ETV Bharat / city

নিরাপত্তার অভাব বোধ করছেন, পুলিশি নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু - পুলিশি নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারী

আদালতকে আবেদনপত্রে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা জনসভায় নিরাপত্তা দিতে পারে না । এটা রাজ্যের দায়িত্ব । অন্যদিকে, তাঁর কনভয় আটকানো প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে । বেশ কয়েকবার রাস্তায় তাঁর কনভয়ে আক্রমণ হয়েছে।

suvendu-adhikary-filed-a-case-in-kolkata-high-court-seeking-police-protection
suvendu-adhikary-filed-a-case-in-kolkata-high-court-seeking-police-protection
author img

By

Published : Jan 13, 2021, 4:37 PM IST

Updated : Jan 13, 2021, 7:15 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : পুলিশি নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি ৷ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এর পর থেকে নিজের জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন । সভা সমাবেশে অংশগ্রহণ করলেও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি, মামলার আবেদনপত্রে একথাই জানানো হয়েছে ৷

আরও পড়ুন: বিজেপিকে জেতাতে বাম-কংগ্রেসের ভোট চাইলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, 19 ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে আক্রমণের চেষ্টা হচ্ছে । যদিও গত 4 জানুয়ারি জুট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, কেন্দ্র জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে, তথাপি আইন-শৃঙ্খলা একান্তভাবেই রাজ্যের বিষয় । শুভেন্দুর মতে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সামঞ্জস্যের অভাব দেখা দিচ্ছে । আবেদনপত্রে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা জনসভায় নিরাপত্তা দিতে পারে না । এটা রাজ্যের দায়িত্ব । অন্যদিকে, তাঁর কনভয় আটকানো প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে । বেশ কয়েকবার রাস্তায় তাঁর কনভয়ে আক্রমণ করা হয়েছে। গত 9 তারিখে তাঁর নন্দীগ্রামের অফিস ভাঙচুর করা হয়েছে ৷ যদিও লোকাল পুলিশ তেমন কিছুই করেনি। এই পরিস্থিতিতে আদালতের কাছে পুলিশি নিরাপত্তার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।

আগামী 15 জানুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 13 জানুয়ারি : পুলিশি নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি ৷ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এর পর থেকে নিজের জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন । সভা সমাবেশে অংশগ্রহণ করলেও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি, মামলার আবেদনপত্রে একথাই জানানো হয়েছে ৷

আরও পড়ুন: বিজেপিকে জেতাতে বাম-কংগ্রেসের ভোট চাইলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, 19 ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে আক্রমণের চেষ্টা হচ্ছে । যদিও গত 4 জানুয়ারি জুট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, কেন্দ্র জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে, তথাপি আইন-শৃঙ্খলা একান্তভাবেই রাজ্যের বিষয় । শুভেন্দুর মতে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সামঞ্জস্যের অভাব দেখা দিচ্ছে । আবেদনপত্রে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা জনসভায় নিরাপত্তা দিতে পারে না । এটা রাজ্যের দায়িত্ব । অন্যদিকে, তাঁর কনভয় আটকানো প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে । বেশ কয়েকবার রাস্তায় তাঁর কনভয়ে আক্রমণ করা হয়েছে। গত 9 তারিখে তাঁর নন্দীগ্রামের অফিস ভাঙচুর করা হয়েছে ৷ যদিও লোকাল পুলিশ তেমন কিছুই করেনি। এই পরিস্থিতিতে আদালতের কাছে পুলিশি নিরাপত্তার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।

আগামী 15 জানুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

Last Updated : Jan 13, 2021, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.