ETV Bharat / city

Suvendu Walkout from Assembly: বিধানসভায় অগ্নিপথের সমালোচনায় সরব মমতা, ওয়াকআউট শুভেন্দুর

author img

By

Published : Jun 20, 2022, 1:48 PM IST

Updated : Jun 20, 2022, 3:09 PM IST

বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Walkout from Assembly During CM Speech) ৷ মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন তিনি এবং অন্যান্য বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন ৷

Suvendu Adhikari Walkout from Assembly During CM Speech
Suvendu Adhikari Walkout from Assembly During CM Speech

কলকাতা, 20 জুন: বিধানসভায় অগ্নিপথের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Agnipath protest)৷ অভিযোগ করলেন, ‘‘কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প সেনার নয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রক এর ঘোষণা করেছে ৷’’ মমতার অভিযোগ, যুবসমাজকে বন্দুক চালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে ৷ এ দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী বেলডাঙা, উলুবেড়িয়ার অশান্তির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তাঁর আরও (Suvendu Adhikari Walkout from Assembly During CM Speech) অভিযোগ, বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন মমতা ৷ শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ‘‘এসএসসি’র দুর্নীতি মামলায় চাকরি খোয়ানো শিক্ষকদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠিয়ে ঘেরাও করানো হবে ৷’’ প্রসঙ্গত, এ দিন অগ্নিপথ ইস্যুতে বেকারত্ব প্রসঙ্গটি বিধানসভায় তোলেন মুখ্যমন্ত্রী ৷ আর সেই প্রসঙ্গেই রাজ্যের এসএসসি-র চাকরি খোয়ানো বেকারদের বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়িতে পাঠানোর কথা বলেন মমতা ৷

মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, অগ্নিপথ সেনার কোনও প্রকল্প নয় ৷ এটি স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা ৷ মমতার অভিযোগ, 24-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে 4 বছরের জন্য সেনায় নিয়োগ হচ্ছে ৷ দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে বিজেপি ৷ অভিযোগ করেন, চার বছর পর বেকার হয়ে ঘুরতে হবে সবাইকে ৷ কিন্তু, তাঁদের কোনও ভবিষ্যৎ নেই ৷ শুধু বন্দুক চালানোর লাইসেন্স পাইয়ে দেওয়া হচ্ছে ৷ এর পরেই বিধানসভায় শোরগোল শুরু করেন শুভেন্দু-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন: Agnipath Scheme Protest : অগ্নিপথ বিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর

এই বেকারত্ব ইস্যুতে হট্টগোলের মাঝেই এসএসসি প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি দুর্নীতিতে মামলার প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷ অভিযোগ করেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ৷ একজন বিজেপি নেতা বলছেন, এসএসসি’র 17 হাজার শিক্ষকের চাকরি যাবে ৷ 17 হাজারের চাকরি গেলে বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়িতে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে ৷’’

আরও পড়ুন: Agnipath Scheme Protests: ‘অগ্নিপথ’ প্রতিবাদে আজ ভারত বনধ, দিল্লি-সহ সব রাজ্যে বাড়তি নিরাপত্তা

এ দিন নাম না করেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা ৷ অভিযোগ করেন, চাকরির দাবিতে কোর্টে যায় না বিজেপি ৷ রাজ্যে বেকারত্বের সংখ্যা বাড়াতে মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রসঙ্গেই, মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে বলেন, সরকার জানে কে পুরুলিয়ার চাকরি পূর্ব মেদিনীপুরে নিয়ে গিয়েছে ৷ অর্থাৎ, পুরুলিয়া জেলার মানুষকে বঞ্চিত করে, সেখানকার চাকরি অন্য জেলার লোকজনদের পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা ৷

এর পরেই অবিশেন কক্ষ ছেড়ে বেরিয়ে যান শুভেন্দু এবং অন্যান্য বিধায়করা ৷ বাইরে বেরিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বেলডাঙা, উলুবেড়িয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ৷ শুভেন্দু অভিযোগ করেন, এসএসসি দুর্নীতিতে চাকরি খোয়ানোদের দিয়ে বিজেপি বিধায়কদের বাড়ি ঘেরাও করার কথা বলছেন মমতা ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ শুভেন্দুর ৷

