কলকাতা, 5 অক্টোবর : নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার এসএসসির চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে হাজির হয়ে তিনি এই ইস্যুতে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেন ৷
এসএসসির এসএলএসটি চাকরি প্রার্থীরা কলকাতায় ধরনা দিচ্ছেন ৷ মঙ্গলবার মহানবমীতে তাঁদের ধর্না 569 দিনে পড়ল ৷ সেই দিন তাঁদের মঞ্চে হাজির হন শুভেন্দু অধিকারী ৷ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে যে ওই চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা আরও একবার মনে করিয়ে দেন শুভেন্দু ৷
পরে সংবাদমাধ্যমের কাছে এই দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেন ৷ তাঁর দাবি, দুর্নীতি ধামাচাপা দিতে 13 লক্ষ নথি নষ্ট করেছে তৃণমূল কংগ্রেসের সরকার ৷ সারদা চিটফান্ড দুর্নীতির (Saradha Chit Fund Scam) প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ জানান, সারদায় যেভাবে নথি নষ্ট করা হয়েছিল ৷ এখানেও তা করা হয়েছে ৷ তাঁর বক্তব্য, এই চাকরিপ্রার্থীদের দাবি পূরণ হওয়া উচিত ৷ আর এই দুর্নীতিতে যাঁরা জড়িত, তাঁদেরও শাস্তি হওয়া উচিত ৷
-
@AmitShah @JPNadda @blsanthosh @dpradhanbjp @sunilbansalbjp @mangalpandeybjp @amitmalviya @AshaLakra79 @BJP4India @BJP4Bengal pic.twitter.com/qwyUdzDejO
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@AmitShah @JPNadda @blsanthosh @dpradhanbjp @sunilbansalbjp @mangalpandeybjp @amitmalviya @AshaLakra79 @BJP4India @BJP4Bengal pic.twitter.com/qwyUdzDejO
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 4, 2022@AmitShah @JPNadda @blsanthosh @dpradhanbjp @sunilbansalbjp @mangalpandeybjp @amitmalviya @AshaLakra79 @BJP4India @BJP4Bengal pic.twitter.com/qwyUdzDejO
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 4, 2022
তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ তাঁর বক্তব্য, তিন হাজার চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি করায় জেলে গিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ৷ ত্রিপুরাতেও 10 চাকরি সংক্রান্ত নিয়োগ দুর্নীতির জেরে সরকার পড়ে গিয়েছে বলেও তিনি দাবি করেন ৷ এর পর তিনি জানান, বাংলায় নিয়োগ দুর্নীতি আরও বড় ৷ এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ৷
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই (CBI) ৷ যেহেতু এই দুর্নীতিতে আর্থিক লেনদেনের বিষয়টি জড়িয়ে রয়েছে ৷ তাই তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ED) ৷ ইতিমধ্যে ইডি গ্রেফতার করেছে হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কে ৷ আর সিবিআই গ্রেফতার করেছে এসএসসি দুর্নীতির সঙ্গে জড়িত একাধিক সরকারি আধিকারিক ও উপদেষ্টাকে ৷
আরও পড়ুন : পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকলের নাম দেখতে চান চাকরিপ্রার্থীরা