ্য, ইতিমধ্যে টালা ব্রিজ মেরামতির জেরে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির কিছু রাস্তায় বাসের রুট বদল হয়েছে ‌। 41 টি বাস নতুন রুটে যাতায়াত করবে ।

কলকাতা, 2 জানুয়ারি : আজ কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তরে টালা ব্রিজ নিয়ে বৈঠক হয় । পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । এছাড়া ছিলেন পূর্ত দপ্তরের সচিব নবীন প্রকাশ ও RITES-এর বিশেষজ্ঞরা ৷ তবে টালা ব্রিজ কাল থেকেই বন্ধ হচ্ছে কি না, তা নিয়ে এখনও কলকাতা ট্রাফিক পুলিশকে কোনও নির্দেশিকা পাঠানো হয়নি বলে জানান যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে ৷

আগে জানানো হয়েছিল, 3 জানুয়ারি থেকে টালা ব্রিজে বন্ধ হবে যান চলাচল । রবিবার অর্থাৎ 4 জানুয়ারি থেকে শুরু হবে সেতু ভাঙার কাজ । তার আগে আজ পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব । তবে আগামীকাল থেকে সেতু বন্ধ হবে কি না, তা নিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি ।

আজকের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় । তার মধ্যে অন্যতম হল যৌথ টাস্ক ফোর্স গঠন । সেতু তৈরির বিষয়টি দেখভাল করবে টাস্ক ফোর্স । টালা ব্রিজ বন্ধ হলে সেখানে যান জট এড়াতে লেভেল ক্রসিং তৈরির জন্য রেলের কাছে আবেদন করেছে রাজ্য । এজন্য খরচ হবে 14 কোটি টাকা । তবে লেভেল ক্রসিং তৈরির জন্য রাজ্যকে পুরো টাকা দিতে বলেছে রেল । রেলের সেই শর্তে রাজি হয়েছে রাজ্য । লেভেল ক্রসিং-এর পাশাপাশি টালা ব্রিজের দুই পাশ দিয়ে বিকল্প রাস্তাও তৈরির পরিকল্পনা রয়েছে । কারণ রাজ্যের তরফে জানানো হয়েছে, ওই লেভেল ক্রসিং 45 সেকেণ্ড বন্ধ থাকলে প্রায় দেড় কিমি জুড়ে যানজট হবে ৷

উল্লেখ্য, ইতিমধ্যে টালা ব্রিজ মেরামতির জেরে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির কিছু রাস্তায় বাসের রুট বদল হয়েছে ‌। 41 টি বাস নতুন রুটে যাতায়াত করবে ।

Intro:কলকাতা, ২ জানুয়ারি : টালা ব্রিজ নিয়ে রেল এবং রাজ্য সরকারের যৌথ টাস্কফোর্স গঠন হবে। রাজ্যের অর্থে তৈরি হবে লেবেল ক্রসিং। আজ পুর্ব রেলের কলকাতার সদর কার্যালয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের বৈঠক হয়। বিশেষ এই বৈঠক থেকে এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে খবর।


Body:আগামী কাল থেকে টালা ব্রিজ বন্ধ হবে যান চলাচল। রবিবার থেকে শুরু হবে সেতু ভাঙার কাজ। তার আগে আজ রেল কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। অন্যান্যদের মধ্যে ছিলেন পূর্ত দপ্তরের সচিব এবং রাইটসের বিশেষজ্ঞরা। রেলের সদর দপ্তরে দু' পক্ষের বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেতু ভাঙার পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেই সূত্রের খবর। টালা ব্রিজ নিয়ে রেল এবং রাজ্য সরকারের যৌথ টাস্কফোর্স গঠন হবে। যান জট এড়াতে একটি লেবেল ক্রসিং গড়ার জন্য রেলকে আবেদন জানিয়েছে রাজ‍্য। খরচ হবে মোট ১৪ কোটি টাকা। জানা গেছে, রেল কর্তৃপক্ষ রাজ‍্যকে জানিয়েছে সম্পূর্ণ টাকা খরচ করতে। রেলের স্বর্তে রাজি হয় রাজ‍্য। ইতিমধ্যেই টালা ব্রিজ মেরামতির জেরে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির ট্রাফিক রুট বদল হয়েছে‌। মোট ৪১ টি বাস রুট নতুন পরিবর্তিত পথে যাওয়া আসা করবে। টালা ব্রিজ ভাঙার আগে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে রেল ও রাজ‍্য লেভেল ক্রসিং সহ বেশ কিছু বিষয় নিয়ে সমজোথায় এল।


Conclusion:
Last Updated : Jan 2, 2020, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.