কলকাতা, 20 জুন: বিধানসভায় অগ্নিপথের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Agnipath protest)৷ অভিযোগ করলেন, ‘‘কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প সেনার নয় ৷ স্বরাষ্ট্র মন্ত্রক এর ঘোষণা করেছে ৷’’ মমতার অভিযোগ, যুবসমাজকে বন্দুক চালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে ৷ এ দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী বেলডাঙা, উলুবেড়িয়ার অশান্তির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তাঁর আরও (Suvendu Adhikari Walkout from Assembly During CM Speech) অভিযোগ, বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন মমতা ৷ শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ‘‘এসএসসি’র দুর্নীতি মামলায় চাকরি খোয়ানো শিক্ষকদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠিয়ে ঘেরাও করানো হবে ৷’’ প্রসঙ্গত, এ দিন অগ্নিপথ ইস্যুতে বেকারত্ব প্রসঙ্গটি বিধানসভায় তোলেন মুখ্যমন্ত্রী ৷ আর সেই প্রসঙ্গেই রাজ্যের এসএসসি-র চাকরি খোয়ানো বেকারদের বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়িতে পাঠানোর কথা বলেন মমতা ৷

মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, অগ্নিপথ সেনার কোনও প্রকল্প নয় ৷ এটি স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা ৷ মমতার অভিযোগ, 24-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে 4 বছরের জন্য সেনায় নিয়োগ হচ্ছে ৷ দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে বিজেপি ৷ অভিযোগ করেন, চার বছর পর বেকার হয়ে ঘুরতে হবে সবাইকে ৷ কিন্তু, তাঁদের কোনও ভবিষ্যৎ নেই ৷ শুধু বন্দুক চালানোর লাইসেন্স পাইয়ে দেওয়া হচ্ছে ৷ এর পরেই বিধানসভায় শোরগোল শুরু করেন শুভেন্দু-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন: Agnipath Scheme Protest : অগ্নিপথ বিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর

এই বেকারত্ব ইস্যুতে হট্টগোলের মাঝেই এসএসসি প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি দুর্নীতিতে মামলার প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷ অভিযোগ করেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ৷ একজন বিজেপি নেতা বলছেন, এসএসসি’র 17 হাজার শিক্ষকের চাকরি যাবে ৷ 17 হাজারের চাকরি গেলে বিজেপি বিধায়ক এবং সাংসদদের বাড়িতে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে ৷’’

আরও পড়ুন: Agnipath Scheme Protests: ‘অগ্নিপথ’ প্রতিবাদে আজ ভারত বনধ, দিল্লি-সহ সব রাজ্যে বাড়তি নিরাপত্তা

এ দিন নাম না করেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা ৷ অভিযোগ করেন, চাকরির দাবিতে কোর্টে যায় না বিজেপি ৷ রাজ্যে বেকারত্বের সংখ্যা বাড়াতে মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রসঙ্গেই, মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে বলেন, সরকার জানে কে পুরুলিয়ার চাকরি পূর্ব মেদিনীপুরে নিয়ে গিয়েছে ৷ অর্থাৎ, পুরুলিয়া জেলার মানুষকে বঞ্চিত করে, সেখানকার চাকরি অন্য জেলার লোকজনদের পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা ৷

এর পরেই অবিশেন কক্ষ ছেড়ে বেরিয়ে যান শুভেন্দু এবং অন্যান্য বিধায়করা ৷ বাইরে বেরিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বেলডাঙা, উলুবেড়িয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ৷ শুভেন্দু অভিযোগ করেন, এসএসসি দুর্নীতিতে চাকরি খোয়ানোদের দিয়ে বিজেপি বিধায়কদের বাড়ি ঘেরাও করার কথা বলছেন মমতা ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ শুভেন্দুর ৷

Last Updated : Jun 20, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.