ETV Bharat / city

Suvendu-Mamata : রাজ্যসভায় বহিরাগতদের পাঠাচ্ছেন বাংলার মেয়ে, কটাক্ষ শুভেন্দুর

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

suvendu adhikari slams mamata banerjee on rajyasabha by poll tmc candidate issue
Suvendu-Mamata : রাজ্যসভায় বহিরাগতদের পাঠাচ্ছেন বাংলার মেয়ে, কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Nov 13, 2021, 7:54 PM IST

কলকাতা, 13 নভেম্বর : রাজ্যসভার উপনির্বাচনে (Rajyasabha Bye Election) তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করতেই, তা নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনগুলিকে ‘বহিরাগতদের’ হাতে তুলে দেওয়া হচ্ছে ৷

এদিন তৃণমূলের (Trinamool Congress) তরফে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই টুইটে পালটা সরব হন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ তবে সেখানে তিনি মমতার নাম লেখেননি ৷ বরং যে স্লোগানে ভর করে মুখ্যমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক করেছেন মমতা, সেই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ থেকে ‘বাংলার মেয়ে’ শব্দ দু’টি ব্যবহার করেছেন টুইটে ৷

আরও পড়ুন : Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

প্রসঙ্গত, শনিবার রাজ্যসভার উপনির্বাচনের জন্য গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর (Luizinho Faleiro) নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ এর আগে অসমের সুস্মিতা দেবকেও (Sushmita Dev) পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল ৷ শুভেন্দু এদিন এই দু’জনের নাম ব্যবহার করে প্রশ্ন তুলেছেন, ‘‘এই বঞ্চনার বিরুদ্ধে কেন বাঙালি আওয়াজ তুলবে না ?’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘এই নেতারা তৃণমূলের টিকিটে অসম ও গোয়ায় জিততে পারবেন না বলে কেন বাংলা তার দাম দেবে ?’’

  • "Banglar Meye" is squandering the Rajya Sabha seats from WB on "Bahiragotos". After @SushmitaDevAITC now its @luizinhofaleiro.
    Shouldn't Bengalis react to this deprivation?
    Why should Bengal pay if these people have no chance of getting elected on TMC tickets in Assam & Goa?

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) একটি টুইট করেছেন ৷ সেখানে যা বলা হয়েছে, তা আদতে শুভেন্দুর অভিযোগকেই খারিজ করে দিচ্ছে ৷

আরও পড়ুন : Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী টুইট করেন দুপুর 2 টো 17 মিনিটে ৷ আর কুণাল ঘোষ টুইট করেন দুপুর 2 টো 23 মিনিটে ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘বাংলা ভিত্তি । ভারত ভবিষ্যৎ । রাজ্যের মঞ্চ থেকে শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন রাজ্যে এবং আগামীতে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পতাকা তোলার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ ।’’

ফলে বোঝাই যাচ্ছে যে বিরোধীরা যতই প্রতিবাদ করুক, তৃণমূল কংগ্রেস আগামিদিনে এই পথেই এগোবে ৷ কারণ, জাতীয় স্তরে সংগঠন বিস্তারের প্রক্রিয়ায় ক্রমশ ভিনরাজ্যের একাধিক নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন ৷ আগামিদিনেও দেবেন ৷ তাঁদের হয়তো পশ্চিমবঙ্গ থেকেই রাজ্যসভায় পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

আরও পড়ুন : Modi-Mamata : বিএসএফ নিয়ে মোদিকে চিঠি মমতার

কলকাতা, 13 নভেম্বর : রাজ্যসভার উপনির্বাচনে (Rajyasabha Bye Election) তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করতেই, তা নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনগুলিকে ‘বহিরাগতদের’ হাতে তুলে দেওয়া হচ্ছে ৷

এদিন তৃণমূলের (Trinamool Congress) তরফে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই টুইটে পালটা সরব হন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ তবে সেখানে তিনি মমতার নাম লেখেননি ৷ বরং যে স্লোগানে ভর করে মুখ্যমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক করেছেন মমতা, সেই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ থেকে ‘বাংলার মেয়ে’ শব্দ দু’টি ব্যবহার করেছেন টুইটে ৷

আরও পড়ুন : Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

প্রসঙ্গত, শনিবার রাজ্যসভার উপনির্বাচনের জন্য গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর (Luizinho Faleiro) নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ এর আগে অসমের সুস্মিতা দেবকেও (Sushmita Dev) পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল ৷ শুভেন্দু এদিন এই দু’জনের নাম ব্যবহার করে প্রশ্ন তুলেছেন, ‘‘এই বঞ্চনার বিরুদ্ধে কেন বাঙালি আওয়াজ তুলবে না ?’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘এই নেতারা তৃণমূলের টিকিটে অসম ও গোয়ায় জিততে পারবেন না বলে কেন বাংলা তার দাম দেবে ?’’

  • "Banglar Meye" is squandering the Rajya Sabha seats from WB on "Bahiragotos". After @SushmitaDevAITC now its @luizinhofaleiro.
    Shouldn't Bengalis react to this deprivation?
    Why should Bengal pay if these people have no chance of getting elected on TMC tickets in Assam & Goa?

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) একটি টুইট করেছেন ৷ সেখানে যা বলা হয়েছে, তা আদতে শুভেন্দুর অভিযোগকেই খারিজ করে দিচ্ছে ৷

আরও পড়ুন : Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী টুইট করেন দুপুর 2 টো 17 মিনিটে ৷ আর কুণাল ঘোষ টুইট করেন দুপুর 2 টো 23 মিনিটে ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘বাংলা ভিত্তি । ভারত ভবিষ্যৎ । রাজ্যের মঞ্চ থেকে শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন রাজ্যে এবং আগামীতে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পতাকা তোলার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ ।’’

ফলে বোঝাই যাচ্ছে যে বিরোধীরা যতই প্রতিবাদ করুক, তৃণমূল কংগ্রেস আগামিদিনে এই পথেই এগোবে ৷ কারণ, জাতীয় স্তরে সংগঠন বিস্তারের প্রক্রিয়ায় ক্রমশ ভিনরাজ্যের একাধিক নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন ৷ আগামিদিনেও দেবেন ৷ তাঁদের হয়তো পশ্চিমবঙ্গ থেকেই রাজ্যসভায় পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

আরও পড়ুন : Modi-Mamata : বিএসএফ নিয়ে মোদিকে চিঠি মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.